ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, ছুটি, স্টপ স্টেশন তালিকা ২০২৩
ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক একটি আন্ত:নগর ট্রেন। এই ট্রেনটির সার্ভিস ব্যবস্থা অনেক ভালো। যারা এই ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে যাতায়াত করেছেন তারা অবশ্যই জানবে এই ট্রেনটির সর্ম্পকে। এই ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে ঢাকা এই রুটে চলাচল করে। ট্রেনে যাতায়াতের জন্য যেহেতু আপনাকে এই রুটে চলাচল করতে হবে সেহেতু আপনাকে এই ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটিকে বেছে নিতে হবে। কারন এই ট্রেনটি অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে।
এই আন্ত:নগর ট্রেনগুলো প্রায় সবগুলো স্টেশনে দাড়ায় না। সেহেতু আপনি যদি দুরের যার্নি করতে চান তাহলে আপনাকে এই ট্রেন গুলোকে বেছে নিতে হবে। আপনারা যারা এই ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি সর্ম্পকে জানতে চান তাদেরকে আমরা বলবো যে আমাদের এই পোষ্ট লক্ষ্য করার জন্য । এই পোষ্টে আমরা প্রয়োজনীয় সব তথ্য তুলে ধারার চেষ্টা করবো।
ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ট্রেন সর্ম্পকে জানতে হলে কিংবা ধারনা পেতে হলে আপনি কোন ট্রেনে করে যাতায়াত করবেন সেই ট্রেনটির সময় সর্ম্পকে জানতে হবে। ট্রেনের সময়সূচী জানলে আপনি কোন রকমের ভোগান্তিতে পরবেন না। এবং আপনার যার্নিটাও অনেকটা ভালো হবে। প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাতায়াত করে। কেউ যায় কাজে আবার কেউ যায় ঘুড়তে। আর তাদের একমাত্র মাধ্যম যদি হয় ট্রেন তাহলে তো কথায় থাকে না।
কারন ট্রেনে করে আপনারা অত্যন্ত মনমুগ্ধকর পরিবেশের সাথে যার্নিটাকে উপভোগ করতে পারেন। প্রকৃতিকে সামনে রেখে আপনারা যার্নিটা করতে পারেন। এই যার্নিটাকে উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই ট্রেনের সময় সর্ম্পকে জানতে হবে। আর ট্রেনের সঠিক সময় না জানলে আপনার ট্রেনটি মিস হয়ে যেতে পারে।
স্টেশনের নাম | ঢাকা থেকে (৭৬৯) | রাজশাহী থেকে (৭৭০) |
বিমানবন্দর | ০৬ঃ২৭ | ০৪ঃ০৭ |
জয়দেবপুর | ০৬ঃ৫৭ | ০৩ঃ৪০ |
টাঙ্গাইল | ০৭ঃ৫৫ | — |
বঙ্গবন্ধু সেতু পূর্ব | ০৮ঃ১৭ | ০২ঃ২১ |
শ,এম,ম,আলী | ০৮ঃ৫৪ | ০১ঃ৩৮ |
জামতেল | ০৯ঃ০৫ | — |
উল্লাপাড়া | ০৯ঃ১৯ | — |
বড়াল্ব্রীজ | ০৯ঃ৪৬ | ০০ঃ৫৯ |
চাট্মোহর | ১০ঃ৩ | ০০ঃ৪৩ |
ঈশ্বরদী | ১০ঃ২৫ | — |
আব্দুলাপুর | ১০ঃ৪১ | ০০ঃ০১ |
আড়ানী | ১০ঃ৫৫ | — |
ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য
ট্রেনে যাতায়াত করতে হলে আপনাকে অবশ্যই ট্রেনের সময় এবং মূল্য এই সব বিষয়ের সিডিউল সর্ম্পকে জানতে হবে। তানাহলে আপনি যে কোন সময় আপনার ট্রেন মিস করতে পারেন এবং আপনার মূল্যবান সময় নষ্ট হয়ে যেতে পারে। আমরা এই পোষ্টে আপনাকে জানাবো ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সিডিউল তাহলে আপনি অনায়াসে এই ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারবেন।
ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর স্টেশন থেকে রাঝশাহী রুটে চলাচল করে। ধুমকেতু এক্সপ্রেস ট্রেন আপনারা যারা অত্যন্ত আরামের মাধ্যমে যাতায়াত করতে চান তাদের জন্য একটি সুন্দর ট্রেন। এই ট্রেনটিতে অনেক গুলো আসনের ব্যবস্থা রয়েছে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই আসনে করেভ্রমন করতে পারেন। সেজন্য আপনাকে এর মূল্য জানতে হবে।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ৩৪০ টাকা |
প্রথম সিট | ৫৭০ টাকা |
এসি সিট | ৬৮০ টাকা |
এসি বার্থ | ১০২০ টাকা |
এই ট্রেনটি শ্রুক্রবার ব্যাতিত বাকি ছয় দিনেই চলে এই রুটে। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে কিছু স্টেশন পরে সেগুলোতে যাত্রা বিরতি দেয়।