ঢাকা টু চট্টগ্রাম বিমান সময়সূচী ও টিকেটের মূল্য ২০২৩
ঢাকার পরে চট্রগ্রামকে ব্রহত্তম শহর হিসেবে ধরা হয়েছে। চট্রগ্রামকে বাণিজ্যিক নগরি হিসেবে ধরা হয়েছে। দুই শহরের মধ্যে যোগাযোগের মাধ্যমটা অনেক ভালো। প্রতিনিয়ত এই পথে নানান লোক যাতায়াত করছে। এই পথে যাতায়াতের জন্য গুরুত্ব পূর্ন মাধ্যম হচ্ছে বিমানের মাধ্যম। এই বিমানের মাধ্যমে খুব অল্প সময়ে মানুষ এক যায়গা থেকে অন্য যায়গায় যেতে পারে। চট্রগ্রামে যাওয়ার জন্য আরো দুই ধরনের মাধ্যম আছে। একটি হলো বাস এবং আরেকটি হলো ট্রেন। কিন্তু খুব অল্প সময়ে যেতে হলে বিমানের কোন বিকল্প নেই। যেখানে অন্য যানবাহনে যেতে গেলে বেশি সময় লেগে যায় । সেখানে বিমানে যেতে গেলে ৪৫ থেকে ৫০ মিনিটে যাওয়া যায়। সেজন্য বেশির ভাগ লোক এই বিমান ভ্রমনকে বেচে নেয়। বিমানের মূল্য হাতের নাগালের মধ্যে পরে । তাই বেশির ভাগ লোক বিমান যাত্রাকে বেচে নেয়।
ঢাকা টু চট্টগ্রাম বিমানের সময়সূচী ২০২৩
ভ্রমন শব্দটি শুনলে অনেকের মনে কড়া নাড়ে। আবার সেটি যদি হয় বিমানে ভ্রমন তাহলে আর কোন কথা থাকে না। অনেকেই আকাশ পথে ভ্রমনের স্বপ্ন দেখে । চটচ্রগ্রামে যেমন ভ্রমনের জন্য কক্সবাজারের মত একটি গুরুত্বপূর্ন জায়গা আছে তাহলে তো আর কোন কথায় থাকে না। কম বেশি প্রায় অনেক মানুষ কক্সবাজার ভ্রমন করতে যায়। বাসে যেতে গেলে অনেক কষ্ট হয়। এই দুরের জার্নি যদি বাসে যাওয়া যায় তাহলে যাত্রীরা অনেক ক্লান্ত হয়ে যায়। আবার সেই জার্নি যদি বিমানের মাধ্যমে যাওয়া যায় তাহলে তো কোন প্রকার ক্লন্তির স্বীকার হতে হয় না। বিমানে ভ্রমন করতে গেলে প্রথমে এর সময়সূচী সর্ম্পকে জানতে হয়। সময় হচ্ছে একটি বড় বিষয়। সঠিক সময় এবং সঠিক বিষয় না জানলে যাত্রীদের অনেক ভুগান্তির স্বীকার হতে হয় ।
- বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর ৩ থেকে ৭ টি ফ্লাইট।
- ইউএস-বাংলা এয়ারলাইন্স এর ৫ থেকে ৬টি ফ্লাইট।
- নভো এয়ার এয়ারলাইন্স এর ৫থেকে ৬ টি ফ্লাইট।
ঢাকা টু চট্টগ্রাম বিমানের টিকেটের মূল্য ২০২৩
ঢাকা থেকে বিমানে যাতায়াতের জন্য প্রয়ো্জন মাত্র ৪৫ থেকে ৫০ মিনিট। বিমানে ভ্রমন করতে গেলে যেমন চট্রগ্রামে যেতে গেলে কোন প্রকার পাসপোর্টের প্রয়োজন হয় না। শুধু মাত্র এনআইডি কার্ড থাকলেই চলে। বিমানের মাধ্যমে খুব অল্প সময়ে মানুষ তার গন্তব্য স্থানে পৌঁছায়। আর সড়ক পথে যেতে গেলে অনেক সময় লাগে। এক্ষেত্রে ভ্রমনটাকে উপভোগ না করে জার্নিতে পরিনত হয়। ঢাকা থেকে চট্রগ্রামে যাওয়ার জন্য টিকেট বিমান অফিসে গিয়ে কাটতে পারেন। আবার মনে করলে আপনি ঘরে বসেই টিকেট কাটতে পারেন। আবার যদি কারও ডিসকাউন্টের প্রয়োজন হলে ট্রাভেল এজেন্সিতে গিয়ে টিকেট কাটলে ডিসকাউন্ট পেতে পারেন।
৩৩০০ টাকা থেকে সর্বোচ্চ ৯০০০ টাকা পর্যন্ত
পরিশেষে, বিমান সর্ম্পকে প্রয়োজনীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্ট করা হলো । আপনাদের যাত্রা শুভ হউক।