Bengali

ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া, সময়সূচী ২০২৩

বাংলাদেশের দক্ষিন পূর্বাঞ্চলের একটি শহর হলো কক্সবাজার। এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচালিত। বাংলাদেশে যত গুলো পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই কক্সবাজার।পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত এই কক্সবাজারে অবস্থিত। বাংলাদেশের নানান অঞ্চল থেকে প্রতিদিন নানান রকমের মানুষ এই কক্সবাজারে ঘুড়তে যায়।

কক্সবাজারে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো এই বিমান । অনান্য যানবাহনে যেতে গেলে অনেক সময় লেগে যেতে পারে। কিন্তু বিমানের মাধ্যমে আপনারা ৪৫ থেকে ১ ঘন্টার মধ্যে পৌঁছাতে পারেন। ঢাকা থেকে স্থল পথে যেতে সময় লাগে ৭ থেকে ১০ ঘন্টা। কিন্তু বিমানে তা লাগে না। বিশেষ করে শীতকালে কক্সবাজারে পর্যটনের ভীড় জমে। এই কক্সবাজার সমুদ্র সৈকতে নানান মানুষ ঘেুড়তে যায়। এই ঘুড়তে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো বিমান পথ।

ঢাকা টু কক্সবাজার বিমানের সময়সূচী ২০২৩

আপনি যে ভাবেই যান না কেন সবার আগে আপনাকে জানতে হবে এর সময় সূচী সর্ম্পকে। সঠিক সময় জানলে আপনারা কখনও ভুগান্তিতে ভুগবেননা। পৃথিবীর দীর্ঘ তম সমুদ্র সৈকত আর প্রাকৃতির অপরুপ  লীলা ভুমি এই কক্সবাজার সমুদ্র সৈকত। এখানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ভ্রমনের জন্য আসে। নানান রকম ছুটির সময় এখানে সময় কাটাতে আসে মানুষ।

শুধু ভ্রমনে আগ্রহ থাকলে হবে না ভ্রমন করতে গেলে যেখনে বা যে মাধ্যম দিয়ে ভ্রমন করেন না কেন প্রথমে সেই ভ্রমনের সময়সূচী সর্ম্পকে জানা টা দরকার। সময় সঠিক ভাবে না জানলে অনেক সময় নানান সমস্যা সম্মুখীন হতে হয়। সকল ব্যাক্তিদের যাতায়াতের অন্যতম মাধ্যম হলো এই আকাশ পথে ভ্রমন। ভ্রমন করতে গেলে অবশ্যই ভ্রমনের সময়সীমা, ভ্রমনের টিকেটের মূল্য সব বিষয়ে খোজ খবর নিয়ে রাখাটা ভালো।

নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার ফ্লাইট সময়সূচী

  • ফ্লাইট নংঃ VQ931– 8.30 am
  • ফ্লাইট নংঃ VQ933– 9.15 am
  • ফ্লাইট নংঃ VQ935– 11.40 am
  • ফ্লাইট নংঃ VQ937– 1.30 pm
  • ফ্লাইট নংঃ VQ939– 3.00 pm

রিজেন্ট এয়ারওয়েজ ঢাকা থেকে কক্সবাজার ফ্লাইট সময়সূচী

  • ফ্লাইট নংঃ RX0741– 10.15 am
  • ফ্লাইট নংঃ RX1741– 01.20 pm

ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজার ফ্লাইট সময়সূচী

  • ফ্লাইট নংঃ BS141– 10.40 am
  • ফ্লাইট নংঃ BS145– 02.45 pm

বিমান বাংলাদেশ এয়ার লাইন্স ঢাকা থেকে কক্সবাজার ফ্লাইট সময়সূচী

  • ফ্লাইট নংঃ BG-433 – 11.00 am

ঢাকা টু কক্সবাজার বিমানের ভাড়া

বিমানের যেমর সময় সর্ম্পকে ধারনা থাকা দরকার ঠিক তেমনি টিকেটের ভাড়া সর্ম্পকে ধারনা রাখা দরকার। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ভ্রমন করতে পছন্দ করে। আপনি যদি ভ্রমন করতে চান তাহলে আপনাকে কোন না কোন যানবাহনে উঠতে হবে। আর সকল প্রকার যানবাহনের মধ্যে সবচেয়ে দ্যুতগামী হলো বিমান। এই বিমানে আপনি খুব কম সময়ের মধ্যে ঢাকা টু কক্সবাজারে যেতে পারেন।

বিমানের তালিকা সর্বনিম্ন ভাড়া সর্বোচ্চ ভাড়া
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩,৫০০ টাকা ১১,০০০ টাকা
ইউ এস বাংলা এয়ারলাইন্স ৪,২০০ টাকা ১০,৫০০ টাকা
নভোএয়ার ৩,৯০০ টাকা ৯,০০০ টাকা
রিজেন্ট এয়ারওয়েজ ৩,৯৯৯ টাকা ৯,৮০০ টাকা

তাই আপনি যদি ঢাকা টু কক্সবাজার যান তাহলে আপনাকে এর সময় ও ভাড়া সর্ম্পকে জানতে হবে। সাধারনত যারা বিত্তবান লোক তারা সবসময় বিমানে ভ্রমন করে থাকে। আবার অনেকে জরুরী প্রয়োজনে বিমানে যাতায়াত করে। এর মধ্যে আবার কিছু মানুষ এছ যাদের অর্থ কম তারাও চাইলে অল্প টাকার মধ্যে বিমানে ভ্রমন করতে পারেন। কারন কক্সবাজার টু ঢাকা বিমানে আলাদা আলাদা ভাড়ারও আছে। তাই আপনারা ইচ্ছে করলেই ভ্রমন করতে পারেন । শুধু আপনাদেরকে বিমানের সঠিক ভাড়া সর্ম্পকে জানতে হবে। পরিশেষে, ঢাকা টু কক্সবাজারের সকল তথ্য আলোচনা করা হলো। উল্লেখিত সময় সূচী অনুসারে আপনাদের যাত্রা  শুভ হউক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button