google-site-verification=YA0d_Eb5tJKkqhI6Vt7qJIXkplNVvbnoO5O5JjptJDs
Bengali

ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম

ভোটার আইডি কার্ড চেক:

অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করতে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত Services.nidw.gov.bd/ এই ওয়েবসাইটে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর/  ফর্ম নম্বর এবং সঠিক জন্ম তারিখ ও ক্যাপচার পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ভোটার আইডি কার্ড দেখতে পাবেন ।

ভোটার আইডি কার্ড চেক করা খুবই সহজ একটি বিষয়। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই আপনার ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন, আপনাকে কোন কম্পিউটারের দোকানে যেতে হবে না এবং আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চান ভিডিও আপনার ফোন থেকেই করতে পারবেন প্রয়োজন হলে পরবর্তীতে আপনার ভোটার আইডি কার্ড আপনি প্রিন্ট করে নিতে পারবেন কম্পিউটারের দোকান থেকে।

ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম:

আপনি যদি ভোটার আইডি কার্ড চেক ও ডাউনলোড করতে চান তাহলে Services.nidw.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে স্লিপ নাম্বার ও জন্মতারিখ এবং 5 সংখ্যা ক্যাপচার পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।

কিভাবে ভোটার আইডি কার্ড চেক ও ডাউনলোড করতে হয় কয়েকটি ধাপের মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক ডাউনলোড করার নিয়ম  দেখি-

ধাপ1:

ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে প্রথমেই Servicea.nidw.gov.bd/  এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। সেখানে দুটি অপশন পাবেন ।  আপনি যদি ভোটার আইডি কার্ড চেক ও ডাউনলোড করতে চান তাহলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এজন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে।

ধাপ২:

দ্বিতীয় ধাপে আপনি মোট তিনটি স্টেপ দেখতে পাবেন বা তিনটি বক্স দেখতে পাবেন।  প্রথম স্টেপে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর/ ফরম নম্বর দিবেন, এবং দ্বিতীয় স্টেপে আপনার সঠিক জন্ম তারিখ ব্যবহার করবেন, এবং তৃতীয় স্টেপে একটি ৫  সংখ্যার ক্যাপচার দেখতে পাবেন যে সংখ্যাগুলো  তৃতীয় স্টেপে বসিয়ে দিন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।

ধাপ৩:

এই ধাপের নতুন একটি ওয়েব পেজ দেখতে পাবেন এখানে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দেওয়ার অপশন পাবেন, বর্তমান ঠিকানায় আপনার বর্তমান বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করুন এবং স্থায়ী ঠিকানায় আপনার স্থায়ী বিভাগ ও জেলা সিলেক্ট করুন। আপনার বর্তমান ঠিকানাও স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে দুটো বক্সেই একই বিভাগ ও যে উপজেলা সিলেক্ট করুন এবং পরবর্তীতে বাটনে ক্লিক করুন।

ধাপ৪:

৪ ধাপে আপনি নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেনএখানে আপনি ভোটার আইডি কার্ড রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দেখতে ।পাবেন। এবং দুটি অপশন দেখতে পাবেন আপনি যদি প্রথমে দেওয়া নাম্বারটিতে বার্তা পাঠাতে চান তাহলে বার্তা পাঠান   বাটনে ক্লিক করবেন আর যদি আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে মোবাইল নম্বর  পরিবর্তন বাটনে ক্লিক করবেন।

ধাপ৫:

পঞ্চম ধাপে একটু পরিবর্তন আসবে কারণ এখানে আপনাকে দুটো ফোনের প্রয়োজন হবে আর যদি আপনি এই কাজটি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করতে চান তাহলে ল্যাপটপ বা কম্পিউটারের পাশাপাশি আরেকটি ফোনের প্রয়োজন হবে । OTP কোড সম্পূর্ণভাবে বসানো হলে নতুন একটি ইন্টারফেজ ওপেন হবে। যেখানেQR Code  ওপেন হবে এবং সে কিওয়ার্ড কোড স্ক্যান করে আপনার আইডি কার্ড ডাউনলোড করতে হবে।  QR Code  স্ক্যান করার জন্য আপনার দ্বিতীয়  ফোনটিতে NID Wallet   এই ইন্সটল করতে হবে এবং যেকোনো পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন ।

সফলভাবে NID Wallet  অ্যাপটি ইন্সটল করতে পারলে আপনার সামনে একটি কিউআর কোড স্ক্যান করার অপশন পাবেন আপনি  NID Wallte  অ্যাপস থেকে আপনার ফোনেরQR Code  স্ক্যান করুন ।

ধাপ ৬:

সঠিক ভাবে QR Code  স্ক্যান করতে পারলে পরবর্তী ধাপে আপনার Face Scan  ভেরিফিকেশন করতে হবে।   Face Scan করার জন্যStart Face Scan  বাটনে ক্লিক করলে আপনার  ফ্রন্ট ক্যামেরা চালু হবে এবং যার এনআইডি কার্ড ডাউনলোড করতে চান তাকে ক্যামেরার সামনে রাখতে হবে এবং তিনটি দিক নির্দেশনা মানতে হবে।

              ১. প্রথমে নরমাল ভাবে সোজা হয়ে ক্যামেরার দিকে তাকাতে হবে

              ২.  সোজা হয় ক্যামেরার দিকে তাকিয়ে ডান দিকে মুখ ঘুরাতে হবে

              ৩.  সোজা হয় ক্যামেরার দিকে তাকিয়ে বাম দিকে মুখ ঘুরাতে হবে

আপনার Face Scan যদি পরিপূর্ণ হয় তাহলে নিচের দিকে তিনটি টিক মার্ক দেখতে পাবেন আপনার Face Scan  এর উপরে।

ধাপ৭:

পূর্ণভাবে Face Scan  হয়ে গেলে এইভাবে আপনি আপনার এনআইডি কার্ড পরবর্তী ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড সেট করতে পারবেন পাসওয়ার্ড সেট করার জন্য বাটনে ক্লিক করুন আর যদি পাসওয়ার্ড ব্যবহার করতে না চান তাহলে এড়িয়ে যান বাটনে ক্লিক করুন।

ধাপ৮:

এই পর্যায়ে পাসওয়ার্ড সেট করার পরে অথবা এড়িয়ে যান বাটনে ক্লিক করার পরে নতুন একটি ওয়েব পেজ ওপেন হবে যেখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের দেওয়া ছবিসহ আপনার প্রোফাইল,রিইসু, এবং ডাউনলোড এটি আপনার অপশন পাবেন প্রোফাইল অপশন থেকে আপনি আপনার প্রোফাইল চেক করতে পারবেন।

রিইসু  অপশন থেকে আপনি আপনার ভোটার আইডি কার্ডের যদি কোন সমস্যা পান তাহলে সে সমস্যার সমাধান করার জন্য রিইসু  অপশনটি ব্যবহার করবেন এবং সব শেষ আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে ,ডাউনলোড বাটনে ক্লিক করুন।

ধাপ৯:

নবম ধাপে ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনি আপনার অনলাইন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন এবং ভোটার আইডি কার্ড ডাউনলোড করার PDF ফাইল ওপেন হবে যেখানে আপনি আপনার ভোটার আইডি কার্ড দেখতে পাবেন  আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে ভোটার আইডি কার্ড চেক ও ডাউনলোড করতে হয়।

আশা করি আপনার ভোটার আইডি কার্ড চেক করার সম্পর্কে জানতে পেরেছেন যদি আমাদের আর্টিকেলটি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং এ সম্পর্কে আরো অনেক কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button