ঢাকা টু পার্বতিপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩
আপনি যদি ঢাকা থেকে পার্বতীপুর ট্রেনে যেতে চান তাহলে আপনাকে কিছু বিষয় সর্ম্পকে জানতে হবে। ঢাকা থেকে পার্বতী পুরে কিছু ট্রেন আছে যা সরাসরি যাতায়াত করে না। আবার কিছু ট্রেন আছে যা যায়। অতএব কোন ট্রেন যায় আবার কোন ট্রেন যায় না সে সর্ম্পকে জানাটা জরুরি।
তাহলে অবশ্যই এই সব বিষয় জানা দরকার। সব থেকে সুন্দর ও আনন্দদায়ক ভ্রমন হচ্ছে ট্রেন ভ্রমন। ঢাকা থেকে পার্বতীপুরে যেতে বাসে যেমন সময় লাগে তার থেকে একটু কম সময় লাগে ট্রেনে। কিন্তু বাসে করে যেতে গেলে মানুষ অনেক ক্লান্তি অনুভব করে। আবার ট্রেনে গেলে সীমিত সংখ্যক ক্লান্তি অনুভুত হয় না। সে জন্য ট্রেনের যার্নিটাকে মানুষ বেশি করে বেচে নিচ্ছে। ট্রেনে করে মানুষ এক যায়গা থেকে অন্য যায়গায় অনায়াসে যেতে পারে। সে জন্য ট্রেন যার্নিটাকে সবায় বেশি প্রাধান্য দেয়।
ঢাকা টু পার্বতীপুরের ট্রেনের সময়সূচী
আমরা আগেই বলেছি ঢাকা টু পার্বতীপুরে পর্যন্ত ট্রেনে যেতে গেলে কোন ট্রেনেযেতে হবে এবং সেই ট্রেনের সময় সর্ম্পকে জানতে হবে। যদি আপনারা তা না জানেন তাহলে অনেক ভোগান্তিতে ভুগতেগ হবে। আপনি কোন ট্রেনে ভ্রমন করবেন সেই ট্রেনের সময় সর্ম্পকে ধারনা নিতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ট্রেনে করে নানান যায়গায় ভ্রমন করে।
সেই ভ্রমন তে সামনে রেখে এর বিষয়বস্তু সর্ম্পকে জানতে হবে। তাহলে খুব সহজ হয়ে যাবে ট্রেনের ভ্রমন। বাংলাদেশের অধিকাংশ মানুষ কাজের তাগিদে বা ঘোড়ার জন্য বকে যায়গা থেকে অন্য যায়গায় যায়। আর সেই ভ্রমনটাকে আরো সুন্দর করে তোলার জন্য ট্রেনের ভুমিকা অতুলনীয়। সেই ট্রেনে ভ্রমন করতে হলে ট্রেনের বাকি বিষয় সহ সময় সর্ম্পকে জানতে হবে।
ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
একতা এক্সপ্রেস (৭০৫) | নাই | ১০ঃ১০ | ১৮ঃ১৫ |
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) | নাই | ২০ঃ০০ | ০৩ঃ১৫ |
নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) | সোমবার | ০৬ঃ৪০ | ১৪ঃ১৫ |
ঢাকা টু পার্বতীপুরের ট্রেনের টিকেটের মূল্য
একটি ট্রেনের ভেতরে বিভিন্ন ধরনের আসনের ব্যবস্থা রয়েছে। তাই বিভিন্ন রকম আসনের বিভিন্ন রকম দামের হয়ে থাকে। সেজন্য ট্রেনে ভ্রমন করতে হলে ট্রেনের টিকিটির মূল্য সর্ম্পকে ধারনা থাকা দরকার। বর্তমান আধুনিকতার যুগ। এই যুগে মানুষ অনেকটা এগিয়ে আছে। সেজন্য এ যুগের মানুষ অনেকটা এগিয়ে।
বর্তমানে মানুষ ঘরে বসেই ট্রেনের টিকেটের ব্যবস্থা করতে পারে। সেই টিকেট কিনতে গেলে তার মূল্য জানা দরকার। ট্রেনের যে সব বিষয় আছে এবং সেই সাথে ট্রেনের সময় এবং ট্রেনের ভাড়া এই সব বিষয় জানলে ট্রেনের টিকেট ঘরে বসেই কেনা যাবে। এই টিকেট গুলো অনলাইনে কিনতে গেলে ২০ পার্সেন্ট আগে দিতে হবে। সে জন্য আপনাকে ট্রেনের টিকেটেরমূল্য জানতে হবে।
আসন বিভাগ | টিকেটের মূল্য |
শোভন | ৩৬৫ টাকা |
শোভন চেয়ার | ৪৪০ টাকা |
প্রথম সিট | ৫৮৫ টাকা |
প্রথম বার্থ | ৮৭৫ টাকা |
স্নিগ্ধা | ৭৩০ টাকা |
এসি সিট | ৮৭৫ টাকা |
এসি বার্থ | ১৩১৫ টাকা |
পরিশেষে, ট্রেন বিষয়ে সব ধরনের তথ্য তুলে ধরার চেষ্ট করেছি। আরো কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে যানাতে ভুলবেন না।