জাফলং কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন
জাফলং হচ্ছে দর্শনীয় যায়গা গুলোর মধ্যে একটি অন্যতম যায়গা। জাফলংকে প্রকৃতির কন্যাও বলা হয়ে থাকে। এটি সিলেট জেলায় অবস্থিত। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় ঘেষে প্রকৃতির রুপে সাজিয়ে আছে এই জাফলং। এখানে পাথরের উপর দিয়ে বয়ে গেছে পিয়াইন নদী। এখানকার উঁচু উঁচু সাদা পাহাড় জাফলং কে আরও সুন্দর করে তুলেছে। এই জাফলং একেক ঋতুতে একেক রকমের রুপ ধারন করে থাকে। যা পর্যটকদের কে আরও উৎসাহিত করে থাকে। এখানে দেখার জন্য হাজার হাজার পর্যটক চলে আসে। এখানে এই পিযাইন নদীর স্বচ্ছ পানি এবং ঝুলন্ত ব্রীজ দেখে সবার মন ভরে যায়। এখানে সারাবছরই সব যায়গা থেকে পর্যটকরা আসে দেখতে। এই জাফলং এর সৌন্দর্য্য এতোই সুন্দর যে মন ভরে যায়।
জাফলং কিভাবে যাবেন
আপনারা চােইলে যে কোন মাধ্যমেই এখানে যেরেত পারেন। আপনারা ঢাকা গাবতলী কিংবা মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেটে যেতে পারেন। আর সেখান থেকে আপনারা এই জাফলং এর সৌন্দর্য্য দেখতে যেতে পারেন। তাছাড়া আপনারা চাইলে ট্রেনের মাধ্যমেও সিলেটে যেতে পারেন। আপনাদেরকে ট্রেনে করে যেতে গেলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উঠতে হবে। আপনারা বাসে গেলে এসি বা নন এসি বাসের মাধ্যমে যেতে পারেন। আপনারা সামর্থ্য অনুযায়ী যে কোন বাসে করে যেতে পারেন। আর আপনারা দ্রুত যেতে চাইলে বিমানের মাধ্যমেও যেতে পারেন। তাহলে আপনাদেরকে ঢাকা আর্ন্তজাতিক বিমান বন্দরে গিয়ে টিকিট ক্রয় করে যেতে হবে।
জাফলং কোথায় থাকবেন
সাধারনত যারা জাফলং এ যায় তারা রাত্রী যাপনের জন্য সিলেট শহরেই ফিরে আসে।তাছাড়া সিলেট থেকে অনান্য যায়গাতে যাওয়া অনেক সুবিধার। সিলেটের বেশির ভাগ হোটেল গুলো শাহজালাল মাজারের আশে পাশে ঘিরে। আপনারা কম খরচে এই হোটেল গুলো থেকে যেতে পারেন। তাছাড়া আবাসিক হোটেলের মধ্যে কিছু ভালো মানের হোটেলও আছে । সেখানেও থেকে যেতে পারেন। আর আপনারা জাফলং এ থেকে যেতে চাইলে কিছু হোটেল ও রেস্ট হাাুজ আছে সেখানে থেকে যেতে পারেন। এছাড়া জাফলংএ সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ সহ জৈন্তিয়া হিল রিসোর্টে যোগাযোগ করতে পারেন। আর সরকারি রেস্ট হাউজে থাকতে চাইলে আগে থেকে যোগাযোগ করতে হবে।
জাফলং কোথায় খাবেন
জাফলংয়ে বেশ কিছু রেস্টরেন্ট অবস্থিত আছে আপনারা সেখানে খেয়ে নিতে পারেন। আবরি যদি আপনারা সিলেট শহরে এসে থেতে চান তাহলে তাও পারবেন। সিলেটে ভালো মানের খাবারের ব্যবস্থা আছে। তাছাড়া সিলেটের কিছু কিছু রেস্টরেন্ট এ অনেক রকমের ভর্তা পাওয়া যায়। ভর্তা তো সকলের অনেক পছন্দ। তাই খাবারের কথা চিন্তা না করলেও চলবে।