নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, ছুটি, স্টপ স্টেশন
নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটি রুটে চলাচল করে। এই ট্রেনটি অত্যন্ত বিলাসবহুল একটি ট্রেন। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আন্ত:নগর এক্সপ্রেস ট্রেন সার্ভিসের অন্যতম ভুমিকা পালন করে। প্রতিনয়তই হাজার হাজার মানুষ এই রুটে যাতায়াত করে থাকে। সেই যাতায়াতের অন্যতম মাধ্যম যদি হয় ট্রেন তাহলে আর কোন কথায় থাকে না।
এই আন্ত:নগর ট্রেনটি সার্ভিসের দিক থেকে অনেক ভালো। এই ট্রেনটিতে করে মানুষ যাতায়াত করে এর সুযোগ সুবিধা অনেক ভালো সেজন্য। এই ট্রেনটির মাধ্যমে আপনি খুব দ্রুত আপনার গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন। যারা ঢাকা থেকে চিলাহাটি যাতায়াত করতে চান তাদের জন্য অন্যান্য যানবাহনের থেকে ট্রেন অনেক ভালো। অন্যান্য যানবাহনে অনেক কষ্ট করে যাতায়াত করতে হয় কিন্তু ট্রেনে সেটা করতে হয় না। ট্রেনে অনেক আরাম করে যার্নি করা যায়।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
আপনারা যেই যানবাহনের মাধ্যমে যান না কেন আপনাকে তার সময় সর্ম্পকে জানতে হবে। তাহলে আপনি কোন রকমের ভোগান্তিতে পড়তে হবে না। ট্রেনের সময় সর্ম্পকে সঠিক তথ্য না জানেন তাহলে আপনি সময় মত স্টেশনে যেতে পারবেন না এমনকি আপনার ট্রেম মিস হয়ে যেতে পারে। সে জন্য ট্রেনের সময় জানা দরকার। আর আপনি সঠিক সময় না জানলে ঠিক সময়ে স্টেশনে পৌঁছাতে পারবেন না।
ট্রেনের মত সুযোগ অন্য কোন যানবাহনে পাবেন না। তাই সবায় ট্রেনের যার্নিটাকে বেশি প্রাধান্য দেয়। আর সে কারনে এর সময়মূচী জানাটা দরকার। ট্রেনের মাধ্যমে আপনারা কোন রকমের সমস্যায় পরবেন না। আপনারা অনায়ায়ে যার্নি করতে পারবেন। আর ট্রেনে খুব অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারবেন।
বিরতি স্টেশন নাম | চিলাহাটি থেকে (৭৬৬) | ঢাকা থেকে (৭৬৫) |
ডোমার | ২০ঃ২১ | ১৫ঃ২৪ |
নীলফামারী | ২০ঃ৩৯ | ১৫ঃ০৫ |
সৈয়দপুর | ২১ঃ০৩ | ১৪ঃ৪২ |
পার্বতীপুর | ২১ঃ৪০ | ১৪ঃ১৫ |
ফুলবাড়ি | ২২ঃ০০ | ১৫ঃ৫০ |
বিরামপুর | ২২ঃ১৪ | ১৩ঃ৩৬ |
জয়পুরহাট | ২২ঃ৪৫ | ১৩ঃ০৪ |
আক্কেলপুর | ২৩ঃ০১ | ১২ঃ৪০ |
সান্তাহার | ২৩ঃ৩০ | ১২ঃ১৫ |
আহসানগঞ্জ | ২৩ঃ৪৫ | ১১ঃ৪০ |
নাটোর | ০০ঃ৩৩ | ১১ঃ১৬ |
মুলাডুলি | ০১ঃ৪৫ | ১০ঃ৩৯ |
বঙ্গবন্ধু সেতু | ০৩ঃ১০ | ০৯ঃ০০ |
জয়দেবপুর | ০৪ঃ২৭ | ০৭ঃ৩৩ |
বিমান বন্দর | ০৪ঃ৫৩ | ০৭ঃ০৭ |
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য
ট্রেনের সময়ের পাশাপাশি এর ভাড়া কত সেই সর্ম্পকে জানতে হবে। তাহলে আপনাদের যার্নিটা শুভ হবে। আপনারা যারা ঢাকা থেকে চিলাহাটি ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চান তাহলে এর ভাড়া সর্ম্পকে জানা টা দরকার। তাহলে আপনারা খুব সহজে যার্নি করতে পারেন। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির সার্ভিস ব্যবস্থা অনেক ভালো।
আপনি যদি যানবাহনের জন্য এই নীলসাগর এক্সপ্রেসে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এর টিকিটের মূল্য সর্ম্পকে জানতে হবে। টিকেটের মূল্য ঠিক ঠাক জানলে অনলইনের মাধ্যমে টিকেট কাটা যায়। কিন্তু অনলাইনে টিকেট কাটার সঠিক নিয়ম জানতে হবে। তাহলে আর কোন ভেজাল থাকেনা। আগে টিকেট কাটার জন্য স্টেশনে যেতে হত কিন্তু এখন আর কোন সমস্যা নেই। এখন ঘড়ে বসেই টিকিট ক্রয় করতে পারেন। এই ট্রেনটি সপ্তাহে এক দিন বাদ দিয়ে বাকি ছয় দিন এই রুটে চলাচল করে।এই ট্রেনটি যাত্রা পথে কয়েকটি স্টেশন পরে সেই স্টেশন গুলোতে যাত্রা বিরতি নেয়।
আসন বিভাগ | টিকেটের মূল্য |
শোভন | ৩৬০ টাকা |
শোভন চেয়ার | ৪৩৫ টাকা |
প্রথম সিট | ৫৭৫ টাকা |
প্রথম বার্থ | ৮৬৫ টাকা |
স্নিগ্ধা | ৭২০ টাকা |
এসি বার্থ | ১২৯৫ টাকা |
আপনাদের যাত্রা শুভ হউক এই কামনায় করি। আপনাদের প্রয়োজনীয় তথ্য বলি আলোচনা করা হলো আরো কোন কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন।