ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী, ভাড়া ২০২৩
রাজশাহী হচ্ছে পরিষ্কার পরিছন্ন একটি শহর। এই শহরটি পদ্মা নদীর তীরে অবস্থিত এবং উত্তরবঙ্গর একটি বৃহত্তম শহর। আপনি যদি ঢাকা থেকে রাজশাহী যেতে চান তাহলে আপনাকে অব্যশই এর সময়সূচী এবং আদার সব বিষয় সর্ম্পকে জানতে হবে। ঢাকা থেকে রাজশহী তে আন্তনগর ৪ টি ট্রেন চলাচল করে।
এই ট্রেন গুলো অতিক্রম করতে সময় নেয় ৫ ঘন্টা করে। ৫ ঘন্টা সময় নিলেও ট্রেনের যার্নি অনেক বেশি ভালো । কারন এত আপনি বিলাস বহুল ভাবে চলাফেরা করতে পারেন। কেননা ঢাকা থেকে রাজশাহী ট্রেনটির মধ্যে আধুনিক সব জিনিসের ব্যবস্থা আছে। এই ট্রেনটিতে এসির ব্যবস্থা আছে। খাবারের ক্যান্টিন আছে, নামাজের ব্যবস্থা আছে এমনকি পরিষ্কার টয়লেটের ব্যবস্থা আছে।
ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৩
ঢাকা থেকে রাজশাহী যাতায়াতে ট্রেনটি নিয়মিত ভাবে চলাচল করে। এই রুটে চারটি ট্রেন চলাচল করে । এর মধ্যে সিল্কসিটি ট্রেনটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দ্যেশে রওনা দেয় ২.৪৫ মিনিটে এবং গন্ত্বব্য স্থানে পৌঁছায় ১০ টা ৪৫ মিনিটে। তবে এই ট্রেনটি রবিবার বন্ধ থাকে। অপরদিকে আরেকটি ট্রেন পদ্মা এক্সপ্রেস রাত ১১ টায় রওনা দিলে ভোর ৪.৩০ মিনিটে ওপৗঁছায়। এই ট্রেনটি মঙ্গলবার বন্ধ থাকে। বাকি আর ট্রেন দুটি ঠিক ৫ ঘন্টা পরপর স্টেশনে পৌঁছায়। একটি ধুমকেতু এক্সপ্রেস আরেকটি বনলতা এক্সপ্রেস। ধুমকেতু ট্রেনটি বন্ধ থাকে শনিবার আবার অন্য দিকে বনলতা বন্ধ থাকে শুক্রবার।
ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩) | রবিবার | ১৪ঃ৪৫ | ২০ঃ৩৫ |
পদ্মা এক্সপ্রেস (৭৫৯) | মঙ্গলবার | ২৩ঃ০০ | ০৪ঃ৩০ |
ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯) | শনিবার | ০৬ঃ০০ | ১১ঃ৪০ |
বনলতা এক্সপ্রেস (৭৯১) | শুক্রবার | ১৩ঃ৩০ | ১৮ঃ১৫ |
ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া সমূহ
প্রতিদিন হাজার হাজার মানুষ এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করছে। এই পরিচিত আন্তনগর ট্রেন গুলো সর্ম্পকে আপনাদেরকে একটি মটামুটি ধারনা দেওয়া হলো। এই ট্রেন গুলো আন্তনগর হওয়ায় ননস্টপ ভাবে চলাচল করে চলছে ঢাকা টু রাজশাহী। এই ট্রেন গুলোর ভাড়াও খুব একটা বেশি না। সকলের হাতের নাগালের মধ্যে রয়েছে দাম।
এই ট্রেনে আপনি যাবতীয় সুবিধা পাবেন। এই ট্রেনে এসির ব্যবস্থা আছে এসি ছাড়াও আছে। যে যেভাবে নিতে পারে। তাছাড়ো ট্রেনের যার্নি একটা অনেক ভালো যার্নি। অনান্য যানবাহনের তুলন ট্রেনের খরচ একটু হলেও হাতের নাগালের মধ্যে পরে। সে অনেকেই এই ট্রেনের যার্নি পছন্দ করে।
- এসি বার্থ – 940 BDT
- এসি সিট – 630 টাকা
- স্নিগ্ধা – 625 টাকা
- শোভন চেয়ার – 315 টাকা
ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বিরতি স্থান
এই ট্রেন গুলো দীর্ঘ পথ অতিক্রম করে চলে যাত্রী সেবা দেওয়ার জন্য। এত বড় দীর্ঘ পথ অতিক্রম করে কিছু কিছু স্টেশনে বিরতি নিয়ে থাকে। যাত্রীদের সুবিধার জন্যে এই বিরতির সময়।ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাজশাহীর গন্তব্যে পৌঁছাতে এই ট্রেন গুলো রাস্তায় ১২ স্টেশনে বিরতি নেয়।
রেলপথের বিরতির স্থান হল-ঢাকা স্টেশন,জয়দেবপুর জংশন, টাঙ্গাইল,বঙ্গবন্ধু সেতু, শহীদ মনসুর আলী, জামতৈল জংশন, বড়াল ব্রীজ, চাটমোহর, ইশ্বরদী, বাইপাস, আব্দুল্লাপুর জংশন, ও সারদা রোড এই সব জায়গায় দুই থেকে তিন মিনিট বিরতি দেয় যাত্রীদের সুবিধার জন্য।
যাযা তথ্য দেওয়ার তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই সব কিছু আপনারা যেনে নিলে সহজেই ট্রেন যার্নি সুন্দর ভাবে উপভোগ করতে পারেন। যদি কোনবিষয় সর্ম্পকে জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন।