মাল্টা কাজের ভিসা এক মাসের বেতন কত
মাল্টা কাজের ভিসা এক মাসের বেতন কত:
বাংলাদেশ থেকে কাজের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া হয়ে থাকে। তেমনি একটি দেশ হচ্ছে মাল্টা।যদি মালটা যান এবং মালটা যেয়ে ফুড ডেলিভারি করে থাকেন তাহলে আপনি মাসে ১০০০ থেকে ১২০০ ইউরো আয় করতে পারেন। যা বাংলাদেশি টাকায় ১ লক্ষ ১০ হাজার টাকার কাছাকাছি। মালটাতে যারা কাজ করে তারা প্রায় এক হাজার বারোশো ইউরোপ আয় করে থাকে ।
বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার উপায়:
বাংলাদেশ থেকে কাজের জন্য পৃথিবীর অন্য দেশগুলোতে যে পদ্ধতিতে যাওয়া হয় ঠিক একই পদ্ধতিতে মালটা যাওয়া হয়। মালটা যেতে হলে আপনি সরাসরি আপনার লবিং সিস্টেমের মাধ্যমে যেতে পারেন আবার আপনি মালটা যেতে চাইলে এজেন্সির মাধ্যমে যেতে পারেন।
যেমন ধরুন আপনি মধ্যপ্রাচ্যের কোন দেশে সৌদি আরব কাতার বাহরাইন যাবেন সেখানে যদি আপনার কোন লোক থাকে সে আপনার জন্য ভিসার ব্যবস্থা করে দেবে অথবা বিভিন্ন এজেন্সি রয়েছে যাদের কাছে কোম্পানি ভিসা প্রদান করে থাকে তাদের মাধ্যমে আপনি মালটা যেতে পারেন।
মালটা যেতে কত টাকা লাগে:
আপনি যদি মালটা যেতে চান তাহলে আপনাকে ভিসা বিমান ভাড়া এ জাতীয় খরচ গুলো মিলিয়ে ২থেকে১০ লক্ষ্য টাকা পর্যন্ত গুনতে হতে পারে। কারণ এই টাকাগুলো নির্ধারণ করা হয়ে থাকে আপনার ব্যবসার ধরণের উপর।
ধরুন আপনি মালটাতে একটি ভাল চাকরি পেলেন সেটার জন্য আপনাকে ভিসা খরচ বা কাজের পারমিট খরচ দিতে হবে অনেক বেশি। আবার আপনি মালটা একটি সাধারণ কাজের জন্য যাবেন সে ক্ষেত্রে আপনাকে গুনতে হবে কম টাকা।
মালটা যেতে হলে আপনি একজন মালটা এজেন্সির সাথে কথা বলতে পারেন। তারা আপনাকে বলবে মালটা যেতে কত টাকা লাগতে পারে।
মালটা ভিসা আপডেট:
ভিএফএস গ্লোবাল এ প্রতিষ্ঠানটি মালটা সরকার বাংলাদেশীদের ভিসা আবেদনের প্রক্রিয়া সহ আরো অন্যান্য সেবা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় অনুমোদন প্রদান করেছে বলে জানা গেছে। 2022 সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশের নাগরিকরা ঢাকার এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসার জন্য আবেদন জমা নিবেন। আপনারা যারা মালটা যেতে আগ্রহী তারা মালটা ভিসা সম্পর্কে আপডেট পেয়ে গেছেন।
মালটা কাজের ভিসা ২০২৩:
বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেকেই অনেক দেশে কাজ করতে যাচ্ছেন। তেমনিভাবে অনেকেই মালটা তে কাজ করতে যেতে আগ্রহ প্রকাশ করেছেন।
মালটার কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি:
আপনারা যারা মালটায় কাজ করার জন্য যেতে আগ্রহী তারা অনেকেই জানতে চেয়েছেন মাল্টা কোন কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে। মালটা যে সকল কাজের চাহিদা বেশি তার নিচে উল্লেখ করা হলো—-
* ড্রাইভার
* হাউসকিপিং
* ফুড ডেলিভারি
* কিচেন পোর্টার
* মেনটেনেন্স ওয়ার্কার
* মেসেজ থেরাপিস্ট
* ওয়েটার
* সেফ অ্যাসিস্ট্যান্ট
* সুসি সেফ
* কনস্ট্রাকশন
মাল্টায় বেতন কত:
মালটা কাজের বেতন দেওয়া হয় অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়। একজন নাগরিক কাজ করে মাসিক আয় করতে পারবেন প্রায় ৭০ থেকে ১ লক্ষ টাকা। কাজের ধরনের উপর নির্ভর করে বেতন কম বেশি হতে পারে তবে এভারেজ বলা যায় প্রায় একজন শ্রমিক মাসে আয় করতে পারেন ৭০ থেকে ৮০ হাজার টাকা।
তাহলে আপনারা অবশ্যই মালটা কোন কাজের বেতন সম্ভব কত সে সম্পর্কে অবগত হয়েছেন। যদি এ সম্পর্কে আরো অনেক কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।