Bengali

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩

ঢাকা থেকে টাঙ্গাইল যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। বাসে করে গেলে সময় লাগে বেশি কিন্তু টেনে গেলে খুব কমসময়ের মধ্যে যাওয়া যায়। ঢাকা কমলাপুর স্টেশন থেকে উত্তরবঙ্গের সকল ট্রেন গুলো টাঙ্গাইল স্টেশন পর্যন্ত যায়। এবং বেশি ভাগ ট্রেন টাঙ্গাইল স্টোপেজ আছে। সে জন্য সকলে ট্রেনে বেশি ভ্রমন করতে চায়।

আর ট্রেনের যার্নি এমন একটি যার্নি যেটাতে সকলেই চলা চল করতে চায়। প্রতিটা ট্রেন একটি নির্দিষ্ট সময়ে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকা থেকে টাঙ্গাইলের দুরুত্ব খুব বেশি না। আর সেই অল্প যায়গায় বাসে যেতে গেলে অনেক সময় লাগে । কিন্তু ট্রেনে গেলে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তাই ট্রেন যার্নিটাকে সবায় বেশি প্রাধান্য দেয়।

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে টাঙ্গাইলে যেতে গেলে তেমন কিছু জানতে হয় না। কারন ঢাকা থেকে টাঙ্গাইলে যেতে গেলে ১১ টা ট্রেন রয়েছে। যে কোন টাতে করে যাওয়া যায়। শুধু সঠিক সময় সর্ম্পকে ধারনা রাখতে হবে। ঢাকা থেকে টাঙ্গাইলের দুরুত্ব ৪৭ কিলোমিটারের মত। সে জন্য সেখানে যেতে ট্রেনের ভুমিক অপরিসীম।

এই রাস্তাটা বাসে করে যেতে গেলে অনেক সময় লেগে যেতে পারে। কিন্তু সেই একই রাস্তা ট্রেনে গেলে সময়টা কমলাগে। সে জন্য ট্রেনের ভুমিকা অনেক। শুধু মাত্র সঠিক সময় সম্পটর্কে ধারনা রাখতে হবে। তহলে সহজেই যাতায়াত করা যাবে।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
ধূমকেতু এক্সপ্রেস(৭৬৯) বৃহস্পতিবার ০৬ঃ০০ ০৭ঃ৫৫
সুন্দরবন এক্সপ্রেস(৭২৬) মঙ্গলবার ০৮ঃ১৫ ০৯ঃ৪৫
নীলসাগর এক্সপ্রেস(৭৬৫) সোমবার ০৬ঃ৪০ ০৮ঃ২০
একতা এক্সপ্রেস(৭০৫) নাই ১০ঃ১০ ১২ঃ০৫
সিল্কসিটি এক্সপ্রেস(৫৩) রবিবার ১৪ঃ৪৫ ১৬ঃ৫৫
সিরাজগঞ্জ এক্সপ্রেস(৭৭৬) শনিবার ১৭ঃ০০ ২১ঃ৩০
চিত্রা এক্সপ্রেস(৭৬৪) সোমবার ১৯ঃ০০ ২২ঃ১০
দ্রুতযান এক্সপ্রেস(৭৫৭) নাই ২০ঃ০০ ২২ঃ০০
লালমনি এক্সপ্রেস(৭৫১) শুক্রবার ২১ঃ৪৫ ২৩ঃ৪০
পদ্মা এক্সপ্রেস(৭৫৯) মঙ্গলবার ২৩ঃ০০ ০১ঃ০০
লোকাল(৬৬১) নাই ১১ঃ৪০ ১২ঃ৫৪

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের টিকেটের মূল্য

আপনি ঢাকা থেকে টাঙ্গাইলে যেতে গেলে আপনাকে কমলাপুর স্টেশন থেকে টিকেট সংগ্রহ করতে হবে। কিংবা বিমান বন্দরের রেলওয়ে স্টেশন থেকে টিকেট ক্রয় করতে হবে। এই দুই স্টেশন থেকে যদি আপনার  বাসা দুরে হয়ে থাকে তাহলে অবশ্যই বাড়ীতে বসেই টিকেট ক্রয় করতে পারেন অনলাইনে।

যেহেতু ঢাকা থেকে টাঙ্গাইলে যাওয়ার পথে সব ট্রেনেই এখানে বিরতি নেয়। তাই এই লাইনে আপনি অত্যাধুনিক বিলাসবহুল ভাবে যাতায়াত করতে পারেন। এই ট্রেন গুলো আসন অনুসারে এক একটা ট্রেনের টিকেট ভাড়া এক এক রকমের। তাই আপনি আপনার সুবিধা অনুসারে ভ্রমন করতে পারেন। শুধু মাত্র ঢাকা থেকে টাঙ্গাইলে যাওয়ার পথে বেশ কয়েকটি ট্রেন যায় । তাই সবার জন্য এটি একটি অনেক ভালো বিষয় । শুধু মাত্র সব বিষয় ঠিকঠাক ভাবে জেনে রাখা দরকার।

আসন বিভাগ টিকেটের মূল্য
শোভন  ৯০ টাকা
শোভন চেয়ার ১০৫ টাকা
প্রথম সিট ১৭৫ টাকা
প্রথম বার্থ ২৪০ টাকা
স্নিগ্ধা ২১০ টাকা
এসি সিট ২৪০ টাকা
এসি বার্থ ৩১৫ টাকা

পরিশেষে, আমরা আমাদের মূল্যবান তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button