ঢাকা টু রংপুর বাসের ভাড়া, সময়সূচী, টিকেট কাউন্টার ঠিকানা ও ফোন নাম্বার ২০২৩
ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য বাসের থেকে আর কিছুর সুবিধা বেশি হয় না। ঢাকা থেকে আপনি যদি রংপুরে বাসের মাধ্যমে যান তাহলে আপনারা অতি ভালো ভাবে এবং আরামদায়ক ভাবে যেতে পারেন। ঢাকা থেকে রংপুরে যাওয়ার জন্য বেশ কয়েকটি বাস আছে। এই বাস গুলোর সার্ভিস ব্যবস্থা অনেক ভালো। তাই আপনারা চাইলে অনায়াসে এই বাসের মাধ্যমে যার্নি করতে পারেন।
এই বাস গুলো সুদক্ষ ড্রাইভার এবং এদের সুপারভাইজার গুলো অত্যন্ত নিরাপত্তার সাথে ও যত্ন সহকারে গন্তব্য স্থানে পৌঁছায় দেয়। এখন বহু মানুষ জীবিকার তাগিদে পারি জমাচ্ছে রাজধানী ঢাকাতে। সবচেয়ে ব্যস্ততম এবং ঘন বসতি পূর্ন শহর হলো এই ঢাকা শহর। রংপুর থেকে ঢাকার শহরের দুরুত্ব প্রায় ৩৩৪ কিলোমিটার। রংপুর থেকে অনেক বাস ঢাকার উদ্দেশ্যে যায়। কিন্তু এই যাতায়াতের একমাত্র উত্তম ও স্বনির্ভশীল মাধ্যম হলো বাস। এই বাসে করে আপনি নিরাপদে ও আনন্দ দায়ক ভাবে যার্নি করতে পারেন।
ঢাকা টু রংপুরের বাসের সময়সূচী
পুতিদিন হাজার হাজার মানুষ জীবিকার তাগিদে শহরে যায়। বাসে যাতায়াতের ক্ষেত্রে সব থেকে প্রয়োজন জানর বাসের সময়। সময় সঠিক ভাবে না জানলে আপনাকে অনেক ভুগান্তির স্বীকার হতে হবে। বর্তমান সময়ে নানান ধরনের দালালের আমদানি। আর আপনি যদি সঠিক সময় না জানেন তাহলে আপডিন এই দালালের চক্ররে পরলে আপনাকে তো নানান ভুগান্তির স্বীকার তো হতে হবে। সেই সাথে আপনার টাকা পয়সাও নষ্ট হতে পারে।
অতএব আপনাকে অবশ্যই বাসের সময় জানতে হবে। এনা ট্রান্সপোর্ট বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সকাল ৭.০০ টায় এবং পৌঁছায় ৩.০০ টায়। আবার হানিফ এন্টাপ্রাইজ নামের বাসটি সকাল ৭.০০ টায় রওনা দিলে পৌঁছায় ৩.০০ টার সময়ে। এস আর ট্রাভেলস বাসটি যাত্রা শুরু করে ৭.৪৫ মিনিটে এবং যাত্রা শেষ করে ২.৪৫ মিনিটে। তাছাড়া এই পথে এসি বাস চলাচল করে মনি এক্সপ্রেস। আপনারা চাইলে এই বাসে করে যেতে পারেন।
হানিফ এন্টারপ্রাইজ০৫২১ – ৬২৪৬২ ০১১৯৭১২৩৬০৬(ননএসি) ০১৭১২৩৬৩৫৭৭ (এসি)কামারপাড়া সকাল – ৭.০০ সকাল – ৮.৩০ সকাল – ১০.০০ সকাল – ১১.০০ দুপুর – ১২.০০ দুপুর -২.৩০ দুপুর – ৩.৩০ বিকেল- ৪.৩০ রাত- ৯.০০ (এসি) রাত – ১০.০০ রাত – ১০.৩০ রাত-১০.৩০(এসি) রাত – ১১.০০ রাত – ১১.১৫ রাত – ১২.০০৫০০/, ৭৫০/আগমনী এক্সপ্রেস (এসি)০৫২১ – ৬৫১৩৩ ০১৯১৪১১৬৮৬১জাহাজ কোঃ মোড়সকাল – ৭.৩০ সকাল – ৯.৪৫ দুপুর – ৩.০০ রাত-১০.৩০ রাত – ১১.