ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩
আপনারা যারা ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে যার্নি করতে চান তাহলে আপনাদেরকে অব্যশই ট্রেন সর্ম্পকে জানতে হবে। ঢাকা থেকে কুমিল্লা যাতায়াত করার জন্য অনেক রকমের ব্যবস্থা রয়েছে। ট্রেন বাদ দিয়ে বাসে কিংবা বিমানে যাওয়া যায়। কিন্তু সব কিছুর থেকে ভালো ও সুবিধার যার্নি হলো ট্রেন যার্নি।
বাসে করে যেতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আর একটি থাকলো বিমান এই বিমানের মাধ্যমে যেতে গেলে অনেক টাকা লেগে যেতে পারে। কিন্তু ট্রেনে করে গেলে এত সব ঝামেলা থাকে না। ট্রেন যার্নি অনেকটা নিরাপদ যার্নি। ট্রেনে নানান রকম সুবিধা আছে। ট্রেনে আলাদা আলাদা কেবিনের ব্যবস্থা রয়েছে। ট্রেনে খাবারের ব্যবস্থা আছে এবং আরো আছে পরিষ্কার টয়লেট এবং নামাজের সুব্যবস্থা আছে। ঠিক সে কারনে ট্রেনের যার্নি অনেকটা নিরাপদ।ট্রেনে যার্নি করতে গেলে প্রথমে ট্রেনের সময়সূচী ও ভাড়া সর্ম্পকে জানাটা দরকার। নিচে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী
ট্রেনের জার্নি অনেকে পছন্দ করে কারন এটি একটি নিরাপদ জার্নি। এই ট্রেনে ভেজাল ছারাই যেকোন জায়গায় যেতে পারেন। তবে সঠিক সময় জেনে রাখতে হবে। ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার জন্য সবচেয়ে ভালো ট্রেন হচ্ছে আন্ত:নগর ট্রেন। এই ট্রেনের যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। আপনি আপনার সুবিধা মত যেকোন একটি ট্রেনে যাতায়াত করতে পারেন। এই আন্তনগর ট্রেন গুলোতে আরামদায়ক ও বিলাসবহুল ভাবে যাতায়াত করতে পারেন। দেশের বিভিন্ন স্থানে ভ্রমনের জন্য অনেকে ট্রেনের যার্নি বেছে নেয় কারণ লঙ্গ টাইম যার্নিতে ট্রেনে ভ্রমন করলে ক্লান্তি বধ হয় না।
ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
কুমিল্লা কমিউটার(৯০) | সোমবার | ১৩ঃ৩০ | ১৯ঃ৫২ |
ঢাকা টু কুমিল্লা টিকেটের মূল্য
প্রতিদিন হাজার হাজার মানুষ এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করছে। এই ট্রেন গুলোর ভাড়াও খুব একটা বেশি না। সকলের হাতের নাগালের মধ্যে রয়েছে দাম। এই ট্রেনে আপনি যাবতীয় সুবিধা পাবেন। এই ট্রেনে এসির ব্যবস্থা আছে এসি ছাড়াও আছে। যে যেভাবে নিতে পারে। তাছাড়ো ট্রেনের যার্নি একটা অনেক ভালো যার্নি। অনান্য যানবাহনের তুলন ট্রেনের খরচ একটু হলেও হাতের নাগালের মধ্যে পরে। সে অনেকেই এই ট্রেনের যার্নি পছন্দ করে। তাই আপনাকে এর টিকেটের মূল্য ও বাকি সব জিনিস সর্ম্পকে ধারনা রাখতে হবে। আধুনিক যুগে ঘরে বসেই সব কিছু করা যায়। সেজন্য আর কোন চিন্তা নেই যদি সঠিক তথ্য জানা যায় তাহলে।
আসন বিভাগ | টিকেটের মূল্য |
শোভন | ১৭০ টাকা |
শোভন চেয়ার | ২০৫ টাকা |
প্রথম আসন | ২৭০ টাকা |
প্রথম বার্থ | ৪০৫ টাকা |
স্নিগ্ধা | ৩৯১ টাকা |
এসি | ৪৬৬ টাকা |
এসি বার্থ | ৭০২ টাকা |
পরিশেষে যা যা তথ্য দেওয়ার তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই সব কিছু আপনারা যেনে নিলে সহজেই ট্রেন যার্নি সুন্দর ভাবে উপভোগ করতে পারেন। যদি কোন বিষয় সর্ম্পকে জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন।