Bengali

মনপুরা দ্বীপ যাওয়ার উপায়, কোথায় থাকবেন, কী খাবেন

মনপুরা বাংলাদেশের ভোলা উপজেলায় একটি বিছিন্ন  দ্বীপ। এই দ্বীপের তিন পাশে মেঘনা নদী এবং এক পাশে বঙ্গপোসাগর অবস্থিত। প্রাকৃতিক লীলাভূমির অপরুপ সাজে সজ্জিত এই মনপুরা দ্বীপটি। এখানে না গেলে আপনারা বুজতেই পারবেন না যে কতটুকু সুন্দর্য্যে মোড়ানো এই দ্বীপটি।  এই দ্বীপে বসেই আপনারা সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে পাবেন একেবারে কাছ থেকে । মনপুরা দ্বীপটিকে নিয়ে বাংলাদেশে একটি চলচিত্র নির্মিত হওয়ার পর এই দ্বীপটির জরপ্রিয়তা বেড়ে গেছে।

বিকাল থেকে রাত পর্যন্ত এখানে শুধু পর্যটকরা না স্থানীয় অনেকে আসে এখানে এর অপরুপ সুন্দর্য্য উপভোগ করতে। রাতে এখানে বসলে মনে হয় যেন মেঘনা নদীর অতলে ভাসছি। কারন তখন আপনি যেখানে থাকবেন তার চারপাশে শুধু পানি আর পানি দেখতে পাবেন। আর তখন মনে হবে যে আপনি এই পানিতে ভেসে আছেন। এটা একটি রোমাঞ্চকর অনুভুতি। এই দ্বীপে আছে একটি হরিনের আভায়াশ্রম । যখন জোয়ার উঠে তখন এই হরিনের দল মেন রাস্তার দিকে যায়। যখন হরিনেরা রাস্তা পার হয় তখন মটরছাইকেল নিয়ে ৫ থেকে ৭ মিনিট দাড়াতে হয়। তাছাড়া এই দ্বীপে বিশাল এলাকা জুড়ে মাছের চাষ করা হয়। এখানে নানা প্রজাতির মাছ চাষ করা হয়। আর এই পুকুরের ধার দিয়ে সাড়ি সাড়ি নালকেলের গাছ লাগানো আছে । দেখতে অনেক ভালো লাগে।

মনপুরা দ্বীপ যাওয়ার উপায়

মনপুরা দ্বীপে আপনারা চাইলে যখন তখন যেতে পারবেন না। এখানে যেতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে করে আপনাদেরকে যাত্রা শুরু করতে হবে। এই লঞ্চে করে আপনারা মনপুরা পৌঁছে যেতে পারেন । যেতে যেতে আপনারা সূর্যোদয় দেখতে ভুলবেন না। লঞ্চ থেকে মনপুরা ঘাটে নেমে আপনারা মোটর ছাইকেলে করে যেতে পারবেন।

মনপুরা দ্বীপ কোথায় থাকবেন

থাকার জন্য মনপুরা দ্বীপে গিয়ে আপনারা তিনটি ডাকবাংল পেয়ে যাবেন। আপনারা সেখানে রাত্রী যাপন করতে পারেন। এখানে থাকার জন্য আপনাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। আপনারা এখানে অল্প খরচে থেকে যেতে পারেন। তাছাড়া অন্য আরও থাকার ব্যবস্থা রয়েছে।  সেগুলোতে একটু খরচ বেশি লেগে যাবে। আপনারা এখানে ভালো মানের হোটেলও পেয়ে যেতে পারেন এমনকি একটু নিম্ন মানের হোটেল পেয়ে যেতে পারেন । আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী রাতে থাকতে পারেন।

মনপুরা দ্বীপ কী খাবেন

মনপুরা দ্বীপে হাঁসের মাংস অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। তাছাড়া এখানে আপনারা টাটকা ইলিশ ও মহিষের দুধ খেতে পারেন। এই খাবার গুলো এখানকার জনপ্রিয় খাবার। এছাড়াও এখানে মহিষের দুধের দই, বোয়াল, কোরাল, ও গোলদা চিংড়ি বেশ পরিচিত খাবার। তাই আপনারা আপনাদের পছন্দ মত খাবার খেতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button