সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, ছুটি, স্টপস্টেশন ২০২৩
আজকে আমরা আলোচনা করবো সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি নিয়ে। এটি একটি আন্ত:নগর ট্রেন। এই ট্রেনটির মাধ্যমে আপনারা ঢাকা থেকে রাজশাহী রুটে যাতায়াত করতে পারবেন। এই ট্রেনটির সার্ভিস ব্যবস্থা অনেক ভালো। আপনারা যারা একবার এই ট্রেনে যাতায়াত করেছেন তারা অবশ্যই বলতে পারবে যে এই ট্রেনটিকে কেন ভালো ট্রেন বলা হলো।
এই টেনের মাধ্যমে আপনারা সুন্দর ভাবে যাতায়াত করতে পারেন। ট্রেন যার্নি শুধু মাত্র আরামদায়ক না নিরাপদও। তাই সবায় যাতায়াতের সুন্দর মাধ্যম হিসেবে ট্রেনকে বেঁছে নেয়। কোন রকম ঝামেলা ছারাই আপনি ট্রেনে যাতায়াত করতে পারেন। ট্রেন ভ্রমন আপনার সাধ্যের মধ্যে পরে। সে জন্য আপনি এক যায়গা থেকে আরেক যায়গায় সহজেই যেতে পারেন। অন্যান্য যানবাহনের তুলনায় ট্রেনের যার্নি অনেকটা সুবিধার।ট্রেনে নানান রকম সুবিধা আছে। ট্রেনে আলাদা আলাদা কেবিনের ব্যবস্থা রয়েছে। ট্রেনে খাবারের ব্যবস্থা আছে এবং আরো আছে পরিষ্কার টয়লেট এবং নামাজের সুব্যবস্থা আছে।
সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
আমরা আগেই বলেছি ঢাকা টু রাজশাহী পর্যন্ত ট্রেনে যেতে গেলে আপনি সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনেযেতে পারেন। এবং সেই ট্রেনের সময় সর্ম্পকে জানতে হবে। যদি আপনারা তা না জানেন তাহলে অনেক ভোগান্তিতে ভুগতে পারেন।। আপনি কোন ট্রেনে ভ্রমন করবেন সেই ট্রেনের সময় সর্ম্পকে ধারনা নিতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ট্রেনে করে নানান যায়গায় ভ্রমন করে।
এখানে নানান রকমের মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুড়তে আসে। সেই ঘুড়তে আসা একমাত্র সুন্দর ও আরামদায়ক বাহন হলো ট্রেন। তাই এই ট্রেনে যাতায়াত করতে গেলে আপনাকে এর সময় সূচী সর্ম্পকে জানতে হবে। তাহলে খুব সহজ হয়ে যাবে ট্রেনের ভ্রমন। বাংলাদেশের অধিকাংশ মানুষ কাজের তাগিদে বা ঘোড়ার জন্য এক যায়গা থেকে অন্য যায়গায় যায়। আর সেই ভ্রমনটাকে আরো সুন্দর করে তোলার জন্য ট্রেনের ভুমিকা অতুলনীয়। সেই ট্রেনে ভ্রমন করতে হলে ট্রেনের বাকি বিষয় সহ সময় সর্ম্পকে জানতে হবে।
ট্রেন নং | উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক ছুটি |
৭৫৪ | কমলাপুর | ০৭:৪০ | রাজশাহী | ১৩:৩০ | রবিবার |
৭৫৫ | রাজশাহী | ১৫:০০ | কমলাপুর | ২০:২০ |
সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া
একটি ট্রেনের ভেতরে বিভিন্ন ধরনের আসনের ব্যবস্থা রয়েছে। তাই বিভিন্ন রকম আসনের বিভিন্ন রকম দামের হয়ে থাকে। সেজন্য ট্রেনে ভ্রমন করতে হলে ট্রেনের টিকিটির মূল্য সর্ম্পকে ধারনা থাকা দরকার। বর্তমান আধুনিকতার যুগ। এই যুগে মানুষ অনেকটা এগিয়ে আছে। সেজন্য এ যুগের মানুষ অনেকটা এগিয়ে।
আর ঠিক সে জন্য আপনাকে এই ট্রেনের ভাড়া যানতে হবে। ট্রেনের ভাড়া জানলে আপনার ভ্রমন টা সুন্দর হয়ে যাবে। ট্রেনের ভাড়া সর্ম্পকে জানলে আপনি ঘড়ে বসেই টিকিট ক্রয় করতে পারবেন। অনেকে আছে যে অনেক ব্যাস্ত থাকে কোন খানে যাওয়ার আগে টিকিট ক্রয় করতে হয় কিন্তু সেই সময় থাকে না। তখন ঘড়ে বসেই টিকিট ক্রয় করতে হয় তখন টিকিটের মূল্য না জানলে ঘড়ে বসে টিকিট ক্রয় করা সম্ভব হয় না। সেজন্য আপনাদেরকে টিকিটের মূল্য সর্ম্পকে জানতে হবে।
আসুন বিভাগ | টিকিটের মূল্য |
শোভন চেয়ার | ৩৪০ টাকা |
স্নিগ্ধা | ৫৭০ টাকা |
এসি সিট | ৬৮০ টাকা |
এসি বার্থ | ১০২০ টাকা |
পরিশেষে, আপনাদের সামনে প্রয়োজনীয় তথ্যাবলি তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের যাত্রা শুভ হউক এই কামনা করি।