ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চের সময়সূচী, ভাড়া ২০২৩
র্বতমানে তথ্যপ্রযুক্তির যুগে যে কোন যায়গা থেকে অন্য যায়গায় যাতায়াতের অন্যতম ব্যবস্থা হচ্ছে লঞ্চ ব্যবস্থা। সে জন্য বর্তমানে সকল যাএী যাতায়াতের জন্য এবং আরামদায়কের জন্য সবচেয়ে বেশি পছন্দ করে লঞ্চকে। সব থেকে আরামদায়ক ও সুন্দর পরিবেশে যাওয়া আসা করা যায় লঞ্চে করে। কারন লঞ্চের স্পেস বড় হওয়ায় তাতে যাতায়াতে অনেক রকমের সুবিধা পাওয়া যায়।লঞ্চে ভ্রমন করা সব বয়সের মানুষই পছন্দ করে থাকে। কারন অন্যান্য যে কোন পরিবহনের তুলনায় লঞ্চ ভ্রমন অনেক আরামদায়ক ও নিরাপদ।
পানিতে ভাসতে ভাসতে আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্য স্থানে। এছাড়া পশ্চিমাঞ্চলে বিশেষ করে ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চের মাধ্যমে যাওয়াটা অনেকে পছন্দ করে থাকে। এই লঞ্চের মাধ্যমে চলাচলে যদি রাতের বেলায় হয় তাহলে আপনি আকাশের অপরুপ সুন্দর্য্য দেখতে পাবেন এই লঞ্চের মাধ্যমে। রাতের বেলায় লঞ্চের সাদে গিয়ে আপনি উপভোগ করতে পারেন এই সুন্দর্য্য কে। সেজন্য এই লঞ্চ যার্নিটাকে সবায় অনেক পছন্দ করে থাকে।
ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চের সময়সূচী
ঢাকা থেকে পটুয়াখালীতে যে লঞ্চ গুলো চলাচল করে যাত্রীরা চাইলে এই সব লঞ্চে যাতায়াত করতে পারেন। আর এই লঞ্চের যার্নি অনেক নিরাপদ হয়ে উঠেছে বলে এখন হাজার হাজার মানূষ এই লঞ্চের মাধ্যমে যাতায়াত করছে। লঞ্চে যাতায়াতের কিছু বিশেষ বিশেষ কারন রয়েছে সেগুলো যদি একজন ব্যাক্তি উপলব্ধি করেন তাহলে অব্যশই সেই যাত্রীর ট্রেনেযাতায়াত করবে।
ঢাকা থেকে পটুয়াখালীতে লঞ্চ গুলো যাতায়াত করে সারাদিন। একেক লঞ্চ একেক সময় চলাচল করে থাকে। এখন আপনারা কোন লঞ্চে করে যাবেন সেই লঞ্চের সময়সূচী সর্ম্পকে যানা। যদি আপনি লঞ্চের সময় সর্ম্পকে না জানেন তাহলে আপনার লঞ্চ মিস হয়ে যেতে পারেন এবং আপনার যানিয়টা খারাপ হয়ে যেতে পারে। তাই আপনাকে সবার আগে লঞ্চের সময় সর্ম্পকে জানতে হবে। তাহলে আপনার যার্নিটা সুন্দর হবে।
ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চের ভাড়া
লঞ্চেরযার্নির সবচেয়ে একটি গুরুত্বপূর্ন দিক হলো এর টিকেটের মূল্যের দিকটি। এখন কেউ আর কাউন্টারে গিয়ে টিকেট কাটে না । এখন ঘরে বসেই সবায় লঞ্চের টিকেট কাটে। ঘরে বসেই লঞ্চের টিকেট কাটলে সেই লঞ্চের বিষয়বস্তু সর্ম্পকে জানতে হবে। তাহলে সে অনয়িাসে কোন রকম ঝামেলা ছাড়ায় লঞ্চে ভ্রমন করতে পারবে।
লঞ্চ যার্নিটা এমন একটা বিষয় হয়ে দারিড়েছে যে কম বেশি সবায় এই লঞ্চ ভ্রমন করতে চায়। সবায় লঞ্চে ভ্রমন করতে চায় বলে লঞ্চের টিকেটের সংকট পরে যায়। সেজন্য অনেকে অনলাইনে টিকেট ক্রয় করতে চায়। অনলাইনে টিকেট ক্রয় করলে লঞ্চের সময় এবং লঞ্চের ভাড়া সর্ম্পকে জানাটা দরকার। তাহলে লঞ্চের টিকেট কাটা সহজ হয়। তাছাড়া আপনারা ঢাকা থেকে পটুয়াখালী কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করতে পারেন। আর সে ক্ষেত্রে এর ভাড়া সর্ম্পকে জানতে হবে।
লঞ্চের ধরন | ভাড়া |
---|---|
নরমাল ডাবল কেবিন | ১২০০ থেকে ১৬০০ টাকা |
নরমাল সিঙ্গেল কেবিন | ৮০০ থেকে ১০০০ টাকা |
ডেকের ভাড়া | ২০০ থেকে ৩০০ টাকা |
পরিষেশে, আমরা আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য দেওয়ার চেষ্টা করলাম। বাকি কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।