ঢাকা থেকে মাদারীপুর লঞ্চের সময়সূচী, ভাড়া, টিকেট বুকিং কাউন্টার নাম্বার ২০২৩
ঢাকা থেকে মাদারীপুর যারা লঞ্চের মাধ্যমে ভ্রমন করেন তারা কোন প্রকার ঝামেলা ছারাই যাতায়াত করতে পারেন। লঞ্চ যার্নি একটি এমন যার্নি যার মাধ্যমে আপনারা সময়ের মধ্যে যে কোন যায়গাতে পৌঁছাতে পারেন। অন্যান্য যানবাহন যেমন বাসে করে যেতে গেলে আপনারা জ্যামে পড়তে পারেন এবং সময়ের মধ্যে নাও পৌঁছাতে পারেন। তখন কাজের ক্ষতি ও হতে পারে আপনাদের।
আর এই নদী পথে যার্নিতে কোন রকমের ঝামেলা ছারাই আপনারা আপনাদের গন্তব্য স্থানে যেতে পারেন। এছাড়াও লঞ্চে দুর দুরান্তে যাওয়ার জন্য আপনারা আলাদা আলাদা কেবিন পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ মত কেবিন নিয়ে যেতে পারেন। এছাড়া ঢাকা থেকে মাদারীপুর এবং মাদারীপুর থেকে ঢাকা যাওয়ার জন্য বেশ কয়েকটি লঞ্চ পাওয়া যায়। তাই কোন রকমের ভেজাল ছাড়াই আপনারা যেতে পারেন আপনাদের গন্তব্য স্থানে। আর বেশির ভাগ মানুষই এই লঞ্চকে বেছে নেয় তাড়াতাড়ি গন্তব্য স্থানে পৌঁছানর জন্য।
ঢাকা থেকে মাদারীপুর লঞ্চের সময়সূচী
নৌ ভ্রমন সব বয়সের মানুষই পছন্দ করে থাকে। বিশেষ করে লঞ্চের মাধ্যমে যাতায়াতের সময় লঞ্চের সাদে করে গেলে বিকেলের সুর্যাস্ত দেখতে এত সুন্দর লাগে যে মন ভরে যায়। আকাশের কোথাও লাল আবার কোথাও বা হলুদ রঙ্গ মন ছুয়ে যায়। আর সেই লঞ্চের মাধ্যমে যেতে গেলে তার সময় সর্ম্পকে ধারনা থাকতে হবে। তানা হলে আপনারা সময় মত আপনাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারবেন না।
ঢাকা থেকে মাদারীপুরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের লঞ্চ যাওয়া আসা করে থাকে। এখন আপনি কোন লঞ্চের মাধ্যমে যাবেন এবং কোন টির ভাড়া কত সে সর্ম্পকে না জানলে আপনার যাযর্নটা কখনই ভালো হবে না। আর সে কারনে সবার প্রথমে আপনাকে জানতে হবে এই লঞ্চের সময় সর্ম্পকে। তাহলে আপনি যে কোন যায়গায় সহজেই পৌঁছাতে পারবেন। তাই প্রথমে আপনাকে লঞ্চের সময় কখন কোন লঞ্চ ছাড়বে সেই সর্ম্পকে জানতে হবে।
ঢাকা থেকে ছাড়ে | মাদারীপুর পৌঁছে | |
০১. | সন্ধ্যা ০৭.৪৫ টা | সকাল ০৯.০০ টা |
০২. | মাদারীপুর থেকে ছাড়ে | ঢাকা পৌঁছে |
০৩. | দুপুর ০২.০০ টা | ভোর ০৫.০০ টা |
ঢাকা থেকে মাদারীপুর লঞ্চের ভাড়া
ঢাকা থেকে মাদারীপুরে লঞ্চ গুলো নিয়মিত যাতায়াত করে থাকে। সে ক্ষেত্রে ঢাকা মাদারীপুর লঞ্চ গুলোতে বিভিন্ন শ্রেনীর টিকিট বিক্রয় করা হয়ে থাকে। আপনি যদি ঝামেলা ছাড়াই ঢাকা থেকে মাদারীপুর যেতে চান তাহলে লঞ্চের কোন তুলনা হয় না। কিন্তু আপনাকে ভাড়া সর্ম্পকে জানতে হবে। ভাড়া না জানলে আপনাদের যার্নিটা কোন ভাবেই ভালো হবে না। ঢাকা থেকে মাদারীপুর যাওয়ার পথে লঞ্চের তিনটি কেবিন রয়েছে। আপনি আপনার পছন্দ মত যে কোন কেবিনে করে যাতায়াত করতে পারেন।
ঢাকা থেকে মাদারীপুর যাওয়ার জন্য অনলাইনে টিকিট বুকিং করার অপশন নেই। তাই আপনাদেরকে টিকিট ক্রয় করার জন্য নির্দিষ্ট স্থানে যেতে হবে তাহলে আপনারা টিকিট বুর্কিং করতে পারেন। আর আপনাদের যার্নিটা ভালো হবে।
শ্রেণী | ধারনক্ষমতা | ভাড়া |
তৃতীয় শ্রেণী (ডেক) | – | ২০০/- |
সিংগেল কেবিন | ০১ | ৬০০/- |
ডাবল কেবিন | ০২ | ১০০০/- |
পরিশেষে, ঢাকা থেকে মাদারীপুরে যাওয়ার জন্য লঞ্চের প্রয়োজনীয় তথ্য তুলে ধরলাম আশা করি এই সব তথ্য গুলো আপনাদের কাজে লাগবে।