ঢাকা থেকে সুরেশ্বর লঞ্চের সময়সূচী, ভাড়া, টিকেট বুকিং কাউন্টার নাম্বার
বাংলাদেশের বেশির ভাগ লঞ্চ গুলোই আন্তর্জাতিক মানসম্পুর্ন লঞ্চ। ঢাকা থেকে সুরেশ্বর লঞ্চের সুযোগ সুবিধা অনেক ভালো মানের। তাই প্রায় অনেকেই এই লঞ্চের মাধ্যমে যাতায়াত করতে চায়। অন্যান্য যানবাহনের তুলনায় লঞ্চ যার্নি অনেকটা সুবিধার। কারন লঞ্চে আপনি অল্প সময়ের মধ্যে আপনার গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন। অন্যান্য যানবাহনে যেতে গেলে কিছু সমস্যা থেকে যায়। কিন্তু লঞ্চে সমস্যা একটু হলেও কম হয়। তাই সবায় সচরাচর লঞ্চকে বেছে নেয়।
বাংলাদেশের অধিকাংশ মানুষই প্রতিনিয়তই ঢাকা থেকে বিভিন্ন জায়গায় চলাচল করে থাকে। অনেকে কাজের খোজে আবার অনেকে ভ্রমনের উদ্দেশ্যে চলাচল করে থাকে। এই চলাচলের একমাত্র মাধ্যম যদি হয় লঞ্চ তাহলে তো আর কোন কথাই থাকে না। লঞ্চ যার্নিটা অনেকটা নিরাপদ এক যার্নি । এই লঞ্চের মাধ্যমে অনেক মানুষ আরামদায়ক ও সুন্দর করে যাতায়াত করতে পারে।
ঢাকা থেকে সুরেশ্বর লঞ্চের সময়সূচী
লঞ্চ যার্নি অনেকটা নিরাপদ যার্নি লঞ্চে নানান রকম সুবিধা থাকে। লঞ্চে আলাদা আলাদা কেবিনের ব্যবস্থা রয়েছে। লঞ্চে খাবারের ব্যবস্থা আছে এবং আরো আছে পরিষ্কার টয়লেট এবং নামাজের সুব্যবস্থা আছে। ঠিক সে কারনে লঞ্চের যার্নি অনেকেই পছন্দ করে।লঞ্চে যার্নি করতে গেলে প্রথমে লঞ্চের সময়সূচী ও ভাড়া সর্ম্পকে জানাটা দরকার।
আপনি যেই লঞ্চে করে যাতায়াত করেন না কেন সর্ব প্রথম আপনাকে তার সময় সর্ম্পকে জানতে হবে। সময় সর্ম্পকে না জানলে নানান রকম সমস্যায় পড়তে পারেন। সময় সর্ম্পকে না জানলে আপনি লঞ্চ মিস করতে পারেন। সময় মত গন্তব্যে পৌঁছাতে নাও যেতে পারেন। আর ঠিক সে কারনে আপনি যেটাতে করে ভ্রমন করেন না কেন আপনাকে সময় সর্ম্পকে জানতে হবে।
১ । নাগরিক / জামাল ১ –
সদরঘাট থেকে সকাল – ৭ঃ০০ ।
ফোনঃ ০১৭১৮৯১৯৩০৩ । (নাগরিক)
০১৭৬৬৩৪৪৩৫৪ । (জামাল ১)
২ । গাজী এক্সপ্রেস ৪ –
সদরঘাট থেকে সকাল – ৭ঃ৩০ ।
ফোনঃ ০১৭৩২৩৪৩১২৪ । (গাজী এক্সপ্রেস ৪)
৩। জামাল ৪ –
সদরঘাট থেকে সকাল ৮ঃ০০ ।
ফোনঃ 01830362814 (জামাল ৪)
৪ । মিরাজ ০ / মিরাজ ৭ –
সদরঘাট থেকে দুপুর ১ঃ০০ ।
ফোনঃ ০১৮৩৮১৬২১৯৯৯ । (মিরাজ ০)
৫ । পূবালী ০ –
সদরঘাট থেকে দুপুর ৩ঃ৩০ ।
ফোনঃ 01986023052
৬ । মিরাজ ৬ / মিরাজ ৭ –
সদরঘাট থেকে রাত ১০ঃ০০।
ফোনঃ ০১৭১৬৫১২৩২৩ । (মিরাজ ৬)
৭ । মানিক ৪ / রেডসান ২(শীতাতপ নিয়ন্ত্রিত) –
সদরঘাট থেকে রাত ১১ঃ০০।
ফোনঃ ০১৭১০০৯৩২৩৪। (মানিক ৪)
০১৭১২০২৮৭৪৭ । (রেডসান-২)
ঢাকা থেকে সুরেশ্বর লঞ্চের ভাড়া
বাংলদেশের প্রায় অধিকাংশ মানুষ ভ্রমন প্রিয় হয়ে থাকে। আবার সেই যার্নি টা যদি হয় লঞ্চের মাধ্যমে তাহলে তো আর কোন কথায় থাকে না। লঞ্চের মাধ্যমে যাতায়াত করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই লঞ্চের মূল্য সর্ম্পকে জানতে হবে। এই লঞ্চের অনেক গুলো কেবিন রয়েছে এবং প্রতিটি কেবিনের সার্ভিস ব্যবস্থা অনেক ভালো। এখন আপনি কোন কেবিনে করে যাত্রা করবেন সেই কেবিনের ভাড়া কত সে সর্ম্পকে ধারনা থাকলে আপনাকে কোন রকমেন সমস্যায় পড়তে হবে না। আপনি অনায়াসে যার্নি করতে পারবেন। তাই আপনাকে এর ভাড়া সর্ম্পকে জানতে হবে।
ভাড়া জানলে আর কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে না আপনি ঘড়ে বসেই টিকিট ক্রয় করতে পারবেন। তাই আপনাকে টিকিটের মূল্য সর্ম্পকে জানতে হবে। অনেক সময় টিকিটের মূল্য না জানলে নানান মানুষ নানান রকমের সমস্যায় ফেলে দিতে পারে। আর এই সমস্যার সম্মুখীন হতে না চাইলে ট্রেনের টিকিটের মূল্য টা জানা দরকার।
-
ডেক ভাড়াঃ রেগুলার ২০০৳ ( হাফ ১৫০৳ )
-
সিঙ্গেল কেবিনঃ ৫০০৳
-
ডাবল কেবিনঃ ১০০০৳
পরিশেষে, লঞ্চ সর্ম্পকে প্রয়োজনীয তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তারপরও কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।