Bengali

রোমানিয়ার বেতন কেমন এবং ভিসা বেতন কত ২০২৩

রোমানিয়ার বেতন কেমন ২০২৩:

বর্তমান সময় রোমানিয়া সর্বনিম্ন বেতন ৫০০৳ বা ৫২,৪৯৪৳ । তবে  রোমানিয়া  ওয়ার্ক পারমিট ভিসা, কন্সট্রাকশন ভিসা, রেস্টুরেন্ট ভিসা এবং রোমানিয়া কাজের ভিসায় বেতন প্রায় ৫০-৯০  হাজার টাকা। তবে এটা ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করবে আপনার বেতন কত হবে।

করণা মহামারীর কারণে দীর্ঘ দুই থেকে তিন বছর যাবত রোমানিয়া ভিসা বন্ধ ছিল সম্প্রতি রোমানিয়া ভিসা চালু করে দেওয়া হয়েছে, আর রোমানিয়ায় এখন অনেক ধরনের ভিসা পাওয়া যাচ্ছে,যেমন রোমানিয়া গার্মেন্টস ভিসা, রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা, এরপর রোমানিয়ার ড্রাইভিং ভিসা, রোমানিয়া কৃষি ভিসা সহ আরো অনেক ধরনের ভিসা রয়েছে যেগুলোতে আপনি বর্তমানে কাজ করতে পারবেন।

আর আপনি যদি এই সব ভিসায় কাজ করেন তাহলে কোন বিষয়ে কেমন বেতন এটা যদি না জেনে আপনি রোমানিয়া চলে যান তাহলে হয়তো বা আপনি সারা জীবনের জন্য পস্তাতে পারেন তাই রোমানিয়া কোন কাজের জন্য বেতন কেমন এটা জানা আপনার জন্য খুবই জরুরী।

আর অবশ্যই মনে রাখবেন আপনি যদি রোমানিয়ায় আসতে চান তাহলে কোন কাজ না জেনে রোমানিয়ায় আসা আপনার জন্য অনেক বড় ধরনের বোকামি হবে ।

রোমানিয়া গার্মেন্টস ভিসা বেতন কেমন?

আসলে আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা রোমানিয়া যেতে চান এবং গার্মেন্টসের অনেক কাজ জানেন তারা রোমানিয়া গার্মেন্টস ভিসা যেতে চান তাই আপনাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে , রোমানিয়ায়খুবই ভালো মানের বেতনের লোক নিচ্ছে।অনেকদিন রোমানিয়া ভিসা বন্ধ থাকায এর পরে সম্প্রতি  রোমানিয়াগার্মেন্টস ভিসা চালু হয়েছে তাই এখন ভালো মানের বেতন দিয়ে শ্রমিকদের রাখতে হচ্ছে রোমানিয়ার গার্মেন্টস  কোম্পানিদের । বর্তমান সময়ে আপনি যদি  রোমানিয়া গার্মেন্টস ভিসায় যান তাহলে সর্বোচ্চ ৩০০-৬০০  ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে ২৯৫৯৯ থেকে৫৯৮৯২  টাকার মত হবে তাই আপনি চাইলে এই ভিশায় যেতে পারেন।

রোমানিয়া রেস্টুরেন্ট ভিসার বেতন কেমন?

আসলে রোমানিয়াতে অনেক ভিসাই রয়েছে তার মধ্যে খুবই জনপ্রিয় একটি ভিসা হচ্ছে রোমানিয়া রেস্টুরেন্ট ভিসা আর এই ভিসাতে যাওয়া অনেকেরই স্বপ্ন থাকে। কারণ রেস্টুরেন্ট ভিসার কাজ করে অনেক কম এবং শান্তি অনেক বেশি ঠিক তেমনি বেতন ভালো পাওয়া যায়।

তাই হয়তো আপনি ভাবছেন রোমানিয়ায় রেস্টুরেন্ট ভিসায়আসবেন কিন্তু রেস্টুরেন্ট ভিসার বেতন কত সেটা হয়তো আপনি জানেন না, আসলে যদি আপনি রেস্টুরেন্ট ভিসায় আসতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে স্কিল ডেভেলপমেন্ট করে আসতে হবে তাছাড়া আপনি যদি রেস্টুরেন্ট ভিসার রোমানিয়া আসেন তাহলে কোন কিছুই করতে পারবেন না  বরঞ্চ আপনাকে আরো পস্তাতে হবে।আর সবচেয়ে বড় কথা হচ্ছে রেস্টুরেন্ট মানে তো বুঝতেই  পারছেন যে কাস্টমারদের সাথে কমিউনিকেশন করা জানতে হবে আর আপনি যদি রোমানিয়ার ভাষা না জেনে থাকেন বা ইংরেজি ভাষা না বলতে পারেন তাহলে রেস্টুরেন্ট ভিসে এসে তেমন কোন লাভ করতে পারবেন না  এবং আপনার প্রমোশনও হবে না তাই অবশ্যই মাথায় রাখবে যদি রেস্টুরেন্ট ভিসায় আসতে চান তাহলে ভাষা আগে ভালোভাবে শিখে আসবেন এবং ট্রেনিং নিয়ে আসবে।

আর আপনি যদি সব ঠিকঠাক করে ভাষাটা ভালোভাবে জেনে আসেন এবং   রোমানিয়ায়রেস্টুরেন্ট ভিসার উপরে তিন মাস বা ছয় মাসের একটা ট্রেনিং নিয়ে আসেন তাহলে খুবই ভালো মানের একটা ইনকাম জেনারেট করতে পারবেন। বর্তমান সময়ে আপনি যদি  রোমানিয়ায় রেস্টুরেন্ট ভিসায়  তাহলে আপনি২৬০০০-২৮০০০ লে ইনকাম করতে পারবেন- যা বাংলাদেশী টাকায় ৫১৯২০-৫৫৯১৫  টাকা।

রোমানিয়া ড্রাইভিং ভিসার বেতন কেমন?

রোমানিয়ার অনেক ভিসার মত ড্রাইভিং ভিসা তো ভালই বেতন দিচ্ছে আর আপনি যদি ড্রাইভিং জেনে থাকেন তাহলে রোমানিয়া আপনি ড্রাইভিং ভিসায় আসতে পারবেন। তাহলে আপনি মোটামুটি ভালো মানের একটা বেতন পেতে পারেন। তবে অবশ্যই আপনাকে ভালো মানের ড্রাইভিং শিখে এবং লাইসেন্স নিয়ে আসতে হবে।

আর আপনি যদি রোমানিয়া ড্রাইভিং ভিসা আসতে চান তাহলে আপনি বাংলাদেশ থেকে অনেক   রোমানিয়ায়  আসার ট্রেনিং সেন্টার রয়েছে সেগুলো থেকে কিছুদিনের জন্য হলেও একটি ট্রেনিং নিয়ে আসলে আপনি ওইখান থেকে একটি সার্টিফিকেট পাবেন যা আপনার কাজের চাহিদা অনেক বেড়ে যায়।

আর আপনি যদি ড্রাইভিং  ভিসায় আসেন তাহলে আপনি রোমানিয়ান টাকায় ২৫০০০-২৮০০০  লে ইনকাম করতে পারবেন।

অবশেষে আপনারা যারা রোমানিয়া সম্পর্কে জানতে চাই তারা অবশ্যই রোমানের বেতন সম্পর্কে আমাদের আর্টিকেলটি জানতে পেরেছেন যদি আমাদের আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং এ সম্পর্কে আরও বিস্তারিত জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button