Bengali

রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী, ভাড়া ও বিরতি স্থান ২০২৩

রাজশাহী হচ্ছে পরিষ্কার পরিছন্ন একটি শহর। এই শহরটি পদ্মা নদীর তীরে অবস্থিত এবং উত্তরবঙ্গর একটি বৃহত্তম শহর। আপনি যদি রাজশাহী থেকে ঢাকা যেতে চান তাহলে আপনাকে অব্যশই এর সময়সূচী এবং আদার সব বিষয় সর্ম্পকে জানতে হবে। রাজশাহী থেকে ঢাকা তে আন্তনগর ৪ টি ট্রেন চলাচল করে।

কারন এতে আপনি বিলাস বহুল ভাবে চলাফেরা করতে পারেন। কেননা রাজশাহী থেকে ঢাকা ট্রেনটির মধ্যে আধুনিক সব জিনিসের ব্যবস্থা আছে। এই ট্রেনটিতে এসির ব্যবস্থা আছে। খাবারের ক্যান্টিন আছে, নামাজের ব্যবস্থা আছে এমনকি পরিষ্কার টয়লেটের ব্যবস্থা আছে।

রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৩

রাজশাহী থেকে ঢাকা যাতায়াতে ট্রেনটি নিয়মিত ভাবে চলাচল করে।আপনি যেখানেই যাওয়া আসা করেন না কেন আনাকে সময়ের উপর খেয়াল রাখতে হবে তাহলে আপনার যার্নিটা ভালো হবে।ট্রেনের সময় সঠিক জানলে আপনি সঠিক সময়ে কাউন্টারে যেতে পারবেন এবং আপনার কোন রকম ভোগান্তিতে পড়তে হবে না।

শুধু ভ্রমনে আগ্রহ থাকলে হবে না ভ্রমন করতে গেলে যেখনে বা যে মাধ্যম দিয়ে ভ্রমন করেন না কেন প্রথমে সেই ভ্রমনের সময়সূচী সর্ম্পকে জানা টা দরকার। সময় সঠিক ভাবে না জানলে অনেক সময় নানান সমস্যা সম্মুখীন হতে হয়। সেজন্য আপনাকে সময় জানতে হবে।

ট্রেন রাজশাহী থেকে ছাড়ে ঢাকা পৌছায় ছুটির দিন
ধুমকেতু এক্সপ্রেস (769-770) 11:20 PM 04:45 AM বৃহস্পতিবার
বনলোটা এক্সপ্রেস (791-792) 07:00 AM 11:30 AM শুক্রবার
সিল্কসিটি এক্সপ্রেস (753-754) সকাল 07:40 01:30 PM রবিবার
পদ্মা এক্সপ্রেস (759-760) বিকাল 04:00 PM 09:40 PM মঙ্গলবার

রাজশাহী টু ঢাকা ট্রেনের ভাড়া সমূহ

প্রতিদিন হাজার হাজার মানুষ এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করছে। এই পরিচিত আন্তনগর ট্রেন গুলো সর্ম্পকে আপনাদেরকে একটি মটামুটি ধারনা দেওয়া হলো। এই ট্রেন গুলো আন্তনগর হওয়ায় ননস্টপ ভাবে চলাচল করে চলছে রাজশাহিী টু ঢাকা। এই ট্রেন গুলোর ভাড়াও খুব একটা বেশি না। সকলের হাতের নাগালের মধ্যে রয়েছে দাম।

ক্লাস টিকিটের মূল্য বাচ্চাদের টিকিটের মূল্য
শোভন চেয়ার 360 টাকা 245 টাকা
স্নিগ্ধা (এসি) 676 টাকা 457 টাকা
এসি (প্রথম শ্রেণী) 802 টাকা 538 টাকা

এই ট্রেনে আপনি যাবতীয় সুবিধা পাবেন। এই ট্রেনে এসির ব্যবস্থা আছে এসি ছাড়াও আছে। যে যেভাবে নিতে পারে। তাছাড়া ট্রেনের যার্নি একটা অনেক ভালো  যার্নি। অনান্য যানবাহনের তুলন ট্রেনের খরচ একটু হলেও হাতের নাগালের মধ্যে পরে। সে কারনে অনেকেই এই ট্রেনের যার্নি পছন্দ করে।

যাযা তথ্য দেওয়ার তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই সব কিছু আপনারা যেনে নিলে সহজেই ট্রেন যার্নি সুন্দর ভাবে উপভোগ করতে পারেন। যদি কোনবিষয় সর্ম্পকে জানার থাকে তাহলে কমেন্টে  জানাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button