ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচী, ছুটির দিন এবং ভাড়ার তালিকা ২০২৩
আপনারা যারা ঢাকা থেকে রংপুরে ট্রেনে যার্নি করতে চান তাহলে আপনাদেরকে অব্যশই ট্রেন সর্ম্পকে জানতে হবে। ঢাকা থেকে রংপুরে যাতায়াত করার জন্য অনেক রকমের ব্যবস্থা রয়েছে। ট্রেন বাদ দিয়ে বাসে কিংবা বিমানে যাওয়া যায়। কিন্তু সব কিছুর থেকে ভালো ও সুবিধার যার্নি হলো ট্রেন জার্নি। বাসে করে যেতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আর একটি থাকলো বিমান এই বিমানের মাধ্যমে যেতে গেলে ঢাকা বিমান বন্দর থেকে এসে সৌয়দপুরে নামতে হবে। তারপরে বাসে করে যেতে হবে। কিন্তু ট্রেনে করে গেলে এত সব ঝামেলা থাকে না। ট্রেন যার্নি অনেকটা নিরাপদ যার্নি। ট্রেনে নানান রকম সুবিধা আছে। ট্রেনে আলাদা আলাদা কেবিনের ব্যবস্থা রয়েছে।
ট্রেনে খাবারের ব্যবস্থা আছে এবং আরো আছে পরিষ্কার টয়লেট এবং নামাজের সুব্যবস্থা আছে। ঠিক সে কারনে ট্রেনের যার্নি অনেকটা নিরাপদ।ট্রেনে যার্নি করতে গেলে প্রথমে ট্রেনের সময়সূচী ও ভাড়া সর্ম্পকে জানাটা দরকার। নিচে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচী ২০২৩
যেকোন ভ্রমন করার আগে আপনাকে অব্যশই সেই বিষয় সর্ম্পকে মিনিমাম ধারনা থাকা দরকার। কারন বিস্তারিত তথ্য না জানলে আপনারা প্রতারিতর স্বীকার হতে পারেন। সে জন্য আপনাদেরকে সঠিক তথ্য সর্ম্পকে জানা দরকার। ঢাকা থেকে রংপুর যাওয়া পথে আপনি প্রতিদিন আন্তনগর মেল ট্রেন পাবেন।
এই আন্তনগর ট্রেন গুলোতে আরামদায়ক ও বিলাসবহুল ভাবে যাতায়াত করতে পারেন। দেশের বিভিন্ন স্থানে ভ্রমনের জন্য অনেকে ট্রেনের যার্নি বেছে নেয় কারণ লঙ্গ টাইম যার্নিতে ট্রেনে ভ্রমন করলে ক্লান্তি বধ হয় না। ঢাকা থেকে রংপুরে যাতায়াত করার জন্য ৩০৭ কিলোমিটার পথ। আপনি ট্রেনে যার্নি করতে চাইলে রংপুর এক্সপ্রেস ট্রেনটিতে যাতায়াত করতে পারেন। কারন এই ট্রেনটিতে যাত্রীদের ভোগান্তি হয় না। কারন এই ট্রেনটি যথা সময়ে তার নির্দিষ্ট যায়গায় পাওয়া যায়।
ট্রেন |
ছাড়ার সময় (ঢাকা) |
আগমনের সময় (রংপুর) |
ছুটির দিন |
রংপুর এক্সপ্রেস (৭৭১-৭৭২) |
সকাল ৯:১০ |
7:05 PM |
সোমবার |
কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৭-৭৯৮) |
08:45 PM |
05:00 AM |
বুধবার |
ঢাকা টু রংপুর ট্রেনের টিকেটের মূল্য
ঢাকা থেকে রংপুরে যাতায়াতের রুট রংপুর এক্সপ্রেস আন্তনগর ট্রেনটির টিকেট অনলাইন এবং অফলাইনে পাওয়া যায়। অনেক সময় স্টেশনে গেলেও টিকেট পাওয়া যায় না। সে জন্য ঘরে বসেই টিকেট ক্রয় করা যায়। তবে সঠিক তথ্য জানা না থাকলে টিকেট ক্রয় করা অনেক কষ্টদায়ক হয়ে উঠে। বাংলাদেশ সরকার সকল রেলওয়ে টিকেট অনলাইন ভিত্তিক করেছে। বাংলাদেশ রেলওয়ে মন্ত্রনালয়ের টিকেট অগ্রিম টিকেট কেনা বেচা করা যায় সেজন্য অনলাইনে টিকেট ক্রয় করা যায়। অতি সহজে বিকাশ,নগদ, রকেট ব্যাংকের মাস্টার কার্ড হতে অনলাইনে টিকেট ক্রয় করা যায়।
ক্লাস | টিকিটের মূল্য BDT (প্রাপ্তবয়স্ক) | টিকিটের মূল্য BDT (শিশু) |
এস _চেয়ার | 490 | 330 |
স্নিগ্ধা | 923 | 618 |
এসি বার্থ | 1692 | 1146 |
রংপুর যাওয়ার ট্রেনের বন্ধের দিন
সন্মানিত যাত্রী বৃন্দ আপনাদের মনে নানান রকম প্রশ্ন জাগতে পারে। তার মধ্যে একটি এই যে রংপুর ট্রেনের বন্ধের দিন কবে। ট্রেনের সরকারী ছুটি এবং বন্ধের দিন জানা একটি মানুষের জানা দরকার। রংপুর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি সোমবার।
পরিশেষে, অনেক কিছু তথ্য দেওয়ার পরেওে আরো কিছু জানার থাকে। সে সব বিষয় জানতে হলে কমেন্টের মাধ্যমে বলতে পারেন।