Bengali

ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩

প্রতিটি মানুষ নিত্যদিনের প্রয়োজনে যাতায়াত করে থাকে। আর সেই যাতায়াতের মাধ্যমটি যদি হয় ট্রেন তাহলে তো কোন কথায় থাকে না। কারন প্রায় অনেক লোক আছে যে এই ট্রেন যার্নিটাকে পছন্দ করে। কর্মসয়স্থানের যে কোন কাজে প্রতিনিয়তই মানুষকে শহরের দিকে যেতে হয়। কারন ট্রেন যার্নিটা সবায় নিরাপদ মনে করে সে জন্য ট্রেনের ভ্রমন সবায় ভালো বাসে।

ট্রেনের মাধ্যমে যাতায়াত মানুষ নিরাপদে তার গন্তব্য স্থানে যেতে পারবেন। আর অন্যান্য যানবাহনের থেকে ট্রেনের যার্নি অনেক সুবিধাজনক। কারন ট্রেন নির্দিষ্ট সময়ে যাতায়াত করে। তাই খুব সহজেই ঢাকা টু সান্তাহার ট্রেনের মাধ্যমে যেতে পারেন। ক্ষুদ্র মানুষ হতে সাধারন মানুষ এমনকি ভ্রমন পিঁপাসু মানুষদের জন্য এই ট্রেনের যার্নি অনেক সুবিধার। ট্রেনে যার্নি করতে গেলে আপনি কোন রকম ঝুঁকি ছাড়ায় ভ্রমন করতে পারেন।

ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী

যে কোন যানবাহনের থেকে ট্রেন হলো সম্পুর্ন আলাদা এবং ঝুঁকি মুক্ত একটি যানবাহন। ঠিক সে কারনে ট্রেনেরন সময়সূচী সম্পর্কে জানা টা খুব দরকার। সময়সূচী সর্ম্পকে জানলে যাতায়াতের সময় কোন রকম সমস্যা হবে না। ঢাকা থেকৈ সান্তাহার যাওয়ার জন্য বাসের থেকে ট্রেনের যাতায়াত অনেক ভালো।

বাসে যেতে গেলে অনেক সময়ের দরকার হয়ে যায়। কিন্তু ট্রেনে সেটা হয় না। বাসে গেলে নানান ভোগান্তিতে ভুগতে হয়। কিন্তু ট্রেন সেটা হয় না। ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে সান্তাহার যেতেগেলে কোম সময়ের মধ্যেই যেতে পারেন। ঠিক সে কারনে ট্রেনের সময়সূচী টা জানা দরকার। তাহলে সঠিক সময়ে বাসা থেকে বের হওয়া যায়। সময়সূচী ‍ঠিক ঠাক না জানলে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
একতা এক্সপ্রেস(৭০৫) নাই ১০ঃ১০ ১৬ঃ০০
লালমনি এক্সপ্রেস(৭৫১) শুক্রবার ২১ঃ৪৫ ০৩ঃ৩৫
দ্রুতযান এক্সপ্রেস(৭৫৭) নাই ২০ঃ০০ ০১ঃ১৫
নীলসাগর এক্সপ্রেস(৭৬৫) সোমবার ০৬ঃ৪০ ১২ঃ১৫
রংপুর এক্সপ্রেস(৭৭১) রবিবার ০৯ঃ১০ ১৫ঃ১০

ঢাকা টু সান্তাহার ট্রেনের ভাড়া

ট্রেনে যার্নি করা অন্যান্য যানবাহনের তুলনা অনেক সুবিধাজনক। সে জন্য আপনাকে এর সময়সূচী ও এর ভাড়ার সঠিক তথ্য সর্ম্পকে জানতে হবে। সঠিক তথ্য না জানলে আপনার ভ্রমন নষ্ট হয়ে যেতে পারে। বর্তমান আধুনিক দেশে হওযায় আপনারা ঘরে বসেই টিকেট ক্রয় করতে পারেন। সেজন্য আপনাদেরকে এর সঠিক দাম সর্ম্পকে ধারনা রাখতে হবে।

সঠিক ভাড়া ও সঠিক সময়সূচী জানলে আপনি টিকেট ক্রয় করতে কোন রকম ভোগান্তিতে ভুগবেনা। অনেকেই নিজের বাড়ীতে অথবা কাজের প্রয়োজনে সান্তাহার গিয়ে থাকে। তাদের এই প্রয়োজনকে সুন্দর করে তোলে ট্রেনের যার্নি। ট্রেনের নানান রকমের বগি থাকে। এক এক টা বগির মূল্য এক এক রকমের হয়ে থাকে। সে সব বিষয়ে সঠিক ধারনা থাকা দরকার। তাহলেই আপনার ট্রেন যার্নি সার্থ্যক হবে।

আসন বিভাগ টিকেটের মূল্য
শোভন ৩০০ টাকা
শোভন চেয়ার ৩৬০  টাকা
প্রথম সিট ৪৮০ টাকা
প্রথম বার্থ ৭১৫  টাকা
স্নিগ্ধা ৬০০ টাকা
এসি সিট ৭১৫ টাকা
এসি বার্থ ১০৬৫ টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button