ঢাকা টু চিলাহাটি ট্রেনের সময়সূচী, ভাড়া, বন্ধের দিন ও স্টপ স্টেশন
আপনারা যারা ঢাকা থেকে চিলাহাটি ট্রেনে যাতায়াত করতে চান তাদের জন্য একটি গুরুত্বপূর্ন ও পছন্দের ট্রেন হলো নীলসাগর এক্সপ্রেস ট্রেন। কেন এই ট্রেনটিকে পছন্দনীয় বললাম তা এই ট্রেনে যারা ভ্রমন করেছে তারাই বলতে পারবে। এই ট্রেনের সার্ভিস অনেক ভালো বলে অনেকেই এই ঢাকা থেকে চিলাহাটি এবং চিলাহাটি থেকে ঢাকা যাতায়াত করার জন্য এই ট্রেনটির অপেক্ষা করে।
প্রতিবারের মত আমরা এবারেও এই ট্রেনটির মূল্যবান কিছু তথ্য তুলে ধোরার চেষ্টা করবো। আপনারা যারা নিয়মিত এই নীল সাগর ট্রেনে যাতায়াত করেছে তারা অব্যশই যানে যে এই ট্রেনের সুযোগ সুবিধা গুলো যার মাধ্যমে সবায় এই ট্রেনে যাতায়াত করার জন্য উদ্বিঘ্ন হয়। যাত্রা শেষ করে ট্রেনটিকে পুরোটাই পরিষ্কার করা হয় । ঠিক সে কারনেই অনেকেই এই ট্রেনটিতে ভ্রমন করতে ভালোবাসে।
ঢাকা টু চিলাহাটি ট্রেনের সময়সূচী ২০২৩
দেশের বিভিন্ন জায়গার কেন্দ্র স্থল হল কমলাপুর স্টেশন।এই জায়গা থেকে বিভিন্ন সংযোগ রয়েছ। ঢাকা টু চিলাহাটি এবং চিলাহাটি থেকে ঢাকা একটি ট্রেন চলে সেটি নীলসাগর এক্সপ্রেস। ঢাকা থেকে চিলাহাটিতে রেলপথের দুরুত্ব ৩৭৯.৫ কিলোমিটার এই রেলপথে একটি ট্রেন চলাচল করে যা যাত্রীদেরকে সুযোগ সুবিধা দিয়ে থাকে।
তাই আপনি এই ট্রেনে যাতায়াত ভালো করে করতে পারবেন। এই ট্রেনটি নির্দিষ্ট সময়ে স্টেশন ছাড়ে এবং নির্দিষ্ট সময়ে গন্তব্য স্থানে পৌঁছায়। আপনি যদি ট্রেনে যাতায়াত করতে চান তাহলে আপনাকে এই নীলসাগর ট্রেনের সময়সূচী এবং অনান্য বিষয় সর্ম্পকে সঠিক ধারনা নিতে হবে। তাহলে আপনার ট্রেনের যার্নি ভালো ভাবে হবে।
ট্রেনের নাম | সাপ্তাহিক বন্ধ | ঢাকায় ছাড়ে | চিলাহাটি পৌছায় |
নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) | সোমবার | ০৬ঃ৪০ | ১৬.০০ |
ঢাকা টু চিলাহাটি ট্রেন টিকেটের মূল্য
এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য একটি গুরুত্ব পূর্ন বাহন হলো ট্রেন। এই ট্রেনে অনেক সুযোগ সুবিধা থাকে। সেজন্য ট্রেনের যার্নি অনেক ভালো। সেজন্য ট্রেন বিষয়ে সব কিছু ভালো করে যানা দরকার। ট্রেনে বিভিন্ন আসনের ব্যবস্থা রয়েছে সেই আসন গুলো সার্ধ্যের মধ্যে পাওয়া যায়। ট্রেন গুলোর আসন বিভিন্ন রকমের হওয়ায় আপনি আপনার মন মত আসন গ্রহন করতে পারেন।
ট্রেনেও বাসের মত এসি ও নন এসি সিস্টেম আছে আপনি আপননার সার্দ্ধের মধ্যে যেকোন ভাবে যাতায়াত করতে পারেন। এখনকার উন্নত দেশে আপনি ঘরে বসেই আপনার টিকেট ক্রয় করতে পারেন। অনলাইনে আপনি ট্রেনের নাম,জায়গা সব কিছু ঠিক ঠাক করে দিলে আপনি ঘরে বসেই টিকেট কিনতে পারেন।
আসন বিভাগ | টিকেটের মূল্য |
শোভন | ৪১৫ টাকা |
শোভন চেয়ার | ৪৯৫ টাকা |
প্রথম আসন | ৬৬০ টাকা |
প্রথম বার্থ | ৯৮৫ টাকা |
স্নিগ্ধা | ৮২৫ টাকা |
এসি | ৯৮৫ টাকা |
এসি বার্থ | ১৪৮০ টাকা |
ঢাকা টু চিলাহাটি ট্রেনের বন্ধের দিন
উত্তরবঙ্গের মধ্যে এই নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে বিমানের সাথে তুলনা করা হয়েছে। কারন এই ট্রেনটি নির্ধারিত সময়ের মধ্যে তার গন্তব্য স্থানে পৌঁছায় । তবে এই ট্রেনটি সপ্তাহে এক দিন চলাচল বন্ধ থাকে সেটি হলো সোমবার।
ঢাকা টু চিলাহাটি ট্রেনের স্টপ স্টেশন
নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু চিলাহাটি যেতে ১৫ টি স্টেশন পরে এই স্টেশন গুলোতে এই ট্রেনটি যাত্রা বিরতী নেয়। এই নীলসাগর ট্রেনটি ঢাকা ছাড়ে ভোর ৬.৪০ মিনিটে এবং চিলাহাটিতে পৌঁছায় বিকাল ৪.০০ টায়।
বর্তমানে আধুনিক এই সভ্যতার যুগে প্রত্যেকটি মানুষ চায় কীভাবে দ্রুত এবং সুন্দর ভাবে যাতায়াত করা যায়। সেই জার্নিটির মূল মন্ত্র হলো ট্রেন। আশা করি ট্রেন সর্ম্পকে মূল্যবান তথ্য আপনাদেরকে দিতে পারছি। যদি কোন বিষয় জানার থাকে তাহলে অব্যশই কমেন্ট বক্সে জানাবেন।