Bengali

যমুনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, ছুটি, স্টপ স্টেশন তালিকা ২০২৩

ট্রেন যার্নি অনেকটা নিরাপদ ও সুন্দর একটি যার্নি। তাই বাংলাদেশের প্রায় অধিকাংশ সানুষ ট্রেনের যার্নিটাকে বেছে নেয়। ট্রেনে অল্প খরচে ভ্রমন করা যায়। যা অনান্য যানবাহনে খুব বেশি লেগে যায়। তাই সবায় ট্রেনটিকে যার্নি হিসেবে নিয়ে নেয়। ট্রেনের যার্নি এমন একটি যার্নি যেটাতে সকলেই চলা চল করতে চায়। প্রতিটা ট্রেন একটি নির্দিষ্ট সময়ে ঢাকা থেকে তারাকান্দির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ট্রেনে গেলে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তাই ট্রেন যার্নিটাকে সবায় বেশি প্রাধান্য দেয়।

ঢাকা থেকে তারাকান্দি যেতে যমুনা এক্সপ্রেস আরেক ট্রেন। যারা ঢাকা থেকে তারাকান্দি যাতায়াত করতে চান তাদের জন্য অন্যান্য যানবাহনের থেকে ট্রেন অনেক ভালো। অন্যান্য যানবাহনে অনেক কষ্ট করে যাতায়াত করতে হয় কিন্তু ট্রেনে সেটা করতে হয় না। ট্রেনে অনেক আরাম করে যার্নি করা যায়। আপনি যত দুরের যার্নি করেন না কেন ট্রেনে করে গেলে আপনাকে কোন ভাবে ক্লান্তি মনে হবে না। যা অন্যান্য যানবাহনে যেতে গেলে সমস্যায় ভুগতে হবে। তাই ট্রেনের যার্নি একটি অনেক ভালো যার্নি।

যমুনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও স্টপ স্টেশন 

কোন জায়গায় যাতায়াতের আগে আপনি কিসে করে যাবেন সে বিষয়টা ঠিক করে নিতে হবে। তারপর আপনাকে এর সময় সর্ম্পকে জানতে হবে। এই ঢাকা থেকে ছারার পর তারাকান্দি পৌঁছাতে কত সময় লাগবে সে বিষয় জানতে হবে। তাহলে আপনাকে কোন যায়গায় যাতায়াত করতে হলে কোন রকম ভোগান্তিতে ভুগবেন না। এই ট্রেনের মাধ্যমে আপনি খুব দ্রুত আপনার গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন।

ট্রেন নাম্বার উৎস স্থান ছাড়ার সময় পৌঁছানোর স্থান পৌঁছানোর সময় সাপ্তাহিক ছুটি

 

৭৪৫ কমলাপুর ১৬:৪৫ তারাকান্দি ২২:৫৫ নেই
৭৪৬ তারাকান্দি ০২:০০ কমলাপুর ০৭:৪৫

ট্রেন হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি হেটে চলা ফেরা করে যার্নিটাকে উপভোগ করে যেতে পারবেন। আর সেই যার্নিটাকে উপভোগ করতে হলে আপনাকে সেই ট্রেনের সময় সর্ম্পকে জানতে হবে। ট্রেনের সময় সঠিক জানলে আপনি সঠিক সময়ে কাউন্টারে উপস্থিত হতে পারবেন। তা নাহলে আপনার ট্রেন মিস হয়ে যেতে পারে।

বিরতি স্টেশন নাম ঢাকা থেকে (৭৪৫) তারাকান্দি থেকে (৭৪৬)
বিমানবন্দর ১৭ঃ১৭ ০৬ঃ৫০
জয়দেবপুর ১৭ঃ৪৭ ০৬ঃ২০
শ্রীপুর ১৬ঃ১৬ ০৫ঃ৪৮
গফরগাঁও ১৮ঃ৫৭ ০৫ঃ১২
ময়মনসিংহ ২০ঃ০০ ০৪ঃ২০
জামালপুর ২১ঃ২০ ০৩ঃ১০
সরিষাবাড়ী ২২ঃ১৫ ০২ঃ১৭

যমুনা এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য

আপনি যদি ট্রেনে যাতায়াত করতে চান তাহলে আপনাকে নিকটস্থ কাউন্টরে গিয়ে টিকিট ক্রয় করতে হবে। আর আপনি যদি টিকিটের মূল্য সর্ম্পকে না জানেন তাহলে কীভাবে টিকিট ক্রয় করবেন। আর ঠিক সে কারনে আপনাকে টিকিটের মূল্য সর্ম্পকে জানতে হবে। এছাড়া আপনি কাউন্টারে না গিয়ে ঘড়ে বসেই টিকিট ক্রয় করতে পারবেন।

সেজন্য আপনাকে টিকিটের মূল্য সর্ম্পকে জানতে হবে। আর আপনার টিকিট সর্ম্পকে কোন যদি ধারনায় না থাকে তাহলে অনলাইনে টিকিট ক্রয় করা সম্ভব নয়। তাই আপনাকে টিকিটের মূল্য এবং বাকি যে বিষয় গুলো রয়েছে সেই বিষয় সর্ম্পকে জানাটা দরকার। তাহলে আপনার যাত্রাটা অনেক সুন্দর হবে।

সিরিয়াল আসন বিভাগ টিকেটের মূল্য (১৫% ভ্যাট)
১. শোভন ১৮৫ টাকা
২. শোভন চেয়ার ২২০ টাকা
৩. প্রথম সিট ২৯৫ টাকা
৪. প্রথম বার্থ ৪৪০ টাকা
৫. স্নিগ্ধা ৪২০ টাকা
৬. এসি সিট ৫০৬ টাকা
৭. এসি বার্থ ৭৫৪  টাকা

এই ট্রেনটি কোন রকম ছুটি নেই। কোন রকমের ছুটি নেই বলে সপ্তাহে প্রায় প্রতিদিন এই ট্রেনটি চলাচল করে। আর ঢাকা থেকে তারাকান্দি যাওয়ার পথে কয়েকটি স্টেশন পরে সেই স্টেশন গুলোতে এই ট্রেনটি যাত্রা বিরতি নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button