ঢাকা টু দিনাজপুর বাসের ভাড়া, সময়সূচী, টিকেট কাউন্টার ঠিকানা ও ফোন নাম্বার ২০২৩
ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার রাস্তাটি বহুল পরিচিত একটি রাস্তা। প্রতিনিয়তই ঢাকা থেকে দিনাজপুরের মানুষের যোগাযোগ স্থাপন হচ্ছে এই রাস্তার মাধ্যমে। ঢাকা থেকে নানান প্রয়োজনে মানুষ দিনাজপুরে যায় এবং দিনাজপুর থেকে মানুষ ঢাকার উদ্দেশ্যে যায়। এই যাতায়াতের জন্য আরো কিছু মাধ্যম আছে কিন্তু মানুষ বাসকে বেশি প্রাধান্য দেয়। অন্ন সব অপশন গুলো যদি বেছে নেন তাহলে আপনি যখন তখন যাতায়াত করতে পারবেন না।
কিন্তু বাসের মাধ্যমে আপনাদেরকে এটি করতে হবে না। অন্যান্য সব মাধ্যম গুলো দিয়ে যেতে গেলে অনেক টাকার খরচ হয়। কিন্তু বাসে কম খরচে আপনি যেতে পারেন। তাই মানুষ যাতায়াতের জন্য বাস বেচে নেয়। অনেকে আছে যে তারা নিয়মিত যাতায়াত করলেও বাসের সময়সূচী জানে না। আবার অনেকে আছে যে ভাড়া সর্ম্পকে জানে না। তাই আমরা সেই সব বিষয় সর্ম্পকে জানাতে এসেছি।
অনেকে জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করেন। তাদের দেশের বাড়ীতে যাওয়ার জন্য এই রোডে ব্যবহার করতে হয়। সে জন্য বাস সর্ম্পকে ধারনা থাকলে কোন রকম ভোগান্তিতে পরতে হয় না।
ঢাকা টু দিনাজপুরের বাসের সময়সূচী
আপনারা যারা বাসে যাতায়াত করতে ভালো বাসেন তাদের জন্য আমাদের এই পোষ্টটি। আপনি যদি দিনাজপুর থেকে ঢাকা বাসে যেতে চান তাহলে আপনি এস আর ট্রাভেলস এই বাস টিতে করে যেতে পারেন। এটি একটি নন এসি বাস। এটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় রাত ৮.০০ টায় এবং ঢাকায় পৌঁছায় ভোর ৪.০০ টায়।
দিনাজপুর থেকে ঢাকায় যাওয়ার অনেক বাস আছে তার মধ্যে আরেকটি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ। এই বাসে এসি আছে আবার নন এসি আছে। আপনি চাইলে যে কোন একটি তে করে যেতে পারেন। আপনারা যারা এসি বাসে করে যেতে চান তাহলে আরামদায়ক ভাবে যেতে পারেন। এই বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ৮.১৫মিনিটে এবং ঢাকায় পৌঁছায় ভোর ৫.৩০ মিনিটে।
তাছাড়া নাবিল পরিবহন আছে একটি দ্রুতগামী বাস।নাবিলে করে আপনি ঢাকা যেতে পারেন। নাবিল ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় রাত ৮.৩০ মিনিটে এবং পৌঁছায় সকাল ৬ টাতে। এটি একটি নন এসি বাস।
নাবিল পরিবহন দিনাজপুর থেকে ঢাকা এসি চালু আছে আপনারা যারা এসি বাসে করে যাতায়াত করতে চান তাহলে আপনাকে রাত ৯.১৫ মিনিটে রওনা দিতে হবে এবং এটি পৌঁছাবে ভোর ৫ টায়। তাই আপনারা খুব সহজেই এই বাসে করে যাওয়া আসা করতে পারেন।
ঢাকা টু দিনাজপুরের বাসের ভাড়া
কোথাও যাত্রা শুরু করার আগে আপনাকে অবশ্যইআপনি কিসে করে যাবেন এবং কোনটার কত দাম কখন যাবে সে সর্ম্পকে জানাটা দরকার। সে সব বিষয় গুলো না জানলে আপনাকে ভুগান্তিতে ভুগতে হবে। সব থেকে গুরুত্বপূর্ন বিষয় হলো সময়সূচী এবং টিকিটের মূল্য সর্ম্পকে জানা। নিচে আমরা টিকিটের মূল্য সর্ম্পকে ধারনা দেওয়ার চেষ্টা করলাম।
নন এসি বাসের টিকিটের মূল্য
ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার জন্য এসি নন এসি দুই ধরনের বাস আছে। দিনাজপুর থেকে ঢাকা যেতে গেলে আপনাকে নন এসি বাসের টিকিট যেমন নাবিল পরিবহন এর মাধ্যমে যেতে গেলে আপনাকে ৫০০ টাকার টিকেট কেটে যেতে হবে। এবং এস আর ট্রাভেলসে যেতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে ৬০০ টাকা।
এসি বাসের টিকিটের মূল্য
আপনারা দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছেন তাদের কে অবশ্যই ঢাকা টিকিটের মূল্য সর্ম্পকে ধারনা থাকা দরকার। অনেক আছেন যারা একটু আরামদায়ক ভাবে যাতায়াত করতে চান। তাহলে আপনাকে এসি বাসে করে যেতে হবে। সি বাসে করে যেতে হলে আপনাকে বেশি টাকা খরচ করতে হবে।
এসি বাসে করে যেতে গেলে আপনাকে এর মূল্য দিতে হবে ১২০০ টাকা করে। তবে দিনাজপুর থেকে ঢাকা যেতে গেলে এসি বাস আছে একটি সেটি হলো নাবিল পরিবহন যার একটি সিটের মূল্য আপনাকে দিতে হবে ১১০০ টাকা। তাহলে আপনি সুন্দর করে যাতায়াতকরতে পারবেন।
অনলাইনে বাসের টিকিট
আপনারা যারা বাসে করে যাতায়াত করতে চান তাহলে আপনাকে এর সময়সূচী এর ভাড়া এবং এর অনলাইনে টিকিট কিভাবে ক্রয় করা যাবে সে সর্ম্পকে জানতে হবে। আপনি যাওয়া আসা করার জন্য অনলাইনে টিকিট কেনতে পারেন। কিন্তু আপনি সঠিক দাম না জনলে কীভাবে টিকিট কিনবেন। সে জন্য আপনাকে এসব বিষয় সর্ম্পকে জানতে হবে।
পরিশেষে, আমরা আপনাকে যা যা তথ্য দেওয়া দিলাম আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।