google-site-verification=YA0d_Eb5tJKkqhI6Vt7qJIXkplNVvbnoO5O5JjptJDs
Bengali

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া

আপনারা যারা ঢাকা থেকে সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে ঢাকা নিয়মিত যাতায়াত করে থাকেন তাদের জন্য একটি পরিচিত নাম হলো এই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। এই ট্রেরেনটি অত্যন্ত বিলাসবহুল ভাবে এই রুটে চলাচল করে। ট্রেনের যার্নি এমন একটি যার্নি যেটাতে সকলেই চলা চল করতে চায়। প্রতিটা ট্রেন একটি নির্দিষ্ট সময়ে ঢাকা থেকে সিরাজগঞ্জের  উদ্দেশ্যে রওনা দেয়।

সিরাজগঞ্জ ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নিয়োজিত একটি আন্ত:নগর ট্রেন। সব থেকে সুন্দর ও আনন্দদায়ক ভ্রমন হচ্ছে ট্রেন ভ্রমন। ঢাকা থেকে সিরাজগঞ্জ যেতে বাসে যেমন সময় লাগে তার থেকে একটু কম সময় লাগে ট্রেনে। কিন্তু বাসে করে যেতে গেলে মানুষ অনেক ক্লান্তি অনুভব করে। আবার ট্রেনে গেলে সীমিত সংখ্যক ক্লান্তি অনুভুত হয় না। সে জন্য ট্রেনের যার্নিটাকে মানুষ বেশি করে বেছে নিচ্ছে। ট্রেনে করে মানুষ এক যায়গা থেকে অন্য যায়গায় অনায়াসে যেতে পারে। সে জন্য ট্রেন যার্নিটাকে সবায় বেশি প্রাধান্য দেয়।

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

আমরা আগেই বলেছি ঢাকা টু সিরাজগঞ্জ পর্যন্ত ট্রেনে যেতে গেলে কোন ট্রেনেযেতে হবে এবং সেই ট্রেনের সময় সর্ম্পকে জানতে হবে। যদি আপনারা তা না জানেন তাহলে অনেক ভোগান্তিতে ভুগতে হবে। আপনি কোন ট্রেনে ভ্রমন করবেন সেই ট্রেনের সময় সর্ম্পকে ধারনা নিতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ট্রেনে করে নানান যায়গায় ভ্রমন করে।

সঠিক সময় না জানলে আপনারা ট্রেন স্টেশনে গিয়েও ট্রেন মিস করে ফেলতে পারেন। তাই আপনাদেরকে ট্রেনের সময় সর্ম্পকে জানতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ কাজের তাগিদে বা ঘোড়ার জন্য এক যায়গা থেকে অন্য যায়গায় যায়। আর সেই ভ্রমনটাকে আরো সুন্দর করে তোলার জন্য ট্রেনের ভুমিকা অতুলনীয়। সেই ট্রেনে ভ্রমন করতে হলে ট্রেনের বাকি বিষয় সহ সময় সর্ম্পকে জানতে হবে।

বিরতি স্টেশন নাম সিরাজগঞ্জ থেকে (৭৭৫) ঢাকা থেকে (৭৭৬)
সিরাজগঞ্জ রায় পুর ০৬ঃ০৮ ২১ঃ০৮
জামতৈল ০৬ঃ২১ ২০ঃ৩৫
শহীদ-এম-মনসুর-আলী ০৬ঃ৪৮ ২০ঃ৩০
বঙ্গবন্ধু সেতু পশ্চিম ০৬ঃ৫৭
বঙ্গবন্ধু সেতু পূর্ব ০৭ঃ৩০ ১৯ঃ০৫
টাঙ্গাইল ০৭ঃ৫২ ১৯ঃ০৫
হিতেক সিটি ০৮ঃ৪২
জয়দেবপুর ০৯ঃ১৫ ১৭ঃ৫৭
বিমানবন্দর ০৯ঃ৪২ ১৭ঃ২৭

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য

ঢাকা থেকে সিরাজগঞ্জ যেতে গেলে এই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির ভুমিকা অপরীসিম। এই ট্রেনেরটির অনেক গুলো আসনের ব্যবস্থা রয়েছে। আপনি অত্যন্ত সুলভ মূল্যে এই ট্রেনটির মাধ্যমে যাতায়াত করতে পারবেন। এই ট্রেনটিতে এসি বগিরও ব্যবস্থা রয়েছে। কিছু কিছু মানুষ রয়েছে যারা এসি বগি খোজে তাদের জন্য এই ব্যবস্থা। এখন আপনাকে ঠিক করতে হবে আপনি কোন বগিতে করে যাতায়াত করতে চান ।

আসন বিভাগ টিকেটের মূল্য (১৫ভ্যাট)
শোভন চেয়ার ২৯৫ টাকা
প্রথম সিট ৩৯০ টাকা
প্রথম বার্থ ৫৮৫ টাকা
স্নিগ্ধা ৪৯০ টাকা
এসি সিট ৫৮৫ টাকা
এসি বার্থ ৮৮০ টাকা

আর সেই বগির ভাড়া কত সেই দিকে খেয়াল রাখতে হবে। সেই বগির ভাড়া সর্ম্পকে জানলে আপনাকে আর কোন রকমের চিন্তা করতে হবে না। আপনি ঘড়ে বসেই কোন সিট নিলে ভালো হবে সে দিকে খেয়াল রেখে টিকিট ক্রয় করতে পারবেন। আর সেজন্য আপনাকে এই ট্রেনের ভাড়া জানতে হবে। যেন যাত্রা পথে আপনাকে কোন রকমের সমস্যায়  পড়তে না হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button