ঢাকা থেকে ভোলা লঞ্চের সময়সূচী, ভাড়া, টিকেট বুকিং কাউন্টার নাম্বার ২০২৩
লঞ্চ ভ্রমন সকল বয়সের মানুষের কাছে অত্যন্ত রোমানঞ্চকর এবং আনন্দদায়ক একটি ভ্রমন। তাই দক্ষিনের যেসব জেলায় নিয়মিত বাস কিংবা ট্রেন যাতায়াত করে না সেসব যায়গাতে খুব সহজেই লঞ্চের মাধ্যমে যাতায়াত করা যায়। তাই দক্ষিনের জেলায় ঢাকা থেকে লঞ্চে চলাচল খুব স্বাভাবিক বেপার। প্রতিদিন হাজার হাজার মানুষ নিয়মিত যাতায়াত করে থাকে। আর সেই যাতায়াত যদি হয় লঞ্চ তাহলে আর কোন রকমের বেপার থাকে না।
অনেকে আছে যে প্রথম বারের মত এই লঞ্চে ভ্রমন উপভোগ করার জন্য যায়। আপনি যদি ঢাকা থেকে ভোলা যেতে চান আর আপনারা যারা লঞ্চে কর যেতে চান তাহলে এর ধারনা নিয়ে যার্নি করাটা ভালো। লঞ্চ যার্নিটাকে কম বেশি সবায় পছন্দ করে। পানিতে ভাসতে ভাসতে যার্নিটাকে উপভোগ করতে কার না ভালো লাগে।
ঢাকা থেকে ভোলা লঞ্চের সময়সূচী
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অনেক লঞ্চ চলাচল করে ভোলার উদ্দেশ্যে। আপনি কোন লঞ্চে করে যাতায়াত করবেন সেটি নির্ভর করবে সময়ের উপর। তাই আপনাকে এই লঞ্চের সময়সূচী সর্ম্পকে জানতে হবে। সময়সূচী যদি না জানেন সেক্ষেত্রে আপনার যাত্রা শুভ নাও হতে পারে। আপনাদের জন্য আমরা ঢাকা থেকে ভোলা যাওয়ার বিভিন্ন লঞ্চের সময়সর্ম্পকে জানাতে আসা । আমরা আশা করি এই বিষয় গুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে।
ঢাকা থেকে বিভিন্ন জেলায় যাতায়াত স্থলপথে যোগাযোগ সম্ভব না হলেও জলপথে এর যোগা যোগটা অনেক ভালো হবে। আ ঠিক সে কারনে আপনাদেরকে এই লঞ্চের সময়সুচী জানতে হবে। সময় জানলে আপনারা আপনাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন। ঠিক সে কারনে আপনাদেরকে সময় সর্ম্পকে ধারনা রাখতে হবে।
- ঢাকা থেকে দুপুর ৩.০০ টায় ছেড়ে সন্ধ্যা ৭.৩০-৮.০০ টার মধ্যে ইলিশা এবং
- ইলিশা থেকে সকাল ৮.০০ টায় ছেড়ে দুপুর ১.০০-২.০০ এর মধ্যে ঢাকা।
ঢাকা থেকে ভোলা লঞ্চের ভাড়া
প্রতিদিন রাজধানী ঢাকা থেকে ভোলা লঞ্চ চলাচল করে। আপনারা যারা এই লঞ্চে নিয়মিত যাতায়াত করেন তারা অবশ্যই যানেন এই লঞ্চে সুযোগ সুবিধা সর্ম্পকে। লঞ্চে অনেক রকমের ব্যবস্থা রয়েছে। লঞ্চে কিছু ভালো মানের কেবিনের ব্যবস্থাও রয়েছে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যেতে পারেন। যে ভাবে যেতে চান না কেন আপনাকে অবশ্যেই এর ভাড়া জানতে হবে। ভাড়া জানলে আপনারা ঘড়ে বসেই টিকিট ক্রয় করে যাতায়াত করতে পারেন এই লঞ্চের মাধ্যমে।
লঞ্চের যাতায়াত ভালো বলে অনেকে এর মাধ্যমে যাতায়াত করতে চায়। তাই সচরাচর টিকিট নাও পেতে পারেন ঠিক সে কারনে ঘড়ে বসেই টিকিট ক্রয় করতে হবে। তাই অনেকে অনলাইনে টিকিট কাটতে চায়। আর ঠিক সে কারনে লঞ্চের ভাড়াটা যানা দরকার। সঠিক ভাড়া জানলে আপনারা অনলাইনে টিকিট ক্রয় করে আনন্দ ভ্রমন করতে পারবেন।
- ইকোনমি ক্লাস- ৫০০
- বিজনেস ক্লাস-৬০০
- রয়েল ক্লাস-৭০০
- সিঙ্গেল এসি কেবিন-১০০০
- সিঙ্গেল এটাষ্ট বাথরুম -১৫০০
- সিঙ্গেল এটাষ্ট বাথরুম কাপল বেড-২০০০
- ডাবল এসি কেবিন-১৮০০
- ডাবল এটাষ্ট বাথরুম-২৫০০
- ডিলাক্স কেবিন -৩০০০
পরিশেষে, আমরা আপনাদের প্রয়োজনীয় তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আরও কোন তথ্য জানার থাকলে আমাদের কমেন্টে জানাবেন।