Bengali

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, ছুটি, স্টপ স্টেশন ২০২৩

ঢাকা থেকে পঞ্চগড় যাতায়াত করার জন্য অনেক রকমের ব্যবস্থা রয়েছে। ট্রেন বাদ দিয়ে বাসে কিংবা বিমানে যাওয়া যায়। কিন্তু সব কিছুর থেকে ভালো ও সুবিধার যার্নি হলো ট্রেন যার্নি। আর এই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির সুযোগ সুবিধা অনেক। তাই সকলেই এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চায়। ট্রেনে করে গেলে এত সব ঝামেলা থাকে না। ট্রেন যার্নি অনেকটা নিরাপদ যার্নি। ট্রেনে নানান রকম সুবিধা আছে।

ট্রেনে আলাদা আলাদা কেবিনের ব্যবস্থা রয়েছে। ট্রেনে খাবারের ব্যবস্থা আছে এবং আরো আছে পরিষ্কার টয়লেট এবং নামাজের সুব্যবস্থা আছে। ঠিক সে কারনে ট্রেনের যার্নি অনেকটা নিরাপদ।আর বেশির ভাগ মানুষ এই ট্রেনে করে যাতায়াত করতে পছন্দ করে। ট্রেনে করে। নেক খোলা মেলা ভাবে যাওয়া আসা করা যায়। আর সে কারনে সবায় ট্রেন যার্নিটাকে প্রাধান্য দেয়।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

কোন ভ্রমন করার আগে আপনাকে অব্যশই সেই বিষয় সর্ম্পকে মিনিমাম ধারনা থাকা দরকার। কারন বিস্তারিত তথ্য না জানলে আপনারা প্রতারিতর স্বীকার হতে পারেন। সে জন্য আপনাদেরকে সঠিক তথ্য সর্ম্পকে জানা দরকার। ঢাকা থেকে পঞ্চগড় যাওয়া পথে আপনি প্রতিদিন আন্ত:নগর মেল ট্রেন পাবেন। এই ট্রেনের মাধ্যমে আপনারা অনায়াসে যাতায়াত করতে পারবেন।

এই আন্ত:নগর ট্রেন গুলোতে আরামদায়ক ও বিলাসবহুল ভাবে যাতায়াত করতে পারেন। দেশের বিভিন্ন স্থানে ভ্রমনের জন্য অনেকে ট্রেনের যার্নি বেছে নেয় কারণ লঙ্গ টাইম যার্নিতে ট্রেনে ভ্রমন করলে ক্লান্তি বধ হয় না। আপনি ট্রেনে যার্নি করতে চাইলে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটিতে যাতায়াত করতে পারেন। কারন এই ট্রেনটিতে যাত্রীদের ভোগান্তি হয় না। কারন এই ট্রেনটি যথা সময়ে তার নির্দিষ্ট যায়গায় পাওয়া যায়।ঠিক সে কারনে আপনাদেরকে এর সময় সর্ম্পকে জানতে হবে।

স্টেশনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
ঢাকা টু পঞ্চগড় নাই ২২ঃ৪৫ মিনিটে ০৮ঃ৫০ মিনিটে
পঞ্চগড় টু ঢাকা নাই ১২ঃ৩০ মিনিটে ২১ঃ৫৫ মিনিটে

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের টিকিট মূল্য

ট্রেন যার্নি সব বয়সের মানুষে পছন্দ করে। ট্রেন যার্নি একটি আনন্দদায়ক ও নিরাপদ যার্নি। বাংলাদেশে রেলওয়ে বিভিন্ন ট্রেনের মূল্য উল্লেখ থাকে। ঢাকা থেকে পঞ্চগড় ট্রেনের টিকেটের মূল্য এখনও হাতের নাগালের মধ্যে রয়েছে। ট্রেনের ভেতরে বিভিন্ন আসনের মূল্য বিভিন্ন রকমের হয়ে থাকে। যাত্রীরা তাদের সুবিধা মত আসন বুকিং করতে পারেন। আশা করি, স্বল্প মূল্যে ট্রেন ভ্রমন হউক আনন্দময়। ট্রেনের সঠিক সময় ও টিকিটের মূল্য জানার পাশাপাশি আপনি আপনার টিকেট বুকিং করতে ভুলবেননা।

অনেক সময় স্টেশনে গেলেও টিকেট পাওয়া যায় না। সে জন্য ঘরে বসেই টিকেট ক্রয় করা যায়। তবে সঠিক তথ্য জানা না থাকলে টিকেট ক্রয় করা অনেক কষ্টদায়ক হয়ে উঠে। অতি সহজে বিকাশ,নগদ, রকেট ব্যাংকের মাস্টার কার্ড হতে অনলাইনে টিকেট ক্রয় করা যায়।

আসন বিভাগ টিকেটের মূল্য (১৫ভ্যাট)
শোভন চেয়ার ৫৫০ টাকা
প্রথম সিট ১০৩৫ টাকা
এসি সিট ১২৬০ টাকা
এসি বার্থ ১৮৯২ টাকা

ট্রেনের সরকারী ছুটি এবং বন্ধের দিন জানা প্রতিটি মানুষের জানা দরকার। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কোন বন্ধ নেয়  এই ট্রেনটি সপ্তাহের প্রতিদিন চলাচল করে। এই ট্রেনটির বেশ কয়েকটি স্টেশন  রয়েছে সেগুলোতে যাত্রা বিরতি দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button