ঢাকা টু রাজশাহী বাসের ভাড়া, সময়সূচী, টিকেট কাউন্টার ঠিকানা ও ফোন নাম্বার ২০২৩
ঢাকা শহর হচ্ছে বাংলাদেশের রাজধানী। এই রাজধানীতে নানান প্রয়োজনে মানুষ প্রতিনিয়তই যাতায়াত করে। রাজশাহী বিভাগ বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। আপনারা খুব সহজেই রাজশাহীতে ভ্রমন করতে পারেন বাসের মাধ্যমে। অনেক শির্ক্ষাথী আছে যে রাজশাহীতে লেখাপড়া করতে যায়। তাহলে তাদের একমাত্র বাহন যদি বাস হয় তাহলে তারা অনেক সাছন্দে বাসে করে ভ্রমন করতে পারবে।
ঢাকা থেকে বেশ কয়েকটি বাস রাজশাহীর উদ্দেশ্যে যাওয়া আসা করে। তাই আপনাদের চিন্তার কোন কারন নেই আপনি যে কোন সময়ে বাসে করে রাজশাহীতে যেতে পারেন। রাজশাহীতে মানুষ অনেক রকম প্রয়োজনে যায় কেউ ঈদে যায় আবার কেউ পূজায় য়ায় বিভিন্ন প্রয়োজনে মানুষ ঢাকা থেকে রাজশাহীতে যায়। এই যাত্রা গুলো তারা বাসে করে করলে তাদের যাত্রা শুভ হবে।
ঢাকা থেকে রাজশাহী বাসের সময়সূচী
আপনি যেখানে যান না কেন আবার যে যানবাহনে করে যান না কেন আপনাকে অবশ্যই সেই বাহনের সময় সর্ম্পকে জানতে হবে। তা নাহলে আপনাকে অনেক সম্যার মধ্যে পড়তে হবে। সে কারনে আপনাকে সঠিক সময় জানতে হবে। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে প্রতিনিয়তই অনেক গুলো বাস যাওয়া আসা করে। এগুলো প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়।
ঢাকার মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে রাজশাহীতে যায়। অনেক কয়েকটি মাধ্যমের মধ্যে সবচেয়ে আগে বাসকে বেছে নেয়। কানর বাসের যাতায়াত অনেক ভালো ও আরামদায়। অনেকেই রয়েছে যে নিয়মিত যাতায়াত করলেও বাসের সময় সূচী সর্ম্পকে জানেন না। আবার সময় সর্ম্পকে জানলে ভাড়া সর্ম্পকে জানেন না। তাই আপনাদেরকে সব বিষয়ে সঠিক তথ্য জানতে হবে।
তাছাড়া রাজশাহীতে অনেক শির্ক্ষাথী পড়াশোনা করতে যায়। আবার অনেকে আছে জীবিকা নির্বাহের তাগিদে ঢাকায় আছে। তারা তাদের দেশের বাড়ীতে গেলেও এই বাসের মাধ্যমে যায়। তাই এর সঠিক সময় সর্ম্পকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
বাসের ভাড়া ও অনলাইন টিকিট
ঢাকা থেকে রাজশাহীতে যেতে গেলে দুই ধরনের বাস আছে। এসি বাসও আছে আবার নন এসি বাস আছে। আপনারা আপনাদের সুবিধা মত বাসে যাতায়াত করতে পারেন। ঢাকা থেকে রাজশাহীতে যেতে গেলে আপনাদেরকে এর ভাড়া কত সেটা জানতে হবে। আপনি কোন বাসে যাবেন কোন বাসের ভাড়া কত সে সর্ম্পকে জানতে হবে।
বাসের সঠিক ভাড়া না জানলে আপনাকে নানা সমস্যায় পড়তে হতে পারে। সে জন্য আপনাকে কোন বাসে যাবেন আর কোন বাসের কত ভড়া তা জানতে হবে। বিভিন্ন মানের বাস রয়েছে যেটাতে করে আপনি ঢাকা থেকে রাজশাহীতে যেতে পারেন। দেশের সেরা মানের যে কয়েকটি বাস রয়েছে তাদের ভড়া কমবেশি একই। আপনি একই ভাড়া দিয়ে যে কোন বাসে যেতে পারেন।
ঢাকা-রাজশাহী নন এসি বাসের ভাড়া ২০২৩
বাসের নাম | বাসের ব্র্যান্ড | বাসের ধরণ | ভাড়া |
---|---|---|---|
দেশ ট্রাভেলস | হিনো (Hino) | ইকোনমি ক্লাস | ৬০০ |
ন্যাশনাল ট্রাভেলস | হিনো (Hino) | ইকোনমি ক্লাস | ৬০০ |
একতা ট্রান্সপোর্ট | হিনো (Hino) | ইকোনমি ক্লাস | ৬০০ |
গ্রামীন ট্রাভেলস | হিনো (Hino) | ইকোনমি ক্লাস | ৬০০ |
শ্যামলী পরিবহন | হিনো (Hino) | ইকোনমি ক্লাস | ৬০০ |
হানিফ এন্টারপ্রাইজ | হিনো (Hino) | ইকোনমি ক্লাস | ৬০০ |
সঠিক ভাড়া জানলে আপনি আপনার টিকিট অনলাইনে কিনতে পারবেন। অনেকে আছি কাজে ব্যস্ত থাকে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করার সময় থাকে না। তারা চায় ঘড়ে বসেই টিকিট ক্রয় করতে। কিন্তু সঠিক ভাড়া সর্ম্পকে না জানলে কীভাবে টিকিট ক্রয় করা যাবে। তাই সঠিক ভড়া সর্ম্পকে জানতে হবে।
ঢাকা-রাজশাহী এসি বাসের ভাড়া ২০২৩
বাসের নাম | বাসের ব্র্যান্ড | বাসের ধরণ | ভাড়া |
---|---|---|---|
দেশ ট্রাভেলস | হুন্দাই (Hyundai) | বিজনেস ক্লাস | ১২০০ |
ন্যাশনাল ট্রাভেলস | স্ক্যানিয়া (Scania)Multi Axle | বিজনেস ক্লাস | ১২০০ |
গ্রামীন ট্রাভেলস | হুন্দাই (Hyundai) | বিজনেস ক্লাস | ১২০০ |
আশা করি আমরা আপনাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য সকল তথ্যই তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের যাত্রা শুভ হউক।