এগারো সিন্ধুর গোধূলি ট্রেনের সময়সূচী, ভাড়া, ছুটি, স্টপস্টেশন ২০২৩
এগারো সিন্ধুর গোধূলি ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জে নিয়মিত চলাচল করে থাকে। এটি একটি আন্ত:নগর ট্রেন। এই ট্রেনটি অতি ভালো এবং সুন্দর একটি ট্রেন। এই ট্রেনটির বগি গুলো অনেক পরিষ্কার। যেহেতু এটি একটি আন্ত:নগর ট্রেন সেহেতু ভাড়া একটু বেশি হতে পারে আবার স্বাভাবিক হতে পারে। কারন এটি একটি বিলাসবহুল ও সুন্দর ট্রেন। এই ট্রেনে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। আপনারা যারা এই আন্ত:নগর ট্রেনে যাতায়াত করবেন তারা খুব স্বল্পমূল্যে যাওয়া আসা করতে পারবেন।
এটি একটি দ্রুতগামী ট্রেন ও বিলাস বহুল ট্রেন। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ট্রেনে যাতায়াত করে। ভ্রমনের সঙ্গী হিসেবে সকলেই এই এগারো সিন্ধুর গোধূলি এক্সপ্রেস ট্রেনটিকে বেঁছে নেয়। প্রতিটি ট্রেন তার নির্দিষ্ট সময় অনুসারেগন্তব্য স্থান ছেড়ে আসে। মাঝে মাঝে কিছু কারন বশত এই ট্রেন গুলো লেট করে। যেহেতু এটি একটি আন্ত:নগর টেন সেহেতু অন্য সব ট্রেনের আসার অপেক্ষায় এই ট্রেনটিকে থাকতে হয়।
এগারো সিন্ধুর গোধূলি ট্রেনের সময়সূচী
আপনারা যারা নিয়মিত ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করেন আন্ত:নগর ট্রেনে তাদের কাছে পরিচিত নাম হলো এগারো সিন্ধুর গোধূলি ট্রেন। এটি বাংলাদেশের একটি আন্ত:নগর ট্রেন এই ট্রেন প্রতিদিন হাজার হাজার মানুষ যাওয়া আসা করে। সাধারনত ছোট গন্তব্যে যাওয়ার জন্য সবায় এই ট্রেন গুলো ব্যেবহার করে থাকে। কারন ঢাকা থেকে যাওয়ার পথে যে ট্রেন গুলো আছে সে গুলো মাঝে থমে না ঠিক সে কারনে এই আন্ত:নগর ট্রেনটিতে সকলে যাতায়াত করে থাকে।
আর ঠিক সে কারনে এর সময় সর্ম্পকে জানতে হবে। সময় না জানলে আপনি টিকিট কীভাবে কাটবেন। সময় না জানলে আপনি কীভাবে ট্রেনে যার্নি করবেন। সময় না জানলে আপনি কোন সময়ে স্টেশনে যাবেন সেটি কীভাবে বুঝবেন। তাই সময় সর্ম্পকে ধারনা থাকা দরকার।
স্টেশনের নাম | প্রস্থান | আগমন |
ঢাকা থেকে কিশোরগঞ্জ | ০৭:১৫ | ১১ঃ১৫ |
কিশোরগঞ্জ থেকে ঢাকা | ০৬ঃ৩০ | ১০.৪০ |
এগারো সিন্ধুর গোধূলি ট্রেনের টিকিট মূল্য
এগারো সিন্ধুর গোধুলি ট্রেনটিতে সাধারন সিট বাদেও এসি সিটের ব্যবস্থা রয়েছে। যারা সাধারন যার্নি বা কম খরচে যাতায়াত করতে চান তাদের জন্য সাধারন সিটের ব্যবস্থা রয়েছে। অনেকে আবার প্রভাবশালী রয়েছে একটু ভালো সিট খোজ করে তাদের জন্য এস সিট। কিন্তু কোনটার কত মূল্য সে সর্ম্পকে জানা টাও দরকার। তানা হলে অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন।
আর ঠিক সে কারনেই ট্রেনের সিটের ভাড়া কত সে সর্ম্পকে ধারনা রাখাটা দরকার। আপনি যেখানেই যান না কেন আপনাকে সব সময় সঠিক তথ্য জেনে রাখতে হবে। তাহলে আপনি কোন রকমের ভোগান্তির স্বীকার হবেন না। এমনকি আপনি ঘড়ে বসেই টিকিট ক্রয় করতে পারবেন। তাই আপনাকে ট্রেনের টিকিটের মূল্য সর্ম্পকে খেয়াল রাখতে হবে।
সিট ক্লাস | টিকিটের মূল্য (15% ভ্যাট) |
শেভন | 125 টাকা |
শেভন চেয়ার | 150 টাকা |
প্রথম আসন | 200 টাকা |
প্রথম বার্থ | 300 টাকা |
স্নিগ্ধা | 288 টাকা |
এসি | 345 টাকা |
এসি বার্থ | 518 টাকা |
এই ট্রেনটির কোন ছুটির ব্যবস্থা নেই তাই সপ্তাহের প্রতিদিনিই এই ট্রেনটি চলে। ঢাকা থেকে কিশোর গঞ্জ যাওয়ার পথে যে স্টেশন গুলো পরে সেগুলোতেই এই ট্রেনটি যাত্রা বিরতি নেয়। আপনাদের যাত্রা শুভ হউক।