মহানগর গোধুলি ট্রেনের সময়সূচী, ভাড়া, ছুটি, স্টপ স্টেশন তালিকা ২০২৩
মহানগর গোধুলি একটি আন্ত:নগর ট্রেন। এই ট্রেনটি একটি অত্যন্ত জনপ্রিয় ট্রেন। এই মহানগর গোধুলি ট্রেনে মাধ্যমে আপনি অনায়াসে যে কোন জায়গায় ভ্রমন করতে পারবেন। এই ট্রেনটিতে রয়েছে নানান রকমের সুবিধা যা আপনাকে যাত্রা পথে অনেক কাজে দিবে। এই মহানগর গোধুলি ট্রেনটি ঢাকা থেকে চট্রগ্রাম রুটে চলাচল করে।
প্রতিদিন হাজার হাজার মানুষ জীবিকার তাগিদে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমন করে থাকে। সেই মানুষ গুলো ভ্রমন আরো সুন্দর করে তোলার জন্য এই মহানগর গোধুলি ট্রেনের ভুমিকা অনেক। এই ট্রেনটিতে নামাজের ব্যবস্থা রয়েছে,খাবারের ব্যবস্থা রয়েছে। এমনকি সুন্দর টয়লেটের ও ব্যবস্থা রয়েছে। এই ট্রেনটি তে বিনোদনের ব্যবস্থাও রয়েছে যা যাত্রী দের আনন্দ দেয়। ট্রেন যার্নি অনেকটা নিরাপদ যার্নি। আপনারা যারা ঢাকা থেকে চট্রড়্রামে যেতে চান তাহলে অবশ্যই এই মহানগর গোধুলি ট্রেনের মাধ্যমে যাবেন।
মহানগর গোধুলি ট্রেনের সময়সূচী
আপনারা যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তারপরও ট্রেনের সময় সর্ম্পকে সঠিক জানেন না। তাদের জন্য আমাদের এই আলোচনা। এখান থেকে আপনি আপনার যাবতীয় তথ্য সর্ম্পকে জানতে পারবেন। মহানগর গোধুলি ট্রেনটি ঢাকা থেকে চট্রগ্রাম রুটে যাওয়া আসা করে। এই ট্রেনটিতে ভ্রমন অত্যন্ত নিরাপদ। আনেকে আছে যে অনেক ভ্রমন পিপাসু হয়। যারা প্রতিনিয়তই ভ্রমন করে থাকে। তাদের জন্য ট্রেন যার্নি অত্যন্ত নিরাপদ যার্নি।
ট্রেন নাম্বার | উৎস স্থান | ছাড়ার সময় | পৌঁছানোর স্থান | পৌঁছানোর সময় | সাপ্তাহিক ছুটি
|
৭০৩ | চট্টগ্রাম | ১৫:০০ | কমলাপুর | ২১:১৫ | নেই |
৭০৪ | কমলাপুর | ০৭:৪৫ | চট্টগ্রাম | ১৪:৫০ |
মহানগর গোধুলি ট্রেনটিতে অনেক ব্যবস্থা রয়েছে তাই প্রায় সকলেই এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকে। এই মহানগর গোধুলি ট্রেনটি ঢাকা থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় ৯.২০ মিনিটে এবং যাত্রা শেষ করে ৪.৫০ মিনিটে। আবার অপর দিক থেকে যাত্রা শুরু করে ১২.৩০ এবং গন্তব্যে পৌঁছায় ৭.১০ মিনিটে। এই ট্রেনটিতে যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো।
মহানগর গোধুলি ট্রেনের ভাড়া
মহানগর গোধুলি ট্রেনটিতে সাধারন সিট বাদেও এসি সিটের ব্যবস্থা রয়েছে। যারা সাধারন যার্নি বা কম খরচে যাতায়াত করতে চান তাদের জন্য সাধারন সিটের ব্যবস্থা রয়েছে। অনেকে আবার প্রভাবশালী রয়েছে একটু ভালো সিট খোজ করে তাদের জন্য এস সিট। কিন্তু কোনটার কত মূল্য সে সর্ম্পকে জানা টাও দরকার। তানা হলে অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন।
আর ঠিক সে কারনেই ট্রেনের সিটের ভাড়া কত সে সর্ম্পকে ধারনা রাখাটা দরকার। আপনি যেখানেই যান না কেন আপনাকে সব সময় সঠিক তথ্য জেনে রাখতে হবে। তাহলে আপনি কোন রকমের ভোগান্তির স্বীকার হবেন না। আর আপনি টিকিটের মূল্য সর্ম্পকে জানলে আপনি ঘড়ে বসেই টিকিট ক্রয় করতে পারবেন। তাই আপনাকে এর মূল্য সর্ম্পকে জানতে হবে।
- বার্থ এসি ৭৫৬ টাকা (প্রতি আসন)
- বার্থ প্রথম শ্রেণী ৪৫৫ টাকা (প্রতি আসন)
- স্নিগ্ধা ২য় শ্রেণী ৩৪৫ টাকা (প্রতি আসন)
- শোভন চেয়ার ২য় শ্রেণী ১৫০ টাকা (প্রতি আসন)
- শোভন ২য় শ্রেণী ১২৫ টাকা (প্রতি আসন)
- তিন থেকে বার বছরের বাচ্চাদের জন্য অপ্রাপ্ত বয়স্ক টিকিট ক্রয় করা বাধ্যতামূলক।
ট্রেন বিরতি সময় ও ছুটির দিন
মহানগর গোধুলি ট্রেনটি ঢাকা থেকে চট্রগ্রাম রুটে চলাচল করে। যাত্রা পথে এই রুটে আটটি স্টেশন পরে। সেই আটটি স্টেশনে এই ট্রেনটি যাত্রা বিরতি নেয়। প্রতিটি ট্রেনের ছুটির দিন রয়েছে। এই মহানগর গোধুলি ট্রেনটি রবিবার বন্ধ থাকে। তাছাড়া সপ্তাহের ছয় দিনি চলাচল করে।
পরিশেষে, আপনাদের প্রয়োজনীয় তথ্যাবলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হলো। আপনার ভ্রমন সুন্দর হউক সেই কামনায় করি।