আর এস খতিয়ান বের করার নিয়ম
আর এস খতিয়ান চেক:
যদি আপনি আপনার খতিয়ান অনুসন্ধান করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে বাংলাদেশই পর্চাএর অফিসিয়াল ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করতে হবে। ওই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পরে আপনাকে আপনার নিজস্ব জেলা এবং জেলার নিজস্ব উপজেলা বাছাই করে নিতে হবে। যখন আপনি এই কাজগুলো করবেন, তখন আপনি আসলে কোন ধরনের খতিয়ান বের করতে চান সেটি সিলেক্ট করবেন।
আর যেহেতু আপনি আরএস খতিয়ান অনুসন্ধান করতে চানসেহেতু অবশ্যই আপনাকে আর এস খতিয়ান নামক অপশনের মধ্যে ক্লিক করতে হবে। এরপর আপনাকে বেশ কিছু তথ্য প্রদান করতে হবে যেমন, আপনার মৌজা নং এর পাশাপাশি আপনাকে আপনার খতিয়ান নম্বর প্রদান করতে হবে। উপরোক্ত তথ্যগুলো প্রদান করার পর আপনি আপনার আর এস খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।
আর এস খতিয়ান বের করার নিয়ম:
১. সবার প্রথমে আপনাকে বাংলাদেশ ই পর্চা মূল ওয়েবসাইট এর মত প্রবেশ করতে হবে ।
২.আপনি ছেলে গুগল থেকেও প্রবেশ করতে পারবেন।
৩.যখন আপনি লিংক এর মধ্যে প্রবেশ করবেন তখন আপনাকে বাংলাদেশ ই পর্চা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
৪. ওয়েবসাইটের একটু নিচের দিকে আসলেই আপনি” সার্ভে খতিয়ান সন্ধান” – নামক একটি অপশন দেখতে পারবেন
৫. মূলত এই অপশনের মধ্যে আপনাকে আপনার বিভাগ, জেলা,, খতিয়ানের ধরন, মৌজা এবং খতিয়ানের নাম্বার প্রদান করতে হবে।
৬.আর যখন আপনি যেই যাবতীয় তথ্যগুলো সঠিকভাবে প্রদান করবেন তারপর আপনি সবার উপরে ডান পাশে খুঁজুন নামক অপশনে ক্লিক করবেন।
৭. এরপর আপনি আপনার খতিয়ান বের করতে পারবেন।
আর এস খতিয়ান কি:
সহজ কথা বলতে গেলে, যখন নির্দিষ্ট কোন জমি আরএস খতিয়ান প্রস্তুত করা হয়, তখন যে সকল জরিপ কর্মচারী বা কর্মকর্তা থাকবেন, তারা সরে জমিনে গিয়ে এই সকল জরিপদের তদন্ত করে না। সে কারণে উক্ত জরিপের মধ্যে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি থেকে যায়। এই ভুল ত্রুটি গুলো সংশোধন করার পুনরায় জরিপ করা হয়। আর এই জরিপ করার পরে যে চূড়ান্ত খতিয়ান প্রকাশিত হয়ে তাকে বলা হয় আর এস খতিয়ান।
অনলাইন ছাড়া আর এস খতিয়ান বের করার নিয়ম:
বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবকিছুর মধ্যে অনলাইন পদ্ধতি প্রয়োগ করেছে। তবে কিন্তু অনলাইন সম্পর্কে খুব বেশি একটা ধারণা রাখেন। আর যারা আসলে অনলাইন সম্পর্কে একটু কম জানেন,তাদের অনলাইন থেকে আর এস খতিয়ান বের করাটা বেশ কষ্টসাধ্য একটা বিষয় হয়ে দাঁড়াবে। তবে আপনি চাইলে অনলাইন ছাড়াও আরো ভিন্ন পদ্ধতিতে আপনার আর এস খতিয়ান বের করে নিতে পারবেন।
আপনি যদি অনলাইন ছাড়া অফলাইনে আপনার আর এস খতিয়ান বের করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভূমি অফিসের মধ্যে সরাসরি যেতে হবে। তবে ভূমি অফিসে যাওয়ার আগে আপনার নিকট অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো থাকতে হবে যেমন-
আপনার জমির দাগ নম্বর
খতিয়ান নম্বর
মৌজার নম্বর ইত্যাদি থাকতে হবে।
তবে এরপরও যদি আপনার ভূমি সংক্রান্ত কোনো ধরনের সমস্যার সমাধান জানার প্রয়োজন হয় তাহলে আপনি সরাসরি হোমিওপিসের মধ্যে কল করতে পারবেন। আর তাদের কল নাম্বারটি হল-১৬১২২ যদি আপনি সরাসরি এই নাম্বারে ফোন করেন তাহলে আপনি ভূমি সংক্রান্ত যেকোনো বিষয়ে সহায়তা মোবাইলের কলের মাধ্যমে নিতে পারবেন।
আর এস খতিয়ান চেক করার নিয়ম:
আর এস খতিয়ান চেক করার জন্য ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://www.eporcha.gov.bd/প্রবেশ করুন এর পরে বিভাগ এবং জেলা উল্লেখ করুন এবং খতিয়ানের জায়গায়” আর এস খতিয়ান” সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্যগুলো যথাক্রমে উল্লেখ করে অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
পুরো কাজটি বিস্তারিত ভাবে করতে পারবেন এই স্টেট গুলো ফলো করে;
বিভাগ সিলেক্ট করুন
জেলা সিলেক্ট করুন
উপজেলা সিলেক্ট করুন
খতিয়ান টাইপ নির্বাচন করুন: এখান থেকে যেহেতু আমরা আরএস খতিয়ান চেক করব সেহেতু আর এস সিলেক্ট করে দিব।
এরপরে যথাক্রমে মৌজা।
খতিয়ান অথবা দাগ নং বা মালিকের নাম সিলেক্ট করে দিন
পরবর্তীতে খুঁজুন বাটনটিতে ক্লিক করুন
এখানে দাগ কিংবা খতিয়ান নং এবং মালিকের নাম দেখা যাবে এখান থেকে আমরা মালিকের নাম এর সাথে খতিয়ান নাম্বার মিলিয়ে নিব।
অবশেষে আশা করি আপনারা আরএস খতিয়ান চেক করার বিষয় সম্পর্কে অবগত হয়েছেন যদি আমাদের পোস্টটি আপনাদের ভালো লেগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন্ এ বিষয়ে যদি আপনাদের আরো অনেক কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন।