ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩
বর্তমান যুগে এক যায়গা থেকে অন্য যায়গায় যাতায়াত করার জন্য নানান রকমের যানবাহনের ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে বাসে করেও খুলনাতে যাওয়া আসা করা যায়। আবার বিমানের ও ব্যবস্থা রয়েছে। সব থেকে আরামদায়ক ও সুন্দর পরিবেশে যাওয়া আসা করা যায় ট্রেনে। কারন ট্রেনের স্পেস বড় হওয়ায় তাতে যাতায়াতে অনেক রকমের সুবিধা পাওয়া যায়।
বাসে গেলে ক্লান্তিরে স্বীকার হতে হয়। কারন বাসের স্পেস ছোট। আবার বিমানেও যেতে পারেন কিন্তু বিমানে যেতে গেলে অনেক খরচ হয়ে যায়। সেজন্য ট্রেনে যাতায়াত করা ভালো। কারন ট্রেনের মূল্য সার্ধ্যের মধ্যে থাকে। এবং আরামদায়ক ভাবে যাতায়াত করা যায়। ঢাকা টু খুলনা রুটে চলাচলকারী একটি বিলাস বহুল আন্তনগর ট্রেন। ঢাকা থেকে খুলনা রুটে দুটি ট্রেন চলাচল করে একটি হলো সুন্দরবন এক্সপ্রেস এবং অন্যটি চিত্রা এক্মপ্রেস।
ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ২০২৩
বাংলাদেশে একটি সুন্দর ও দ্রুতগামী ট্রেন হলো সুন্দরবন টেন। এই ট্রেনটি ৭২৬ নম্বর ট্রেন। এই ট্রেনটির মাধ্যমে আপনি দ্রুততার সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন। এই ট্রেনটিতে ভ্রমন করলে আপনি আরাম এবং সন্তুষ্টি অনুভব করবেন। আপনি বিভিন্ন স্থান থেকে ট্রেনে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন।
কিন্তু ঢাকা স্টেশন থেকে খুলনা স্টেশনে যেতে চাইলে আপনাকে প্রথমে জানতে হবে ঢাকা স্টেশন থেকে খুলনা স্টেশনে যেতে কোন ট্রেন কখন ছারবে সে বিষয় জানতে হবে। আপনাকে ট্রেনে যেতে হলে ট্রেন ছাড়ার ৩০ মিনিট পূর্বে সেখানে পৌঁছাতে হবে। যেহেতু ঢাকা থেকে খুলনা যেতে দুটি ট্রেন চলাচল করে সেহেতু আপনাকে দুটি ট্রেনের সময়সূচী সর্ম্পকে জেনে রাখা দরকার।
ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
সুন্দরবন এক্সপ্রেস(৭২৬) | বুধবার | ০৮ঃ১৫ | ১৭ঃ৪০ |
চিত্রা এক্সপ্রেস(৭৬৪) | সোমবার | ১৯ঃ০০ | ০৩ঃ৪০ |
ঢাকা টু খুলনা ট্রেনের ভাড়া
ঢাকা থেকে খুলনা রেল পথে বিভিন্ন ট্রেন চলা চল করে। প্রতিটি ট্রেনের ভেতরে বিভিন্ন রকমের আসনের ব্যবস্থা রয়েছে। বিভিন্ন আসনের বিভিন্ন দাম হয়ে থাকে। আপনি আপনার যাতায়াতের প্রয়োজনে পছন্দ অনুযায়ী আসন বেছে নিতে পারেন। সে কারনে আপনাকে টিকেটের সঠিক মূল্য জানতে হবে।
আসন বিভাগ | টিকিটের মূল্য |
শোভন | ৩৯০ টাকা |
শোভন চেয়ার | ৪৬৫ টাকা |
প্রথম আসন | ৬২০ টাকা |
প্রথম বার্থ | ৯৩০ টাকা |
স্নিগ্ধা | ৮৯১ টাকা |
এসি | ১০৭০ টাকা |
এসি বার্থ | ১৫৯৯ টাকা |
আপনি চাইলে কম টাকার আসনও নিতে পারেন আবার চাইলেই বেশি টাকার আসন নিতে পারেন। সেটা আপনার সার্মথ্য অনুসারে নিতে পারেন। আগেকার সময়ে ট্রেনের টিকেট কাটতে হলে স্টেশনে গিয়ে টিকেট কাটতে হত। কিন্তু বর্তমান অত্যধুনিক যুগে সেটা আর করতে হয় না। এখন ঘরে বসেই ট্রেনের টিকেটের ব্যবস্থা করতে হয়। সেজন্য ট্রেনের সঠিক ভাড়া সর্ম্পকে যানাটা দরকার। আপনাদের জানার জন্য যে সব তথ্য দরকার তা দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে অব্যশই কমেন্টে লিখতে ভুলবেননা।