জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া ২০২৩
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সিলেটে যাতায়াত করে। যারা ঢাকা থেকে সিলেট যাতায়াত করতে চান তাদের জন্য অন্যান্য যানবাহনের থেকে ট্রেন অনেক ভালো। অন্যান্য যানবাহনে অনেক কষ্ট করে যাতায়াত করতে হয় কিন্তু ট্রেনে সেটা করতে হয় না। ট্রেনে অনেক আরাম করে যার্নি করা যায়।
আপনি যত দুরের যার্নি করেন না কেন ট্রেনে করে গেলে আপনাকে কোন ভাবে ক্লান্তি মনে হবে না। যা অন্যান্য যানবাহনে যেতে গেলে সমস্যায় ভুগতে হবে। তাই ট্রেনের যার্নি একটি অনেক ভালো যার্নি। ট্রেনে আপনি খুব দ্রুত পৌঁছাতে পারবেন। যা অনান্য যানবাহনের মাধ্যমে পারবেন না। প্রতিনিয়তই কত মানুষ ঢাকা থেকে সিলেটে যাতায়াত করছে। প্রতিনিয়তই যার্নির একটি উযুক্ত মাধ্যম হলো এই ট্রেন।
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ট্রেন এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি কোন রকম সমস্যা ছারাই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন। আর এই ট্রেনের মাধ্যমে আপনি খুব দ্রুত আপনার গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন। ট্রেন ছাড়া আরো দুই ধরনের বাহন রয়েছে সিলেটে যাওয়ার জন্য একটি হলো বাস এবং আরেকটি হলো বিমান। বাসে করে ভ্রমন করতে হলে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয় ।
আরেকটা বিষয় হলো বিমান বিমানের মাধ্যমে যাতায়াত করতে হলে অনেক টাকার ব্যাপার হয়ে দারায়। সব থেকে সহজ এবং সুন্দর ভাবে যাতায়াত করা যায় ট্রেনে। ঠিক সে কারনে ট্রেনের সময়সূচী সর্ম্পকে জানাটা দরকার।আপনি ট্রেনের সঠিক সময় জানলে নির্দিষ্ট সময়ে কাউন্টারে উপস্থিত হতে পারবেন। আর সঠিক সময় না জানলে আপনাকে নানান ভোগান্তিতে পড়তে হবে। এসব করতে আপনার ট্রেন মিস হয়ে যেতেপারে। আর ঠিক সে কারনে ট্রেনের সময়সূচী জানা দরকার।
ট্রেন নাম্বার | উৎস স্থান | ছাড়ার সময় | পৌঁছানোর স্থান | পৌঁছানোর সময় | সাপ্তাহিক ছুটি |
৭১৭ | কমলাপুর | ১১:১৫ | সিলেট | ১৯:০০ | মঙ্গলবার |
৭১৮ | সিলেট | ১১:১৫ | কমলাপুর | ১৮:২৫ | বৃহষ্পতিবার |
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য
বর্তমান যুগে আর স্টেশনে গিয়ে টিকেট কাটার কোন দরকার হয় না। এখন ঘরে বসেই সব কিছুর টিকেট কাটা যায়। কিন্তু সেটার জন্য প্রয়োজন তার মূল্য সর্ম্পকে জানাটা। টিকেটের মূল্য ঠিক ঠাক জানলে অনলইনের মাধ্যমে টিকেট কাটা যায়।অনলাইনে টিকিট ক্রয় করলে আপনাকে কোন কিছু ঝামেলাতে পড়তে হবে না। আর ঠিক সে কারনে এর সঠিকমূল্য সর্ম্পকে জানতে হবে।
ঢাকা থেকে সিলেটে যাওয়ার জন্য বিভিন্ন আসনের ট্রেনের ব্যবস্থা রয়েছে। যে যে রকম আসনটি নিতে চায়। সে সেই আসনটি নিতে পারে। অনেকে ভাবে যে বেশি টাকা দিয়ে কেবিনের আসনে যাতায়াত করতে। তাহলে সে সেটা নিতে পারে।আবার কম টাকারও ব্যবস্থা আছে। সে জন্য ঘরে বসে টিকেট কাটতে হলে অবশ্যেই এর মূল্যটা জানতে হবে। তাহল ঘরে বসে টিকেট কাটা যায়। তাই ট্রেন সর্ম্পকে সব ধরনর সব বিষয়ের জানা দরকার। সঠিক মূল্য জানলে আপনাকে কোন রকমের ভোগান্তির স্বীকার হতে হবে না। তাই আপনাকে টিকিটের মূল্য সর্ম্পকে জানতে হবে।
সিরিয়াল | আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) | |
১. | শোভন চেয়ার | ২৯৫ টাকা | |
২. | প্রথম সিট | ৩৯৫ টাকা | |
৩. | এসি সিট | ৬৭৯ টাকা |
পরিশেষে, আপনাদের প্রয়োজনীয় যা যা তথ্যবলী আছে তা আমরা তেুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের আরোও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের যাত্রা শুভ হউক।