google-site-verification=YA0d_Eb5tJKkqhI6Vt7qJIXkplNVvbnoO5O5JjptJDs
Bengali

জোহরের নামাজের নিয়ম, সময় এবং মোট কতো রাকাত

জোহরের নামাজের নিয়ম

জোহরের নামাজের নিয়ম:

দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। তারপর যোহরের নামাজ। জোহরের নামাজ ফরজ। প্রত্যেক মুসলমানকে আদায় করতে হয়। জোহর অর্থ মধ্যাহ্ন। আর এই নাম আর সূর্য ঢলে যাওয়ার পর পরা হয় বলে জোহরের নামাজ বলে।

জোহরের নামাজের সময়:

জোহরের নামাজ বা ওয়াক্ত শুরু হয় সূর্য পশ্চিম আকাশে ঢলে যাবার পর।

আর জোহরের নামাজের শেষ সময় কখন? সূর্যের মূল ছায়া ব্যতীত আস লি   ছায়া দ্বিগুণ হওয়ার আগ পর্যন্ত জোহরের নামাজ পড়া যায়।

জোহরের নামাজ কত রাকাত?

পূর্বে জেনেছি ফজরের নামাজ চার রাকাত। ফজরের নামাজ পড়ে যোহরের নামাজ। জোহরের নামাজ ১২ রাকাত পড়তে হয়।

যোহরের সুন্নত নামাজ কত রাকাত?

জোহরের সুন্নত নামাজ ছয় রাকাত। প্রথমে চার রাকাত সুন্নত। তারপর চার রাকাত যোহরের  ফরজ। ফরচ পড়ার পর আরো দুই রাকাত সুন্নত করতে হয়।

জোহরের নফল নামাজ:

জোহরের নফল নামাজ দুই রাকাত। এই দুই রাকাত সব শেষে পড়া হয়।

জোহরের নামাজ পড়ার নিয়ম:

জোহরের নামাজ ১২ রাকাত। এই 12 রাকাত নামাজের ফরজ , সুন্নত, ও নফল রয়েছে। যোহরের  এই নামাজে পৃথক নিয়ম আছে।

যোহরের চার রাকাত সুন্নত পড়ার নিয়ম:

প্রথমে একাকী চার রাকাত নামাজ পড়তে হয়। চার রাকাত নামাজ সুন্নতে মুয়াক্কাদাহ।

  • প্রথমে জোহরের চার রাকাত সুন্নতের নিয়ত করবেন।
  • * আল্লাহু আকবার বলে কান বরাবর হাত তুলে নাভির নিচে হাত বাঁধবেন।
  • ছানা পড়ে সূরা ফাতিহা পড়বেন। তারপর অন্য সূরা মিলিয়ে পড়বেন।
  • তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়ে সোজা হয়ে দাঁড়িয়ে সিজদায় যাবেন।
  • প্রথম সিজদা করে সোজা হয়ে বসে দ্বিতীয় সিজদা দিবেন। আর সিজদায় তাসবিহ  পড়বেন।
  • এভাবে আরো এক রাকাত পড়ে বৈঠকে তাশাহুদ করবেন। বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন।

যোহরের ফরজ নামাজ  পড়ে আরো দুই রাকাত নামাজ পড়তে হয়। এইদুই রাকাত ফরজ এর সুন্নতের মতন। শুধু নিয়ত করবেন যোহরের দুই রাকাত সুন্নত বাকি নিয়ম একই।

জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ম:

জোহরের চার রাকাত ফরজের নিয়ম দুইটি। একাকি পড়লে এক নিয়ম আর জামাতে অর্থাৎ ইমামের পিছনে পড়লে আরেক নিয়ম।

জামাতে জোহরের নামাজের নিয়ম:

  • প্রথমে নিয়ত করবেন। ইমাম সাহেব অনুসরণ করে কেবলামুখী হয়ে জোহরে চার  যাকাত নামাজ পড়ছি।
  • সানা  পরে চুপ থাকবেন। আর কিছু  পড়তে হবে না।
  • ইমাম সাহেবের সাথে রুকুতে যাবেন। তাসবিহ  পড়বেন।
  • সিজদা তাসবিহ  পড়বেন।
  • এভাবে চার রাকাত পড়বেন।
  • প্রথম বৈঠকে শুধু তাশাহুদ, আর শেষ বৈঠকের তাশাহুদ, দূরুদ শরীফ, ও দোয়া মাসুরা পড়বেন।
  • তারপর ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন।

একাকী জোহরের  চার রাকাত নামাজ  পড়ার নিয়ম:

         *প্রথমে নিয়ত করবেন। আমি যোহরের  চার রাকাত নামাজ কিবলামুখী হয়ে পড়ছি।

         *  তারপর সানা পড়ে সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ে রুকু সিজদা করে দাঁড়াবেন।

         *  তারপর একইভাবে দ্বিতীয় রাকাত পড়ে বৈঠক করবেন।

         * শুধু তাশাহুদ পড়ে আল্লাহু আকবার বলে  দাঁড়াবেন।

          *তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে রুকুর সিজদা করবেন।

         *  চতুর্থ রাকাত ঠিক একইভাবে পড়ে বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন।

যোহরের দুই রাকাত নফল নামাজের নিয়ম:

       *নিয়ত যোহরের নফল নামাজে করবেন।

      * বাকি নিয়ম দুই রাকাত সুন্নতের মতন। এভাবে পড়লেই আদায় হয়ে যাবে।

সবশেষে আশা করি আপনারা জোহরের নামাজ সম্পর্কে জানতে পেরেছেন। আমাদের আর্টিকেলটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button