Bengali

ঢাকা টু সাজেক বাসের ভাড়া, সময়সূচী, টিকেট কাউন্টার ঠিকানা ২০২৩

এখনকার দিনগুলোতে বহুল পরিচিত একটি নাম এবং পর্যটকদের মধ্যে যে নামটি উচ্চারিত হয় সেটি হলো সাজেক। সাজেক রাঙ্গামাটি ইউনিয়নের মধ্যে অবস্থিত। এটি বাংলাদেশ ওভারতের মিজোরাম রাজ্যের মধ্যে অবস্থিত। সাজেক হলো একটি নদীর নাম। সাজেক যেতে হলে আপনাকে বাঘাইহাট থানা আর্মি ক্যাম্পের উপর দিয়ে যেতে হবে।

সাজেক যেতে গেলে অনুমতির দরকার হয়। সাজেক এর উপত্যাকা দেখতে হলে আপনাকে সেপ্টেম্বর থেকে মার্চ মাসের সময় যেতে হবে। অন্যান্য সময় যেমন বর্ষাকালে গেলে অনেক ঝুঁকি থাকে ভুমি ধ্বসে যাওয়ার। সাজেক যেতে হলে আপনাকে ভেঙ্গে যেতে হবে। কারন আপনি ঢাকা থেকে সরাসরি ভাবে যেতে পারবেননা। ঢাকা থেকে প্রথমে আপনাকে খাগড়াছড়ি যেতে হবে। খাগরাছড়ি থেকে ৩০ কিলোমিটার। শুধূ শান্তি পরিবহন বাস গুলোই যায়।

ঢাকা টু সাজেক বাসের সময়সূচী

সাজেক সমুদ্রপৃষ্ট হতে ২০০০ হাজার ফিট উপরে অবস্থিত। সাজেক যেতে সরাসরি কোন বাস পাবেন না। ধীঘিনালা খাগরাছড়ি থেকে সাজেক যাওয়া সহজ। সাজেক যেতে গেলে ঢাকা থেকে কখন বাস যায় সে দিক ঠিক রাখতে হবে। তানাহলে নানান রকমের সমস্যা হতে পারে। সঠিক সময়সূচী না জানলে আপনারা নানান ভোগান্তিতে ভুগতে পারে।

সাজেক ভ্রমনে কিছু নিষেধাঙ্গা আছে সাজেকে যেতে হলে আপনাকে সেনাবাহীনির এসকোর্ট নিতে হবে। সেনাবাহীনির এসরকার্ট সকাল ১১ টায় একবার এবং বিকাল ৩ টায় একবার দেয়। এটি দিনে শুধু দুবারে দেয়। এই দুইটার মধ্যে আপনি যদি যে কোন এক টা মিস মরেন তাহলে আপনাকে আর শহরে ফিরে আসতে হবে না।

তাই সময় বেছে নেওয়ার জন্য আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আপনি যদি ঢাকা থেকে খাগরাছড়ি ভুল সময়ে পৌঁছান তাহলে ঐদিনটা আপনাদের সারাদিন নষ্ট হয়ে য়াবে। অতএব সময়ের দিকে আপনাকে যথেষ্ট সতর্ক হতে হবে।

ঢাকা টু সাজেক টিকিটের মূল্য

ঢাকা থেকে খাগরাছড়িতে প্রথমে যেতে হবে। তারপর সাজেক যেতে আপনাকে গাড়ী ভাড় করতে হবে।  চান্দের গাড়ী নামে কিছু যানবাহন রয়েছে এগুলো এক ধরনের জীপ গাড়ী। সাজেক যেতে গেলে আপনার টাকার অংকটা একটু বেশি লাগবে। এতে খরচ পরবে ৫ থেকে ১০ হাজার টাকা। প্রতিটি জীপে ১০ থেকে ১২ জন করে যাওয়া আসা করা যায়।

সাজেকের রাস্তা গুলো অনেক অস্বস্তি কর এবং ভাঙাগা। কিন্তু এখন উন্নত যওগে সব কিছুর উ্নিতি ঘটেছে। তাই রাস্তা আর ঐরকমের নেই।

সাজেক বাস কাউন্টার

সাজেক হলো ভ্রমনের জন্য একটি জনপ্রিয় জায়গা। এখন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এর কাউন্টার হওয়া শুরু হয়েছে। আমরা কাউন্টার গুলির অনেক গুলো ঠিকানা ও মোবাইল নাম্বার সহ এড করে দেব। যেন আপনারা সহজেই ফোনের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারেন। আমরা সর্বদা আপনা;রে পরিসেবার জন্য কাজ করি ।

আমরা ঢাকা থেকে খাগরাছড়ি পর্যন্ত ভালো ভ্রমনের যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের একটি নিরাপদ ভ্রমন আসা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button