ঢাকা টু সিলেট বিমান ভাড়া, সময়সূচী ২০২৩
বাংলাদেশের পাশাপাশি ঢাকা ও চট্রগ্রামের মত এটি একটি প্রধান শহর। অনান্য শহর কোন কিছু হলেও সিলেট অর্থনৈতিক দিক থেকে অনেক মজবুত। ঢাকা থেকে সিলেটে বিমানের মাধ্যমে গেলে সময় লাগে ৪৫ থেকে ৫০ মিনিট। বিমানের যোগাযোগ হওয়ায় অধিকাংশ মানুষের অনেক সুবিধা হয়েছে। অনান্য যানবাহনে যেতে গেলে যে সময় লাগে তার থেকে অল্প সময়ে এখান থেকে ওখানে যাওয়া যায় এই বিমানের মাধ্যমে।
সিলেটের অনেক মানুষ দেশের বাইরে আছে। ইংল্যান্ডে বাংলাদেশী কমিটির ৯৫ শতাংশ লোক থাকে। সেখান থেকে বিপুল পরিমানের বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠায়। সিলেট একটি আকর্শনীয় জায়গা। প্রতিবছর বহু মানুষ এখানে পর্যটন করতে আসে। সিলেটে আরও অনেক ভালো ভালো মাজার আছে সেগুলো দেখতে হাজার হাজার মানুষ আসে।প্রাকৃতিক সৌর্ন্দয্য ছাড়া সিলেটের কোন অংশ নেই। ঠিক এ কারনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের লোক আসে এখানে।
ঢাকা টু সিলেট সিলেটের বিমানের সময়সূচী
সিলেট হলো একটি সুন্দর ও মনোরম পরিবেশের জায়গা। ঠিক সেই মনোরম পরিবেশ সিলেটে যেতে গেলে কোন রকমের ঝামেলা ছারা যাওয়ার একটি অন্যতম বিষয় হলো বিমান। এই বিমানের মাধ্যমে যাতায়াত করতে গেলে আপনার সময় লাগবে ৪৫ থেকে ৫০ মিনিট। যেখানে অন্য যানবাহনে যেতে গেলে সময় লাগবে অনেক বেশি।
আগে বিমানের সংখ্যা কিছুটা কম থাকলেও এখন সেটা বেড়ে গেছে। এখন সপ্তাহের প্রায় প্রতিদিনি বিমান পাওয়া যায়। এখানে খরচ বারলেও খুব অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। ঠিক সে কারনে সিলেটে যেতে গেলে প্রথমে সেখানকার সময়সূচী সর্ম্পকে জানা দরকার। সময় সর্ম্পকে মিনিমাম ধারনা থাকলে যে কোন জায়গায় সহজেই ভ্রমন করা যায়।
বার | বিমান সংস্থার নাম | ফ্লাইট সংখ্যা |
শনিবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ৪টি |
ইউ এস বাংলা | ১টি | |
নভ এয়ার | ১টি | |
রবিবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ১টি |
ইউ এস বাংলা | ১টি | |
নভ এয়ার | ১টি | |
সোমবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ২টি |
ইউ এস বাংলা | ১টি | |
নভ এয়ার | ১টি | |
মঙ্গলবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ১টি |
ইউ এস বাংলা | ১টি | |
নভ এয়ার | ১টি | |
বুধবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ৪টি |
ইউ এস বাংলা | ১টি | |
নভ এয়ার | ১টি | |
বৃহস্পতিবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ১টি |
ইউ এস বাংলা | ১টি | |
নভ এয়ার | ১টি | |
শুক্রবার | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ৫টি |
ইউ এস বাংলা | ১টি | |
নভ এয়ার | ১টি |
ঢাকা টু সিলেট সিলেটের বিমানের টিকেটের মূল্য
বিমান সর্ম্পকে প্রতিটি মানুষের মনে নানান প্রশ্নের সৃষ্টি হয়। কিছু কিছু মানুষ এখনও মনে করে যে বিমানে করে কোথাও গেলে অনেক বেশি ভাড়া লাগবে। সেই বিষয়টা আগে ছিল কিন্তু এখন সেটা পরিবর্তন হয়েছে। তাই মানুষের হাতের নাগালের বাইরে কোন কিছু না এখন।
কারন বিমান সংস্থার অনেক পরিবর্তন হয়েছে। এখন বিমান সংস্থা বেড়ে যাওয়ায় ভাড়াও ঠিক কমে গেছে। এতে করে যাত্রীরা বিমানেভ্রমন করতে আগ্রহ হচ্ছে। আবার এখন তো ঘরে বসেই বিমানের টিকেট ক্রয় করা যায়। সঠিক নিয়ম জানলে এবং বিমানের ভাড়ার সঠিক তথ্য পেলে ঘরে বসেই টিকেট ক্রয় করা যায়।
বিমান সংস্থা | সর্বনিম্ন জনপ্রতি ভাড়া | সর্বোচ্চ জনপ্রতি ভাড়া |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ৩,০০০ টাকা | ৭,০০০ টাকা |
ইউ এস বাংলা | ২,৬৯৯ টাকা | ৬,০০০ টাকা |
নভ এয়ার | ২,৭০০ টাকা | ৬,৬০০ টাকা |
পরিশেষে, বলতে যাচ্ছি যে আপনাদের সুবিধার্থে বিমান সর্ম্পকে কিছু সাধারন তুলে ধোরা গেছে। আমরা আশা করি যে এগুলো আপনাদের প্রয়োজনীয় তথ্য। আপনাদের যাত্রা শুভ হউক।