৩০৭৫০ /-শ্যামলী এন্টারপ্রাইজ০৫২১ – ৬১৩১৩ ০১৭২০৪৯৮২০২কামারপাড়াসকাল – ৭.৩০ সকাল – ৯.০০ সকাল – ১০.৩০ সকাল – ১১.৩০ দুপুর – ১.০০ দুপুর -২.৩০ রাত- ১০.০০ রাত – ১০.৩০ রাত – ১১.০০ রাত-১১.১৫৫০০/-নাবিল এন্টারপ্রাইজ০৫২১ – ৬৫৫১১ ০১৭২০৯৯৩৫১০কামারপাড়াসকাল – ৭.৩০ সকাল – ১০.০০ দুপুর – ১.৩০ রাত- ১০.০০ রাত – ১০.৪৫ রাত-১১.০০(এসি) রাত-১২.০০৫০০/- ৬৫০/-(এসি)টি.আর০৫২১ – ৬৭৭৮১ ০১১৯০৮৫৫২৯৬কামারপাড়াসকাল – ৬.১৫ সকাল – ৭.৩০৫০০/- ৭০০/-
ঢাকা টু রংপুর বাসের ভাড়া
আপনি যেখানে যান না কেন আপনাকে অবশ্যই বাসের ভাড়া সর্ম্পকে জানতে হবে। ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য সুন্দর ও নিরাপদ ব্যবস্থা হচ্ছে এই বাস। তাছাড়া আপনি ট্রেনে করে যেতে পারেন বা বিমানে করে যেতে পারেন। বিমান বা ট্রেনে যেতে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে বেশি । কিন্তু বাসে যেতে গেলে সেটা করতে হবে না। কারন আপনি বাসে করে যেকোন সময় যেতে পারবেন।
ঢাকা থেকে রংপুরে যাওয়ার জন্য আপনাকে এসি বা নন এসি যেকোন একটি বাসে করে যেতে হবে। আপনি চাইলে এসি বাসে করে যেতে পারেন। কিন্তু এসি বাসে যেতে গেলে ভাড়া একটু বেশি লাগতে পারে। কিন্তু আপনাকে সর্বপ্রথম জানতে হবে কোন টার কত দাম। তাহলে আপনার যার্নি করতে সুবিধা হবে।
বাসের নাম | এসি বাসের টিকেট মূল্য | এসি ছাড়া বাসের টিকিট মূল্য |
হানিফ এন্টারপ্রাইজ | ১২০০ টাকা | ৫০০ টাকা |
শ্যামলী পরিবহন | ১০০০ টাকা | ৫০০ টাকা |
এনা পরিবহন | ১২০০ টাকা | ৫০০ টাকা |
এস আর ট্রাভেলস | ১২০০ টাকা | ৫০০ টাকা |
মানিক এক্সপ্রেস | এসি নেই | ৫০০ টাকা |
বাবলু ইন্টারপ্রাইজ | এসি নেই | ৫০০ টাকা |
নাবিল পরিবহন | ১২০০ টাকা | ৫০০ টাকা |
আগমনী এক্সপ্রেস | ১২০০ টাকা | ৫০০ টাকা |
ডিপজল এন্টারপ্রাইজ | ১০০০ টাকা | ৫০০ টাকা |
ঢাকা থেকে রংপুর বাসে নন এসি ভাড়া প্রতি বাসের ৫০০ টাকা করে। আর এসি বাসের ভাড়া সিট প্রতি ১২০০ টাকা করে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সিট নিতে পারেন।
অনলাইনে টিকিট ক্রয়
ধরেন আপনি বাসে করে ঢাকা থেকে রংপুরে যাবেন কিন্তু আপনি টিকিট ক্রয় করার জন্য কাউন্টারে যেতে পারছেন না। তাহলে আপনাকে অবশ্যই ঘড়ে বসে টিকিট ক্রয় করতে হবে। কিন্তু আপনি ঙদি সঠিক ভাড়া সর্ম্পকে না জনেন তাহলে কীভাবে টিকিট ক্রয় করবেন। সে জন্য আপনাকে সঠিক ভাড়া জানতে হবে। তাহলে আপনি ঘড়ে বসে অনলাইনে টিকিট ক্রয় করতে পরবেন।
আপনার প্রয়োজনে যা যা তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন।