ঢাকা টু কক্সবাজার বাসের ভাড়া, সময়সূচী, টিকেট কাউন্টার ২০২৩
বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ও সুন্দর পর্যটন কেন্দ্র হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে প্রতিনিয়ত মানুষ আসে ঘুড়তে। এর সুন্দর পরিবেশকে উপভোগ করতে। কক্সবাজারে অবিরাম ঝর্ণা এবং দৃষ্টি নান্দ পরিবেশ সবাই কে মনমুগ্ধ করে। তাই সবাই এটি অনুসন্ধান করে যে কীভাবে বাসে করে কক্সবাজারে যাওয়া যায়।
কক্সবাজারে সরাসরি যেতে গেলে দুই ধরনের ব্যবস্থা রয়েছে। এক বিমানের মাধ্যমে এবং আরেকটি হলো বাস। ট্রেনে করে যেতে পারেন কিন্তু ট্রেনে যেতে গেলে সরাসরি যেতে পারবেন না। সে জন্য ঢাকা থেকে চট্রগ্রামে যেতে বাসে করে একমাত্র সুন্দর যার্নি করা যায়। বিমানে করে যেতে গেলে অনেক টাকার দরকার । তাই সবায় বাসকে বেছে নেয়।
ঢাকা টু কক্সবাজার বাসের সময়সূচী
কক্সবাজার হলো একটি পর্যটনের জায়গা। যেখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ পর্যটন করতে আসে। এখানে ভ্রমনের জন্য বিভিন্ন বাস পাওয়া যায় প্রতিদিন। শুধু সেগুলো বাসের সঠিক সময়সূচী সর্ম্পকে ধারনা থাকা দরকার। ঢাকার বিভিন্ন কাউন্টার থেকে কক্সবাজারের উদ্দেশ্যে অনেক বাস আসে।
সেই বাস গুলো নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রীদেরকে গন্তব্য স্থানে পৌঁছে দেয়। সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত বিভিন্ন বাস ঢাকা টু কক্সবাজারের উদ্দেশ্যে যায়। শুধু আপনি কোন বাসে করে যাবেন সেই বাসের সময়সীমা সর্ম্পকে জানা দরকার। আপনি যেই বাসে করে ঢাকা থেকে কক্সবাজারে যাবেন সেই বাসের টিকিট ক্রয় করে নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে উপস্থিত হয়ে আপনি আপনার গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন।
তবে কক্সবাজারে যাওয়ার জন্য সবচেয়ে সুন্দর ও আরামদায়ক যার্নি হলো এই বাস যার্নি। আপনাকে বাসের সময় এবং বাকি যে বিষয় আছে সে গুলো সর্ম্পকে ধারনা রাখতে হবে। তাহলে আপনি এবং আপনাদের যার্নি টা সুন্দর হবে।
ঢাকা টু কক্সবাজারের টিকিট মূল্য
অপরুপ সৌন্দয্যে ভরপুর হলো এই কক্সবাজার জেলা। এখানে ভ্রমনের উদ্দেশ্যে হাজার হাজার মানুষ আসে। কমবেশি সবার মনের একটি আসা থেকে যায় এই কক্সবাজার যাওয়ার। মন চায় সমুদ্রের ঢেউ খেলা দেখতে। সূর্যের কাছাকাছি থেকে সূর্যকে অস্ত্র যেতে দেখতে কার না ভালো লাগে। কক্সবাজার সমুদ্র সৈকতে নানান ধরনের রাউডার রয়েছে।
