ঢাকা টু নাথেরপেটুয়া ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩
আপনি যদি ঢাকা থেকে নাথেরপেটুয়া ট্রেনে যেতে চান তাহলে আপনাকে কিছু বিষয় সর্ম্পকে জানতে হবে। ঢাকা থেকে নাথেরপেটুয়া থেকেএকটি ট্রেন আছে। অতএব কোন ট্রেন যায় আবার কোন ট্রেন যায় না সে সর্ম্পকে জানাটা জরুরি। তাহলে অবশ্যই এই সব বিষয় জানা দরকার। সব থেকে সুন্দর ও আনন্দদায়ক ভ্রমন হচ্ছে ট্রেন ভ্রমন।
ঢাকা থেকে নাথেরপেটুয়া যেতে বাসে যেমন সময় লাগে তার থেকে একটু কম সময় লাগে ট্রেনে। কিন্তু বাসে করে যেতে গেলে মানুষ অনেক ক্লান্তি অনুভব করে। আবার ট্রেনে গেলে সীমিত সংখ্যক ক্লান্তি অনুভুত হয় না। সে জন্য ট্রেনের যার্নিটাকে মানুষ বেশি করে বেচে নিচ্ছে। ট্রেনে করে মানুষ এক যায়গা থেকে অন্য যায়গায় অনায়াসে যেতে পারে। সে জন্য ট্রেন যার্নিটাকে সবায় বেশি প্রাধান্য দেয়।
ঢাকা টু নাথেরপেটুয়া ট্রেনের সময়সূচী
আপনি যে কোন যানকাহনে যাতায়াত করেন না কেন সবার প্রথমে আপনাকে তার সময়সূচী সর্ম্পকে জানতে হবে। আর ট্রেন হচ্ছে এমন একটি যানবাহন যেটাতে করে আপনি সহজেই যে কোন যায়গায় ভ্রমন করতে পারবেন কোন রকমের ঝামেলা ছাড়ায়। আর বাংলাদেশের রেললাইনের কেন্দ্র স্থল হলো ঢাকা কমলাপুর রেল স্টেশন। ঢাকা থেকে রংপুর যাওয়া পথে আপনি প্রতিদিন আন্তনগর মেল ট্রেন পাবেন।
এই আন্তনগর ট্রেন গুলোতে আরামদায়ক ও বিলাসবহুল ভাবে যাতায়াত করতে পারেন। দেশের বিভিন্ন স্থানে ভ্রমনের জন্য অনেকে ট্রেনের যার্নি বেছে নেয় কারণ লঙ্গ টাইম যার্নিতে ট্রেনে ভ্রমন করলে ক্লান্তি বধ হয় না। আর সে কারনে এর সময়সূচী সর্ম্পকে জানাটা দরকার। আপনি যদি সঠিক তথ্য জানেন তাহলে আপনার কোন রকমের সমস্যা হবে না। এবং আপনি অনায়াসে যাতায়াত করতে পারবেন। তাই আপনাকে ট্রেনের সঠিক সময়সূচী জানতে হবে।
সিরিয়াল নং | ঢাকা টু নাথেরপেটুয়া ট্রেনের সময়সূচী | |||
০১ | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌছানোর সময় | ছুটির দিন |
০২ | উপকূল এক্সপ্রেস (৭১৭) | ১৫.২০ | ২০.০৮ | মঙ্গলবার |
ঢাকা টু নাথেরপেটুয়া ট্রেনের টিকেটের ভাড়া
এখন তো যাতায়াত ব্যবস্থা অনেক সুবিধা কারন অনলাইনে সব কিছু পাওয়া যাচ্ছে। তাই আর কোন চিন্তার বিষয় থাকে না।কিন্তু অনলাইনে টিকেট কাটার সঠিক নিয়ম জানতে হবে। তাহলে আর কোন ভেজাল থাকেনা। আগে টিকেট কাটার জন্য স্টেশনে যেতে হত কিন্তু এখন আর কোন সমস্যা নেই।
ঘরে বসেই টিকেট কাটা সম্ভব। তবে ঘরে বসে টিকেট কাটাত গেলে ট্রেনের সময় ট্রেনের টিকেটের মূল্য কোন ট্রেন কখন ছাড়বে কখন কোন ট্রেন যাবে সে সব বিষয় জানা থাকলে কোন সমস্যা হবে না টিকেট কাটার। তাই সব কিছু যেনে রাখতে হবে।
সিরিয়াল নং | আসন বিন্যাস | ভাড়ার তালিকা |
০১ | শোভন | ২২৫ টাকা |
০২ | শোভন চেয়ার | ২৭০ টাকা |
০৩ | প্রথম সিট | ৩৬০ টাকা |
০৪ | প্রথম বার্থ | ৫৪০ টাকা |
০৫ | স্নিগ্ধা | ৫১৮ টাকা |
০৬ | এসি সিট | ৬২১ টাকা |
০৭ | এসি বার্থ | ৯৩২ টাকা |
মন্তব্য
ট্রেন সর্ম্পকে সব রকমের তথ্য আলোচনা করা হলো। ট্রেনে জার্নি করতে গেলে ট্রেনের সব বিষয় সর্ম্পকে জানা দরকার। আমরা কিছু তথ্য সর্ম্পকে আলোচনা করলাম। এর মধ্যেও কোন তথ্য জানার থাকলে অব্যশই আমাদেরকে কমেন্টে জানাবেন।