কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, ছুটি, স্টপ স্টেশন ২০২৩
আপনারা যদি এই কালনী এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই এই ট্রেন সর্ম্পকে যাবতীয় তথ্যাবলী জানাটা দরকার। এই কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা সিলেট রুটে চলাচল করে। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে প্রতিনিয়তই অনেক মানুষ যাতায়াত করে থাকে। একবার যারা এই কালনী এক্সপ্রেস ট্রেনে করে যাতায়াত করেছেন তারা অবশ্যইে এই ট্রেনের সার্ভিস ব্যবস্থা কেমন সেটি জানে।
অন্যান্য যানবাহনে অনেক কষ্ট করে যাতায়াত করতে হয় কিন্তু ট্রেনে সেটা করতে হয় না। ট্রেনে অনেক আরাম করে যার্নি করা যায়। আপনি যত দুরের যার্নি করেন না কেন ট্রেনে করে গেলে আপনাকে কোন ভাবে ক্লান্তি মনে হবে না। যা অন্যান্য যানবাহনে যেতে গেলে সমস্যায় ভুগতে হবে। তাই ট্রেনের যার্নি একটি অনেক ভালো যার্নি।
কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
এই কালনী এক্সপ্রেস ট্রেনটি একটি অত্যধুনিক ও সুন্দর আরামদায়ক যার্নির জন্য একটি ভালো মানের ট্রেন। এই প্রতিদিন হাজারও মানুষ যাওয়া আসা করে। আর যারা এই ট্রেনে যাতায়াতের জন্য নতুন তাদেরকে অবশ্যই এই কালনী ট্রেনের সময় সর্ম্পকে জানতে হবে। সময় সর্ম্পকে জানলে আপনাকে কোন রকম ভোগান্তিতে পড়তে হবে না। এবং আপনার ট্রেন মিস হয়ে যাওয়া সম্ভাবনাও থাকবেনা।
এবং আপনার যার্নিটা অনেক ভালো হবে। এই ট্রেনের মাধ্যমে আপনি খুব দ্রুত আপনার গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন।ট্রেনের জার্নি অনেকে পছন্দ করে কারন এটি একটি নিরাপদ জার্নি। এই ট্রেনে ভেজাল ছারাই যেকোন জায়গায় যেতে পারেন। তবে সঠিক সময় জেনে রাখতে হবে। এই ট্রেনের যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। আপনি আপনার সুবিধা মত যেকোন একটি ট্রেনে যাতায়াত করতে পারেন।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু সিলেট | শুক্রবার | ১৫ঃ০০ | ২১ঃ৩০ |
সিলেট টু ঢাকা | শুক্রবার | ০৬ঃ১৫ | ১৩ঃ০০ |
কালনী এক্সপ্রেস ট্রেনের ভাড়া
আপনি যদি এই কালনী এক্সপ্রেস ট্রেনটির মাধ্যমে নতুন যার্নি করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই ট্রেনের মূল্য সর্ম্পকে জানতে হবে। সঠিক সময় জানলে আপনাকে কোন রকম সমস্যায় পড়তে হবে না। এবং আপনার যাত্রাটাও ভালো হবে। তাছাড়া টিকেটের মূল্য ঠিক ঠাক জানলে অনলইনের মাধ্যমে টিকেট কাটা যায়।
কিন্তু অনলাইনে টিকেট কাটার সঠিক নিয়ম জানতে হবে। তাহলে আর কোন ভেজাল থাকেনা। আগে টিকেট কাটার জন্য স্টেশনে যেতে হত কিন্তু এখন আর কোন সমস্যা নেই। এখন ঘরে বসেই টিকিট ক্রয় করা যাবে সঠিক নিয়ম জানলে। প্রত্যেকটা ট্রেনেই অনেক গুলো আসনের ব্যবস্থা রয়েছে । এই এক একটি আসনের মূল্য এক এক রকমের হয়ে থাকে। এখন আপনি কোন টিতে করে ভ্রমন করতে চান সেটির ঠিক মূল্য জানতে হবে। তাহলে আপনি ঘড়ে বসেই অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন।
এই কালনী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে এক দিন বন্ধ থাকে সেটি হলো শ্রুক্রবারের দিন। বাকি ছয় দিনেই এই ট্রেনটি চলাচল করে। এই ট্রেনটি ঢাকা থেকে সিলেটে যাওয়ার পথে বেশ কয়েকটি স্টেশন পারি দিয়ে যায় আর সেই স্টেশন গুলোতে যাত্রা বিরতি নেয়।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ৩২০ টাকা |
প্রথম সিট | ৪২৫ টাকা |
প্রথম বার্থ | ৬৪০ টাকা |
স্নিগ্ধা | ৬১০ টাকা |
এসি সিট | ৭৩৬ টাকা |
এসি বার্থ | ১০৯৯ টাকা |
আমরা আপনাদের প্রয়োজনীয় তথ্যাবলি তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের যাত্রা শুভ হউক।