সেই রাউডার গুলোতে চরতে কার না ভালো লাগে। তাই প্রতিদিন হাজার হাজার পর্যটন যায় এখানে। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার বেশ কয়েকটি বাস আছে। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য গ্রীন লাইন পরিবহন, সোহাগ পরিবহন,শ্যামলী পরিবহন, দেশ ট্রাভেলস, এনাপরিবহন, ঈগল পরিবহন, সেন্টমার্টিন পরিবহন, হানিফ এন্টাপ্রাইজ, তুবা পরিবহন এছাড়া আরো অনেক বাস যাওয়া আসা করে এই রোডে। এখানে এসি নন এসি দুই ধরনের বাস যাওয়া আসা করে। শুধু মাত্র তাদের টিকিট মূল্য ঠিক ঠাক ভাবে জানলে কোন রকমের সমস্যা হবে না। তাই টিকিটের মূল্য সর্ম্পকে জানতে হবে।
ঢাকা থেকে কক্সবাজার (এসি বাস)বাস টিকিটের মূল্য
বাসের নাম | সর্বনিম্ন (টাকা) | সর্বোচ্চ (টাকা) |
গ্রীনলাইন পরিবহন (স্লিপার) | 2500 টাকা | |
গ্রীনলাইন পরিবহন | 1250 টাকা | 2500 টাকা (স্লিপার) |
সোহাগ পরিবহন | 1700 টাকা | |
পরিবহন শিথিল করুন | 1800 টাকা | |
শ্যামলী পরিবহন (এসপি) | 2000 টাকা | |
শ্যামলী পরিবহন (এনআর) | 1000 টাকা | 1600 টাকা |
দেশ ট্রাভেলস | 1800 টাকা | |
এনা পরিবহন | 1200 টাকা | 1600 টাকা |
ঈগল পরিবহন | 1500 টাকা | |
সেন্টমার্টিন পরিবহন | 1500 টাকা | |
সেন্ট মার্টিন হাইন্ডাই | 1400 টাকা (ইকোনো) | 1800 টাকা (ব্যবসা) |
হানিফ এন্টারপ্রাইজ | 2000 টাকা | |
তুবা লাইন | 2000 টাকা | |
স্টার লাইন | 1000 টাকা | |
রয়েল কোচ | 1500 টাকা | 1700 টাকা |
সেঁজুতি ট্রাভেলস | 1200 টাকা (ইকোনো) | 1600 টাকা (ব্যবসা) |
মিয়ামি এয়ার কন | 1050 টাকা (ইকোনো) | 1350 টাকা (প্ল্যাটিনাম) |
সৌদিয়া কোচ সার্ভিস | 1000 টাকা |
ঢাকা থেকে কক্সবাজার (নন এসি )বাস টিকিটের মূল্য
বাসের নাম | বাস ভাড়া | |
০১. | শ্যামলী পরিবহন | 800 টাকা |
০২. | শ্যামলী পরিবহন (এনআর) | 800 টাকা |
০৩. | এনা পরিবহন | 800 টাকা |
০৪. | ঈগল পরিবহন | 800 টাকা |
০৫. | সেন্টমার্টিন পরিবহন | 900 টাকা |
০৬. | তুবা লাইন | 800 টাকা |
০৭. | রয়েল কোচ | 800 টাকা |
০৮. | সেঁজুতি ট্রাভেলস | 800 টাকা |
০৯. | সৌদিয়া কোচ সার্ভিস | 800 টাকা |
১০. | অনন্য পরিষেবা | 800 টাকা |
১১. | এসআই এন্টারপ্রাইজ | 800 টাকা |
১২. | ইকোনো | 800 টাকা |
১৩. | এস আলম পরিবহন | 800 টাকা |
১৪. | টিআর ট্রাভেলস | 800 টাকা |
১৫. | সৌদিয়া কোচ সার্ভিস | 800 টাকা |
ঢাকা থেকে কক্সবাজারে যোগাযোগের কাউন্টার নাম্বার
বাংলাদেশের রাজধানী থেকে কক্সবাজারে যাওয়ার জন্য অনেক বাস যায়। এই সকল বাস তাদের নির্দিষ্ট কাউন্টার থেকে প্রতিনিয়ত যাতায়াত করে। তাই উক্ত কাউন্টারে যোগাযোগের জন্য নাম্বারের দরকার। কাউন্টার থেকে কখন যাত্রা শুরু করবে কোন কারনে কাউন্টারে যোগাযোগ করবে সে জন্য প্রয়োজন কাউন্টার নাম্বার।
পরিশেষে, আপনাদের প্রয়োজনীয় তথ্য গুলো তুলে ধরার চেষ্টা করলাম। আরো কোন তথ্য জানার থাকলে কমেন্টে জানাবেন।