ঢাকা টু পঞ্চগড় বাসের ভাড়া, সময়সূচী, টিকেট কাউন্টার ঠিকানা ও ফোন নাম্বার ২০২৩
পঞ্চগড় জেলায় রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। সেখানে হাজার মানুষ যায় দেখতে। সেই পর্যটন কেন্দ্র গুলো দেখতে যেতে গেলে বাস সবথেকে ভালো বাহন। কারন বাসে অনেক যার্নি অনেকটা নিরাপদ যার্নি। আর বাসে যাতায়াতের ক্ষেত্রে আপনার ভাড়াটাও কম লাগে। পঞ্চগড়ে বেশ কিছু লোক আছে যারা তাদের নিত্য প্রয়োজনে ঢাকা তে আসে। আবার ঢাকাতেও বেশ কিছু লোক আছে যারা তাদের প্রয়োজনে পঞ্চগড় যায়।
এই যাতায়াতের মূল মাধ্যম যদি হয় বাস তাহলেঅনেক ভালো হয়। কারন বাস যার্নিট অনেকটা নিরাপদ এক যার্নি। বাসের ড্রাইভার এবং সুপারভাইজার অনেক যত্ন সহকারে বাস চালায়। তাই আপনার কোন রকমের সমস্যা হয়না। অনেক শিক্ষার্থীরা আছে যারা পড়াশোনা করার জন্য যাতায়াত করে থাকে। তাদের যার্নিটা ভালো করার জন্য বাসের কোন তুলনা হয় না।
ঢাকা টু পঞ্চগড় বাসের সময়সূচী
আপনি যে যানবাহন দিয়ে যাতায়াত করেন না কেন আপনাকে অবশ্যই সেই যানবাহনের সময় সর্ম্পকে জানতে হবে। সময় সর্ম্পকে না জানলে আপনি অনেক সময় ভুগান্তিতে পড়তে পারেন। আপনি সঠিক সময় না জানলে আপনি দালালের চক্রতে পরতে পারেন। আর আপনি যদি একবার এই চক্রের মধ্যে পরেন তাহলে আপনার সর্বস হারানোর সম্ভাবনা থাকতে পারে।
তাই আপনাকে সঠিক সময় সর্ম্পকে জানতে হবে। ঢাকা টু পঞ্চগড়ে অনেক বাস যাওয়া আসা করে। আপনাকে শুধু জানতে হবে যে কোন বাসের সময় কখন আপনি কোন বাসে যাবেন। অনেকেই আছে যে এই রোডে চলাফেরা করে কিন্তু এর সঠিক সময়সূচী জানে না। তাই আপনাকে সময় সর্ম্পকে সঠিক ধারনা রাখতে হবে।তাহলে আপনার যাত্রা শুভ হবে।
ঢাকা টু পঞ্চগড় বাসের ভাড়া ও অনলাইন টিকিট
ঢাকা টু পঞ্চগড়ে অনেক বাস যাওয়া আসা করে। এর মধ্যে এসি বাস আছে আবার নন এসি বাস আছে। এখন আপনি কোন বাসে করে যাবেন সেটি আগে আপনাকে ঠিক করতে হবে । তারপর তার ভাড়া কত সে সর্ম্পকে জানতে হবে। তা নাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। এখন দৈনন্দিন প্রয়োজনে মানুষ এক যায়গা থেকে আরেক জায়গায় ভ্রমন করে থাকে।
ঢাকা-পঞ্চগড় এসি বাসের ভাড়া ২০২৩
বাসের নাম | বাসের ব্র্যান্ড | বাসের ধরণ | ভাড়া |
---|---|---|---|
নাবিল পরিবহন | স্ক্যানিয়া (Scania) | বিজনেস ক্লাস | ১৭০০ |
নাবিল পরিবহন | হিনো (Hino) | ইকোনমিক ক্লাস | ১১০০ |
হানিফ এন্টারপ্রাইজ | ভলভো (Volvo) | বিজনেস ক্লাস | ১৭০০ |
তাই ভ্রমনের আগে আপনাকে কিসে করে যাবেন সে বিষয়টাকে ঠিক করতে হবে। তবে আমরা মনে করি যে সবথেকে ভালো যানবাহন হলো বাস আপনি বাসের মাধ্যমে সুন্দর করে যাতায়াত করতে পারেন। অনেকে আছে যে অনেক ব্যস্ত থাকে কাউন্টারে গিয়ে টিকিট কাটার সময় হয়ে উঠে না। তাদেরকে ঘড়ে বসেই টিকিট ক্রয় করতে হয়। সঠিক দাম না জানলে টিকিট ক্রয় করা সম্ভব হয় না । ভাড়া সর্ম্পকে সঠিক ধারনা থাকলে ঘড়ে বসেই টিকিট ক্রয় করা সম্ভব।
ঢাকা-পঞ্চগড় ননএসি বাসের ভাড়া ২০২৩
বাসের নাম | বাসের ব্র্যান্ড | বাসের ধরণ | ভাড়া |
---|---|---|---|
শ্যামলী পরিবহন | হিনো (Hino) | ইকোনমি ক্লাস | ৮০০ |
হানিফ এন্টারপ্রাইজ | হিনো (Hino) | ইকোনমি ক্লাস | ৯৫০ |
নাবিল পরিবহন | হিনো (Hino) | ইকোনমি ক্লাস | ৯৫০ |
পরিশেষে, আমরা আপনাদেরকে প্রয়োজনীয় তথ্যাবলি দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যাত্রা শুভ হউক এই কামনায় করি।