Bengali

ঢাকা টু রাজশাহী বিমান ভাড়া, ও ফ্লাইট সময়সূচী ২০২৩

রাজশাহী হলো একটি বিভাগীয় শহর। প্রতিদিন এখানে হাজারো লোকের আনাগোনা ঘটে। পদ্মা নদীর পাশে অবস্থিত এই রাজশাহী প্রাচীন ও ঐতিয্যবাহী একটি শহর। রাজশাহীর রেশম পোষাক ও লিচু মিষ্টি জাতীয় দ্রব্যের জন্য রাজশাহীর সকলের কাছে জনপ্রিয়। রাজশাহী যাওয়ার জন্য বাস ট্রেন দুই আছে। কিন্তু সবচেয়ে দ্রুততম পৌঁছানোর জন্য বিমান গুরুত্ব পূর্ন ভুমিকা রাখে।

স্বাভাবিক ভাবে আকাশ পথে ঢাকা রাজশাহী ভ্রমন হবে ঝামেলা মুক্ত। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই যে এটিতে করে মাত্র ৪৫ থেকে ৫৫ মিনিটের মধ্যে গন্তব্য স্থানে যাওয়া যায়। বর্তমানে সরকার রাজশাহীর দিকে বেশি প্রাধান্য দিয়েছে। তাই বড় বড় ব্যবসায়ীরা রাজশাহীর দিকে বেশি করে অগ্রসর হচ্ছে।আর এই ভ্রমনের জন্য যাতায়াতের এক মুল মাধ্যম হচ্ছে বিমান । বিমানের মাধ্যমে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে।

ঢাকা টু রাজশাহী বিমানের সময়সূচী ২০২৩

বাংলাদেশের অধিকাংশ মানুষ নানান কারনে সব জায়গায় যাতায়াত করছে। আর এখন মানুষ সময়ের মূল্য বেশি দিচ্ছে। কারন সময় মানে আরো বেশি সম্ভাবনাও সুযোগ। তাই অনেক মানুষ এই ৭ থেকে ৮ ঘন্টা ভ্রমনের থেকে অল্প সময়ের ভ্রমনটাকে বেশি প্যাধান্য দিচ্ছে। আকাশ ভ্রমন এখন আগের মত আর কল্পনা নয়।

কল্পনা থেকে  বাইরে অনেক মানুষ বেড়িয়ে এসেছে। ঢাকা থেকে রাজশাহীতে ভ্রমন করতে গেলে এর সময় সর্ম্পকে ঠিকঠাক জানা দরকার। সঠিক ভাবে সব কিছু জানলে কোন ভাবে মানুষ ভোগান্তিতে ভুগবে না। তথ্য সঠিক থাকলে আপনি নিশ্চিন্তে ভ্রমন করতে পারবেন। সেজন্য বিমানের সঠিক তথ্য সঠিক সময় সব বিষয়ে ভালো করে নজর দিতে হবে। তাহলেই আপনার ভ্রমন সুন্দর হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ফ্লাইট নাম্বার ঢাকা থেকে ছাড়ে রাজশাহী পৌছায় ফ্লাইট চলে
491 03:30 pm 04:20 pm শনি, রবি, সোম, বুধ
491 04:00 pm বিকাল 04:50 মঙ্গল, শুক্র
491 06:00 pm 06:50 pm বৃহস্পতি

নভোএয়ার এয়ারলাইন্স

ফ্লাইট নাম্বার ঢাকা থেকে ছাড়ে রাজশাহী পৌছায় ফ্লাইট চলে
VQ989 সকাল 10:30 11:20 am প্রতিদিন

ইউএস বাংলা এয়ারলাইন্স

ফ্লাইট নাম্বার ঢাকা থেকে ছাড়ে রাজশাহী পৌছায় ফ্লাইট চলে
BS163 03:00 pm 03:50 pm প্রতিদিন

ঢাকা টু রাজশাহী টিকেটের মূল্য

বিমানের ভাড়া নিয়ে এখনও অনেক মানুষের মনে ভুল ধারনার বীজ আছে। অনেকে মনে করে যে শুধু মাত বিত্তবান লোকেরা এই বিমানে ভ্রমন করতে পারবেন। আসলে তা নয়। এখন বিমানের ভাড়া বিভিন্ন এয়ারলাইন্সে কমিয়েছে। কারন বিমানের ভাড়া কমানো হয়। ভ্রমনের তারিখের উপর নির্ভর করে যে ভাড়া পরিবর্তিত হয় কিনা।

ফ্লাইট

সর্বনিম্ন ভাড়া

সর্বোচ্চ ভাড়া

বাংলাদেশ বিমান

2,500 টাকা

7,000 টাকা

নভোএয়ার

2,700 টাকা

8,200 টাকা

ইউএস বাংলা এয়ারলাইন্স

2,699 টাকা

6,000 টাকা

তবে এখনকার দিনে বিমানের মূল্য মধ্যবিত্ত মানুষের হাতের নাগালে আছে। তােই এখন সব পেশার মানুষ ভ্রমন করতে পারেন। আর এখন তো বিমানের টিকেট ঘরে বসেই অনলাইনে কাটা যাচ্ছে। বিমানের সঠিক তথ্য জেনে নিয়ে ঘরে বসেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেটে ফেলা যায়। তাই আর কোন চিন্তা থাকেনা। বিমানের সঠিক তথ্য গুলো আমরা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button