ঢাকা টু কুমিল্লা বাসের ভাড়া, সময়সূচী, টিকেট কাউন্টার ঠিকানা ও ফোন নাম্বার ২০২৩
আপনি যদি ঢাকা থেকে কুমিল্লা কিংবা কুমিল্লা থেকে ঢাকা যেতে চান তাহলে বাস সর্ম্পকে আপনাদেরকে কিছু তথ্য সর্ম্পকে জানতে হবে। কুমিল্লায় বর্তমানে ৫৬ লক্ষ রোক বসবাস করে। ঢাকা থেকে প্রায় প্রতিদিনি হাজার হাজার মানুষ কুমিল্লা যায়। এই জেলায় বেশ কয়েকটি কলকারখানা ও স্কুল কলেজ রয়েছে। তাই প্রতিদিন কাজের সন্ধানে মানুষ যাতায়াত করতে থাকে।
ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার প্রধান দুইটি বাস একটি হলো রয়েল কোচ এবং আরেকটি হলো গ্রামীন ট্রাভেলস। এই রোডের বাস গুলি অনেক আরামদায়ক ও বিলাসবহুল ভাবে যাওয়া আসা করে। এটি রাজধানী ঢাকা হতে নিয়মিত চলাচল করে এবং মাঝে যাত্রা বিরতী নেয়।
ঢাকা টু কুমিল্লা বাসের সময়সূচী
যে জায়গাতেই আপনি যান না কেন আপনাকে সময়ের সব সময় মূল্যদিতে হবে। আর সেটি যদি হয় বাসের ক্ষেত্রে তাহলে তো কথায় নেই। কারন বাসে সময় ঠিক করে না জানলে আপনি ভোগান্তিতে পড়তে পারেন। আপনারা যারা কুমিল্লায় সকালের বাসে যেতে চান তাহলে যেতে পারেন।
আপনাদেরকে শুধু এর সময়সীমা জানতে হবে। বিআরটিসি বেশ কয়েকটি বাসের মধ্যে একটি বাস সকালে ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে বের হয়। কুমিল্লায় পৌঁছায় ৮.১০ মিনিটে।
এমনকি আপনারা যারা দুপুরের বাসে যেতে চান যেতে পারেন দুপুরে বাস ১২.১০ মিনিটে রওনা দেয় এবং পৌঁছায় দুপুর ৩.১০ মিনিটে। এই সময়সূচী সর্ম্পকে জানলে আপনাদের কোন রকম ভোগান্তিতে পড়তে হবে না।
ঢাকা টু কুমিল্লা টিকিটের মূল্য
ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে বেশ কয়েকটি বাস চলাচল করে থাকে। শুধু সেই বাস গুলোর টিকিটের মূল্য সর্ম্পকে ধারনা থাকা দরকার। বিআরটিসির বেশ কয়েকটি বাস এই রুটে চলাচল করে তাদের বাসে মূল্য নির্ধারন করেছে ৪০০ টাকা করে। তৃষা পরিবহন ঢাকা টু কুমিল্লা বেশ কয়েকটি বাস রেখেছেতাদের টিকিটের মূল্য রেখেছে ৩৫০ টকা করে।
এশিয়া লাইন বাসও এই রুটে চলে তাদের টিকিটের মূল্য রেখেছে ৩৫০ টাকা করে। বাকি আরও কিছু বাস কম্পানি রয়েছে তাদের ভাড়া সর্ম্পকে মিনিমাম ধারনা থাকা দরকার। তাহলে আপনি কোন ভাবেই ঠকবেন না। প্রতিটি বাসের ভাড়া সর্ম্পকে একটু ধারনা থাকলে আপনি সহজেই ভ্রমন করতে পারবেন।
ঢাকা টু কুমিল্লা অনলাইন টিকিটের মূল্য
অনেকে আছে অনলাইনে টিকিট কাটতে ইচ্ছুক। ঘরে বসে টিকিট কাটলে আপনাকে অবশ্যই বাসের ভাড়া কত এবং বাসটি কখন কোন স্টেশনে ছাড়বে সে বিষয়ে ধারনা থাকতে হবে। বাসায় বসে টিকিট কাটতে হলে আপনাকে একটি অ্যাপ ডাউনলোট করতে হবে । তাহলে আপনি ঘড়ে বসেই টিকিট ক্রয় করতেপারবে।
আমরা আপনাকে প্রয়োজনীয় তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আপনার যাত্রা শুভ হউক ।