ঢাকা টু কুড়িগ্রাম ট্রেনের সময়সূচী, ভাড়া, বন্ধের দিন, স্টপ স্টেশন
ট্রেন হচ্ছে এমন একটি যানবাহন যেটিতে চলাচল করতে সবায় পছন্দ করে থাকে। আজকে আমরা যে ট্রেনটি সর্ম্পকে আলোচনা করবো সেটি হলো কুড়িগ্রাম এক্সপ্রেস। এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু কুড়িগ্রাম রোডে চলাচল কারী প্রথম ট্রেন হওয়ায় এর জনপ্রিয়তা খুব বেশি। কুড়িগ্রাম ট্রেনটি উদ্বোধন হয় ১৬ ই অক্টোবর ২০২০ সালে।
আর এই কারণে কুড়িগ্রাম জেলার নাম অনুসারে এই ট্রেনটির নাম দেওয়া হয় কুড়িগ্রাম এক্সপ্রেস। এই ট্রেনটিতে সকল শ্রেনীর মানুষের জন্য উপযুক্ত আসনের ব্যাবস্থা করা হয়েছে। ঢাকা থেকে কুড়িগ্রামে সপ্তাহে ছয় দিন ট্রেন চলাচল করে। আপনারা যারা এই ট্রেনে সচরাচর যাতায়াত করেছেন তারা নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কেন এই ট্রেনটিকে ভালো বলছি। কারন এই ট্রেনটির সার্ভিস ব্যাবস্থা অনেক ভালো।
ঢাকা টু কুড়িগ্রাম ট্রেনের সময়সূচী
আপনারা যারা নিয়মিত এই কুড়িগ্রাম টু ঢাকা ট্রেনে যাতায়াত করেছেন তারা অব্যশই এই ট্রেনের সময়সূচী সর্ম্পকে ধারনা রয়েছে। এই ট্রেনটি সপ্তাহে বুধবার বাদ দিয়ে বাকি ছয়দিন চলে। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর স্টেশন থেকে কুড়িগ্রামের উদ্দ্যেশে রওনা দেয় ০৮.৪৫ মিনিটে এবং পৌঁছায় সকাল ০৬.১৫ মিনিটে। বাসের থেকে অনেকে ট্রেনে জার্নি অনেক বেশি পছন্দ করে।
ট্রেনের যার্নি যেমন সুবিধা ঠিক ভাবে সময়সূচী না জানলে তাহলে কিন্তু অসুবিধার মধ্যে পরতে হয়। এখন তো আর স্টেশনে গিয়ে টিকেট কাটতে হয় না । ঘরে বসেই ট্রেনের টিকেট অনায়াসে কাটা যায়। ট্রেনের টিকেট কাটতে গেলে সঠিক নিয়ম জানলে আর কিছু লাগে না। সব কিছু ঠিক ঠাক ভাবে জানলে অনলাইনে ঘরে বসেই টিকেট কাটা যায়।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু কুড়িগ্রাম | বুধবার | ২০ঃ৪৫ | ০৬ঃ১৫ |
কুড়িগ্রাম টু ঢাকা | বুধবার | ০৭ঃ১৫ | ১৭ঃ২৫ |
ঢাকা টু কুড়িগ্রাম (কুড়িগ্রাম এক্সপ্রেস) ট্রেনের ভাড়া
আপনি যদি এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাতায়াতের জন্য নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে সব কিছু ভালো ভাবে জানতে হবে। এখন প্রায় সব মানুষে জানে যে অন্য সব যানবাহনের তুলনায় ট্রেনের যার্নি কত ভালো। এতে যেমন মজা পাওয়া যায় ঠিক তেমনি এর ভাড়াও কম লাগে। এখানে সকল শ্রেনী পেশার মানুষ উপযুক্ত আসন আছে সেখানে অনায়াসে যাতায়াত করতে পারে।আপনারা আপনাদের সামর্থ্য অনুযারী টিকেট ক্রয় করতে পারেন। টিকেট ক্রয় করার জন্য কাউন্টারে গিয়ে টিকেট ক্রয় করতে পারেন আবার বাসায় বসে ও টিকেট ক্রয় করতে পারেন।
আসন বিভাগ | টিকেটের মূল্য (এসি তে ১৫% ভ্যাটসহ) |
শোভন চেয়ার | ৫১০ টাকা |
প্রথম সিট | ১০১৫ টাকা |
এসি সিট | ১০১০ টাকা |
এসি বার্থ | ১৫৭৫ টাকা |
ঢাকা টু কুড়িগ্রাম ট্রেনের ছুটির দিন, স্টপ স্টেশন
কুড়িগ্রাম ট্রেনটি ঢাকা টু কুড়িগ্রাম এবং কুড়িগ্রাম টু ঢাকা রুটে চলাচল করে। এই ট্রেনটির ভ্রমনের দুরুত্ব ৪৫৪ কিলোমিটার। এই সময় টা যাত্রা করতে এই ট্রেনটির গড় সময় লাগে ৯ ঘন্টা ৫০ মিনিট। এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আটটি যায়গায় বিরতি নেয়।
ভ্রমন সর্ম্পকিত সব তথ্যই তুলে ধরার চেষ্টা করা হলো। আমরা আশা করিযে আপনারা সব বিষয়ে জেনে নিরাপদ ভাবে চলাফেরা করবেন। কোন বিষয়ে জানার দরকার থাকলে অব্যশই কমেন্টে জানাবেন। এছাড়াও আপনা মূল্যবান মতামত দিতে ভুলবেননা।