google-site-verification=YA0d_Eb5tJKkqhI6Vt7qJIXkplNVvbnoO5O5JjptJDs
Bengali

এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের সময়সূচী, ভাড়া, ছুটি, স্টপ স্টেশন ২০২৩

এগারো সিন্ধুর ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক একটি আন্ত:নগর ট্রেন। এই ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকা রুটে চলাচল কারী একটি ট্রেন। এই ট্রেনটিতে অনেক রকমের সুবিধা রয়েছে। এই ট্রেনটিতে করে আপনারা অনেক সুন্দর ভাবে  এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন। এই ট্রেনটিতে ভালো মানের খাবারের এবং আসনের ব্যবস্থা রয়েছে।

আপনারা যারা নিয়মিত এই ট্রেনে যাতায়াত করেন তারা অবশ্যই জনেন এই ট্রেনের গুনাগুন। এই ট্রেনের সার্ভিস ব্যবস্থা অনেক ভালো। তাই সবায় এই ট্রেনের মাধ্যমে যাওয়া আসা করতে চায়। প্রতিনিয়তই হাজার হাজার মানুষ এই কিশোরগঞ্জ থেকে ঢাকা উদ্দেশ্যে যাত্রা করে থাকে। আর প্রায় মানুষই এই এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনকে বেচে নেয়। আর ঠিক সে কারনে আপনাদের এই ট্রেনের সব বিষয় সর্ম্পকে ধারনা রাখতে হবে।

এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের সময়সূচী

আপনারা যারা নিয়মিত যাতায়াত করেন তাদের জন্য এই ট্রেনের যার্নিটা অনেক বেশি ভালো হয়। ট্রেনে যার্নি করতে হলে আপনারা অনেক সুন্দর ভাবে যার্নি করতে পারেন। এই ট্রেনটিতে আপনারা পরিষ্কার টয়লেট পাবেন। এই ট্রেনের ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে। যেখান থেকে আপনারা সহজেই খাবার পেতে পারেন। আপনারা এই সব সুবিধা ভোগ করতে পারেন যদি আপনারা ট্রেনের সময় সর্ম্পকে  জানেন।

আপনারা ট্রেনের  সময় সর্ম্পকে জানলে কোন রকমের ভোগান্তিতে পরবেন না। তাই আপনাদেরকে ট্রেনের সময়সূচী সর্ম্পকে জানতে হবে। ট্রেন ছাড়া আরো দুই ধরনের বাহন রয়েছে কিশোরগঞ্জ যাওয়ার জন্য একটি হলো বাস এবং আরেকটি হলো বিমান। বাসে করে ভ্রমন করতে হলে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। আর বিমানে করে যেতে গেলে অনেক খরচ হয়ে যাবে। আর আপনারা ট্রেনে করে হলে অফল্প খরচে যাতায়াত করতে পারবেন। তাই আপনাদেরকে এর সময় সর্ম্পকে জানতে হবে।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
এগারসিন্ধুর প্রভাতী(৭৩৭) বুধবার ০৭ঃ১৫ ১১ঃ১৫
এগারসিন্ধুর গোধূলি(৭৪৯) না ১৮ঃ৪০ ২২ঃ৪৫

এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের টিকিটের মূল্য

ট্রেনের সময়ের পরে আসে আরেকটি বিষয় সেটি হলো ট্রেনের ভাড়া কত। আপনারা সঠিক ভাড়া না জানলে নানান সমস্যায় পরতে পারেন। আর ঠিক সে কারনে আপনাদেরকে ট্রেনের টিকিট সর্ম্পকে জানতে হবে। ট্রেনের অনেক গুলো আসন আছে এখন কথা হলো আপনি কোন টিতে করে যাবেন। আপনি যে আসনে করে যাবেন সে আসনের মূল্য সর্ম্পকে জানতে হবে। সঠিক মূল্যটা না জানলে আপনার যার্নিটা খারাপ হতে পারে।

ট্রেনের এসির ব্যবস্থাও রয়েছে। আপনি যদি এসিতে বগিতে করে যাত্রা করতে চান তাহলে অবশ্যই সেই বগির ভাড়া কত সে সর্ম্পকে জানতে হবে। ট্রেনের মূল্য সর্ম্পকে জানলে আপনাকে যাত্রা পথে কোন রকমের সমস্যায় পড়তে হবে  না। তাই আপনাকে অবশ্যই ট্রেনের মূল্য সর্ম্পকে জানতে হবে। আপনি কোন ট্রেনের করে যাবেন এবং কোনটার মূল্য কত সে সর্ম্পকে জানা টা দরকার। তাহলে আপনি ঘড়ে বসেই টিকিট ক্রয় করতে পারবেন। আপনাকে কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করতে হবে না। আর সে কারনে আনাকে ট্রেনের মূল্য টা জানতে হবে। এগারো সিন্ধুর ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করে। বাকি এক দিন বন্ধ থাকে। সেই বন্ধের দিনটি হলো বুধবার। এই ট্রেনটির বেশ কয়েকটি স্টেশন রয়েছে সেই স্থান গুলোতে যাত্রা বিরতি দেয়।

আসন বিভাগ টিকিটের মূল্য
শোভন ১২৫ টাকা
শোভন চেয়ার ১৫০ টাকা
প্রথম আসন ২০০ টাকা
প্রথম বার্থ ৩০০ টাকা
স্নিগ্ধা ২২৮টাকা
এসি ৩৪৫ টাকা
এসি বার্থ ৫১৮টাকা

পরিশেষে, আপনাদের যাত্রা  শুভ হউক এই কামনায় করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button