ঢাকা থেকে ভান্ডারীয়া লঞ্চের সময়সূচী, ভাড়া, টিকেট বুকিং কাউন্টার নাম্বার ২০২৩
নদী পথে যার্নিতে কোন রকমের ঝামেলা ছারাই আপনারা আপনাদের গন্তব্য স্থানে যেতে পারেন। এছাড়াও লঞ্চে দুর দুরান্তে যাওয়ার জন্য আপনারা আলাদা আলাদা কেবিন পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ মত কেবিন নিয়ে যেতে পারেন। এছাড়া ঢাকা থেকে ভান্ডারীয়াএবং ভান্ডারীয়া থেকে ঢাকা যাওয়ার জন্য বেশ কয়েকটি লঞ্চ পাওয়া যায়। তাই কোন রকমের ভেজাল ছাড়াই আপনারা যেতে পারেন আপনাদের গন্তব্য স্থানে।
ঢাকা থেকে ভান্ডারীয়া যারা লঞ্চের মাধ্যমে ভ্রমন করেন তারা কোন প্রকার ঝামেলা ছারাই যাতায়াত করতে পারেন। লঞ্চ যার্নি একটি এমন যার্নি যার মাধ্যমে আপনারা সময়ের মধ্যে যে কোন যায়গাতে পৌঁছাতে পারেন। অন্যান্য যানবাহন যেমন বাসে করে যেতে গেলে আপনারা জ্যামে পড়তে পারেন এবং সময়ের মধ্যে নাও পৌঁছাতে পারেন। তখন কাজের ক্ষতি ও হতে পারে আপনাদের।
ঢাকা থেকে ভান্ডারীয়া লঞ্চের সময়সূচী
ঢাকা থেকে ভান্ডারীয়া বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের লঞ্চ যাওয়া আসা করে থাকে। এখন আপনি কোন লঞ্চের মাধ্যমে যাবেন এবং কোন টির ভাড়া কত সে সর্ম্পকে না জানলে আপনার যার্নিটা কখনই ভালো হবে না। আর সে কারনে সবার প্রথমে আপনাকে জানতে হবে এই লঞ্চের সময় সর্ম্পকে। তাহলে আপনি যে কোন যায়গায় সহজেই পৌঁছাতে পারবেন। তাই প্রথমে আপনাকে লঞ্চের সময় কখন কোন লঞ্চ ছাড়বে সেই সর্ম্পকে জানতে হবে।
নৌ ভ্রমন সব বয়সের মানুষই পছন্দ করে থাকে। বিশেষ করে লঞ্চের মাধ্যমে যাতায়াতের সময় লঞ্চের সাদে করে গেলে বিকেলের সুর্যাস্ত দেখতে এত সুন্দর লাগে যে মন ভরে যায়। আকাশের কোথাও লাল আবার কোথাও বা হলুদ রঙ্গ মন ছুয়ে যায়। আর সেই লঞ্চের মাধ্যমে যেতে গেলে তার সময় সর্ম্পকে ধারনা থাকতে হবে। তানা হলে আপনারা সময় মত আপনাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারবেন না।
- ঢাকা – সকাল ৮.৩০ টা
- ভান্ডারিয়া – বিকাল-৫ টা
ঢাকা থেকে ভান্ডারীয়া লঞ্চের ভাড়া
ঢাকা থেকে ভান্ডারীয়া লঞ্চ গুলো নিয়মিত যাতায়াত করে থাকে। সে ক্ষেত্রে ঢাকা ভান্ডারীয়া লঞ্চ গুলোতে বিভিন্ন শ্রেনীর টিকিট বিক্রয় করা হয়ে থাকে। আপনি যদি ঝামেলা ছাড়াই ঢাকা থেকে ভান্ডারীয়া যেতে চান তাহলে লঞ্চের কোন তুলনা হয় না। কিন্তু আপনাকে ভাড়া সর্ম্পকে জানতে হবে।ভাড়া না জানলে টিকিট ক্রয় করতে অসুবিধায় পড়তে হতে পারে। তাই সঠিক ভাড়া সর্ম্পকে জানাটা দরকার।
ভাড়া সর্ম্পকে ধারনো থাকলে আপনি ঘড়ে বসেই আপনার মূল্যবান টিকিট ক্রয় করতে পারবেন। এখন টার্মিনলে গিয়েও টিকিট ক্রয় করা সম্ভব হয় না। তাই আপনাকে যার্নি করতে হলে প্রথমে লঞ্চের সময় এবং পরে লঞ্চের ভাড়া কত সে সর্ম্পকে জানতে হবে। তাহলে আপনি অনায়াসে আপনার যার্নি টি করতে পারেন।
ভিআইপি রুম
- ভিআইপি -৩৫০০ টাকা
সেমিভিআইপি রুম
- সেমিভিআইপি -২৫০০ টাকা
- ফ্যামিলি এসি-২২০০ টাকা
ডাবল রুম
- ডাবল এসি -১৫০০ টাকা
- সিঙ্গেল-৮০০ টাকা
ডেকের ভাড়া
- জনপ্রতি- ৩০০ টাকা
পরিশেষে, আপনার যাত্রা শুভ হউক এই কামনায় করি।