Bengali

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, সাপ্তাহিক ছুটি, স্টপ স্টেশন তালিকা

একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে দিনাজপুর রুটে চলাচলকারী একটি ট্রেন। এই ট্রেনটির সার্ভিস ব্যবস্থা অনেক ভালো। বাংলাদশের মানুষ অনেক ভ্রমন পিপাসু। প্রতিনিয়তই হাজার হাজার মানুষ ভ্রমনের উদ্দেশ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সেই জার্নি টা যদি হয় ট্রেনে তাহলে তো কোন কথায় থাকে না। আপনারা যারা নিয়মিত এই ট্রেনে যাতায়াত করেন তারা অবশ্যই জানেন যে আমি কেন এই ট্রেনের কথা বলছি।

কারন এই ট্রেনের সার্ভিস অনেক ভালো। প্রায় অধিকাংশ যাত্রী চেষ্টা করে যে ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে এই ট্রেনে যার্নি করতে। প্রতিদিন অনেক মানুষ ঢাকা যায়। দিনাজপুর থেকে ঢাকা ট্রেনের মাধ্যমে সরাসরি যাতায়াত করা যায়। তাই যাত্রীদের কোন রকমের ভোগান্তির স্বীকার হতে হয় না। তাই প্রায় সবায় ট্রেনকে বেছে নেয় জার্নির জন্য।

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩

আপনারা যারা নিয়মিত ট্রেনের মাধ্যমে যাতায়াত করেন তাদেরকে অবশ্যই এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে বলবো। কারন এই ট্রেনের অনেক ভালো ব্যবস্থা রয়েছে। এবং ট্রেনটি খুব ভালো ভাবে পরিষ্কার করা হয়।এই ট্রেনটিতে ক্যান্টিনের ব্যবস্থা আছে। তাছাড়া নামাজের ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে। এই ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকা রুটে চলাচল করে।

আপনি যেখানে যান না কেন আর যে মাধ্যমে যান না কেন আপনাকে অবশ্যই সময়সূচী সর্ম্পকে জানতে হবে। সময় সর্ম্পকে ধারনা না থাকলে নানান সমস্যায় পড়তে হয় । ঠিক সে কারনে সময় সর্ম্পকে জানতে হবে। সময়সূচী সর্ম্পকে না জানলে আপনি নানান সমস্যায় পড়তে পারেন। আপনি যার্নি করার সময় সেই বাহনের সময়সূচী সর্ম্পকে না জানলে ভোগান্তিতে পড়তে পারেন এমনকি আপনার যাত্রা টায় নষ্ট হয়ে যেতে  পারেন।

Train Number Train Route Start Time End Time
৭০৫ ঢাকা হতে পঞ্চগড় সকল ৯:৫০ মিনিট বিকল ৭ টা
৭০৬ দিনাজপুর থেকে ঢাকা রাত ৯ টা ১০ মিনিট সকল ৬:৩০ মিনিট

মানুষ নানান কারনে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমন করে থাকে। আপনি যেখানেই যান না কেন আপনাকে সময়ের প্রতি খেয়াল রাখতে হবে তাহলে আপনার যার্নিটা সুন্দর হবে।

একতা ট্রেনের ভাড়া (টিকিটের মূল্য)

আপনি যদি এই একতা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ট্রেনের মূল্য সর্ম্পকে জানতে হবে। এই ট্রেনের অনেক গুলো বগি রয়েছে এবং প্রতিটি বগির সার্ভিস ব্যবস্থা অনেক ভালো। এখন আপনি কোন বগিতে করে যাত্রা করবেন সেই বগির ভাড়া কত সে সর্ম্পকে ধারনা  থাকলে আপনাকে কোন রকমেন সমস্যায় পড়তে হবে না। আপনি অনায়াসে যার্নি করতে পারবেন। তাই আপনাকে এর ভড়া সর্ম্পকে জানতে হবে।

আসন বিভাগ ভাড়া (প্রতি সিট)
শোভন 360 টাকা
শোভন চেয়ার 460 টাকা
স্নিগ্ধা (এসি) 855 টাকা
এসি বার্থ 1285 টাকা

এই ট্রেনটি এসি বগিরও ব্যবস্থা আছে। এখন আপনি কোনটিতে করে যাত্রা করবেন সে দিকটি আপনাকে ঠিক করতে হবে। তাহলে যাত্রা পথে আপনাকে  কনো রকম ভোগান্তিতে পড়তে হবে না। আর ট্রেনের ভাড়া সর্ম্পকে জানলে আপনি অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। অনেকে আছে যে কাউন্টারে গিয়ে টিকিট কাটা সময় থাকে না। তখন অনলাইটাকে সবায় বেছে নেয় । তাই আপনাকে এর ভাড়া সর্ম্পকে জানতে হবে। ভাড়া সর্ম্পকে জানলে আপনি ঘড়ে বসেই টিকিট ক্রয় করতে পারেন।

একতা এক্সপ্রেস ছুটির দিন ও বিরতি স্টেশন

একতা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সাত দিনে চলাচল করে । এই ট্রেনটির কোন ছুটির দিন নেই । দিনাজপুর যাওয়ার পথে এই ট্রেনটির বেশ কয়টি স্টেশন হয়ে যায় । এবং সেই স্টেশন গুলোতে বিরতি নেয়। পরিশেষে, আপনাদের যাত্রা পথে যা যা তথ্য দেওয়ার তা দেওয়ার চেষ্টা করা হলো । আপনাদের যাত্রা শুভ হউক সেই কামনা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button