google-site-verification=YA0d_Eb5tJKkqhI6Vt7qJIXkplNVvbnoO5O5JjptJDs
Bengali

জমির নকশা ডাউনলোড করার নিয়ম

জমির নকশা কি?

ভূমি জরিপের  সময় প্রতিটি উপজেলা কে কয়েকটি ছোট এলাকায় ভাগ করা হয়। এর একটি ছোট অংশকে মৌজা বলে। কখনো একটি গ্রাম একটি মৌজায় অন্তর্ভুক্ত হয়, কখনো কখনো একটি মৌজা একাধিক গ্রাম থাকে।

ভূমি জরিপ পদ্ধতিতে প্রতিটি উপজেলার জমিকে নির্দিষ্ট অংশে ভাগ করে প্রতিটি অংশের নামকরণ করা হয় মৌজা। মৌজা জরিপের একক।

একটি মৌজা কত পরিমান জমি অন্তর্ভুক্ত করতে হবে সে সম্পর্কে কোন বিধিবদ্ধ নিয়ম না থাকলেও, একটি মৌজা কমপক্ষে২০০   একর জমি নিয়ে গঠিত হয়ে থাকে।

জমির মৌজার ম্যাপ ডাউনলোড করার নিয়ম:

আপনি যদি মনে করেন আপনি আপনার এলাকার মৌজা ম্যাপ ডাউনলোড করবেন তাহলে আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য  অনলাইনে পেতে হবে এবং তারপর আপনি আপনার জমির মৌজার ম্যাপ ডাউনলোড করতে পারবেন।

এর জন্য সরাসরি,https://eporcha.gov.bd/map-search-panel এই লিংকে প্রবেশ করুন এবং অফিসিয়াল সাইটে( ই- পর্চা)  প্রবেশ করে মৌজা ম্যাপ সিলেক্ট করুন এবং আপনার প্রয়োজনীয় তথ্য  প্রদান করুন।

মৌজা ম্যাপ উত্তোলন পদ্ধতি:

মৌজা ম্যাপ- উত্তোলন করার জন্য উপরের দেওয়া লিংকে ক্লিক করলে নকশা ডাউনলোড করার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে।

এরপর আপনাকে নিচের মতো করে তথ্য প্রবেশ করাতে হবে

১.  বিভাগ সিলেক্ট করুন

২. জেলা সিলেক্ট করুন

৩.  উপজেলা/ সার্কেল সিলেক্ট করুন

৪. মৌজা সিলেক্ট করুন

৫.সীট  সিলেক্ট করুন। [ কোন মৌজা আয়তনে অনেক বড় আকারের হলে একটি কাগজে পুরো নকশা প্রিন্ট করা অসম্ভব হয় বিধায় বড় মৌজার নকশা কে কয়েকটি ভাগে ভাগ করে প্রিন্ট করা হয়।

এদের প্রত্যেকটিকেসীট  বলা হয়। বর্তমানে কোন নির্দিষ্ট দাগের জমি মৌজা ম্যাপে কোন সীটের  অন্তর্ভুক্ত তা সহজে জানতে পারবেন না।

সাধারণত প্রত্যেক মৌজা ম্যাপেসীট  নম্বর থাকে। নির্দিষ্ট ম্যাপের সিট নম্বর জানতে হলে সেটেলমেন্ট অফিসে গিয়ে ম্যাপ বের করে  সিট নম্বর দেখতে হবে অথবা অন্য কোনভাবে জানতে হবে।

তবে যে সকল মৌজায় আর, এস জরিপ চলমান রয়েছে, সেখানকার খতিয়ান গুলোকে সিট নম্বর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ]

৬.“ অনুসন্ধান করুন”“ লেখা ক্লিক করুন ।  সীট  অনুযায়ী ছোট মৌজা ম্যাপ দেখতে পারেন্

৭.“ সার্টিফাইড কপি পেতে আবেদন করুন” লেখায় ক্লিক করুন।

৮`. ডেলিভারির প্রয়োজন’ থেকে `সাধার’ও ‘জরুরী’ এর মধ্যে একটি সিলেক্ট করুন ।

৯. ‘ডেলিভারির মাধ্যম’ থেকে  ‘অফিস কাউন্টার’ ও  ‘ডাকযোগে’ এর মধ্যে একটি সিলেক্ট করুন। “ ডাকযোগে” হলে “ জেলার অভ্যন্তরে”  অথব “ জেলার বাইরে”  সিলেক্ট করুন।

১০. নাম, ইমেইল, ঠিকানা, জাতীয় পরিচয় পত্র নং, মোবাইল নম্বর এবং দুইটি এক ডিজিটের সংখ্যার যোগফল অর্থাৎ ক্যাপচা  কোড লিখুন্ এরপর

১১. ”পরবর্তী ধাপ( পেমেন্ট)” লেখায় ক্লিক করুন। পেমেন্ট পরিশোধ করার একাধিক অপশন পাবেন।

১২.“CARDS”, “MOBILE BANKING” “INTERNET BANKING” “WALLETS”

১৩.“MOBILE BANKING” এর মাধ্যমে পরিশোধ করতে চাইলে “SERVICE” শব্দের নিচে “BKASH”, “NAGAD”, “Upay-UCB” অথবা “ROKET” এর পাশে গোলাকার চিহ্নটিতে ক্লিক করুন।

14.”pay Now”  লেখায় ক্লিক করুন।

15.”yes” লেখা ক্লিক করে পেমেন্ট পরিশোধ করে পরবর্তী প্রক্রিয়া শেষ করুন ।

জমির নকশা ডাউনলোড:

   * ডিজিটাল ভূমি সেবা মেনু থেকে মৌজা ম্যাপ- অনলাইন আবেদনের সিস্টেম দেখতে পারেন।

   * এবার একইভাবে আপনি চাইলে ম্যাপ থেকে অথবা সরাসরি বিভাগ নির্বাচন করুন।

   * এবার জেলা নির্বাচন করুন।

   * ম্যাপ এর টাইম বা ধরন নির্বাচন করুন।

   * এবার উপজেলা/ সার্কেল নির্বাচন করে আপনার এলাকার মৌজা নির্বাচন করুন।

   * সিট একাধিক থাকলে সেগুলো সিলেক্ট করুন এবং সবশেষে অনুসন্ধান করুন।

   * ফলাফলে আপনার সামনে ম্যাপ চলে আসবে এবং আপনি চাইলে সেটি একই প্রক্রিয়ায় সার্টিফাইড কফির জন্য আবেদন করতে পারেন।

অনলাইনে মৌজা ম্যাপ দেখার নিয়ম:

অনলাইনে মৌজা ম্যাপ দেখার নিয়ম, এই ডিজিটাল যুগে এখন আপনি ঘরে বসে নিজের মৌজার ম্যাপ দেখে নিতে পারেন সহজেই। এখন আর পুরনো ম্যাপ কষ্ট করে  বয়ে বেড়াতে হবে না। যেকোনো সময় যে কোন জায়গায় মৌজা ম্যাপ এখন চাইলে অনলাইনে দেখা সম্ভব।

সবশেষে আশা করি আপনাদের প্রয়োজনকে সকল তথ্য আমাদের পোস্টে পেয়ে গেছেন। আমরা চেষ্টা করেছি এ বিষয়ে সকল সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে আপনাদের সহযোগিতা করার। এ বিষয়ে আপনাদের কোন মতামত অথবা আরো কিছু জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button