Bengali

ঢাকা টু কুয়াকাটা বাসের ভাড়া, সময়সূচী, টিকেট কাউন্টার ঠিকানা ২০২৩

ঢাকা টু কুয়াকাটা যাওয়ার জন্য খুবই সুন্দর একটি বাস এই কুয়াকাটা এক্সপ্রেস। অবশ্যই এই কুয়াকাটা এক্সপ্রেস বাসের মাধ্যমে যাতায়াত করলে আপনার ভ্রমনসুন্দর হবে। কুয়াকাটা এক্সপ্রেস একটি পরিচিত ও জনপ্রিয় বাস সার্ভিস। এই বাস টি ঢাকা থেকে বরিশাল চলাচল কারী একটি বাস। এই কোম্পানিটির এসি নন এসি দুই ধরনের বাস সার্ভিস আছে।

অন্যান্য বাসের তুলনায় এই বাসটের ভাড়া একটু হলেও কম এবং খুব ভালো করে যাত্রীদের সেবা প্রদান করা হয়। আপনি যদি ঢাকা থেকে বরিশাল যাতায়াত করতে চান তাহলে এই বাসটির কোন তুলনা হয় না। ভ্রমনের কথা হলে অনেকে পরিবারের কথাও চিন্তা করে। ঠিক সে কারনে বলা এই বাসটির কথা। এই বাসটির সার্ভিস সুবিধা অনেক ভালো।

ঢাকা টু কুয়াকাটা বাসের সময়সূচী

ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার জন্য বেশ কয়েকটি বাস আছে। এদের সার্ভিস ব্যবস্থা অনেক ভালো। এখানে যাওয়ার জন্য এসি নন এসি দুই ধরনের বাস আছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যাতায়াত করতে পারেন। এই পরিবহনটি যাত্রীদের নানান ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। এই পরিবহনে যাতায়াতের পথে বিরতির ব্যবস্থা রয়েছে।

কুয়াকাটা এক্সপ্রেস বাসে যেতে গেলে আপনাকে অবশ্যই এর সময়সূচী সর্ম্পকে জানতে হবে। সঠিক সময় সর্ম্পকে জানলে আপনাদের কোন রকম সমস্যা হবে না। কুয়াকাটা এক্সপ্রেস এর প্রধান লক্ষ্য হলো এর সার্ভিস ব্যবস্থা অনেক সুন্দর। আরামদায়ক শান্তিপূর্ন ও নিরাপদ ভ্রমনের জন্য আপনাকে কুয়াকাটা এক্সপ্রেস বাসে যেতে হবে।

পাল্টা সংখ্যা
কুয়াকাটা 01761784371
মহিপুর 01761784372
কলাপাড়া 01761784373

ঢাকা টু কুয়াকাটা বাসের টিকিটের মূল্য

কুয়াকাটা এক্সপ্রেস এমন একটি পরিবহন যেটি যাত্রীদেরকে শান্তিপূর্ন ও আরামদায়ক ভ্রমনের ব্যবস্থা করে দেয়। এই আরামদায়ক ও সুন্দর যার্নির জন্য অনেকে চিন্তা করে এর ভাড়া নিয়ে। এর ভাড়া সর্ম্পকে সঠিকধারন থাকলে আপনাদের অনেক সুবিধা হয়। সে জন্য যেখানেই ভ্রমন করেন না কেন আপনাদের ভাড়ার বিষয় সর্ম্পকে ধারনা থাকলে কোন ভাবেই আপনি প্রতারিত হতে পারবেনা।

ভাড়ার বিষয় জানা থাকলে আপনি ঘরে বসেই এর টিকিট ক্রয় করতে পারবেন। তখন কষ্ট করে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করতে হবে না। ঘরে বসেই টিকিট ক্রয় করতে পারবেন এবং নিরাপদ যার্নি করতে পারবেন। নিরাপদ যার্নির জন্য আমাদের কুয়াকাটা এক্সপ্রেস বাসটি অনেক ভালো।

গন্তব্য এসি ননএসি
বরিশাল 600 400
পটুয়াখালী 450
কুয়াকাটা 450

এই বাসের বিষয়ে যা যা তথ্য দেওয়ার আমরা চেষ্টা করলাম। আরো কিছু বিষয় জানার থাকলে অবশ্যেই কমেন্টেন মাধ্যমে জানাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button