Bengali

ঢাকা থেকে বোরহান উদ্দিন লঞ্চের সময়সূচী, ভাড়া, টিকেট বুকিং কাউন্টার নাম্বার ২০২৩

ঢাকা থেকে যে কোন যায়গায় যাওয়ার জন্য সবচেয়ে সুন্দর ও দ্রুততম বাহন হলো লঞ্চ। এই লঞ্চের মাধ্যমে আপনি খুব সহজেই ভ্রমন করতে পারেন। অধিকাংশ মানুষ যাতায়াতের জন্য লঞ্চকে বেছে নেয়। লঞ্চের মাধ্যমে আপনি কোন রকম ঝামেলা ছাড়ায় যেকোন যায়গায় ভ্রমন করতে পারেন। লঞ্চের মাধ্যমে আপনি স্বচ্ছ পানির উপর দিয়ে যার্নি করতে পারবেন। লঞ্চে উন্নত স্যানিটেশনের ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে এখানে স্বল্পমূল্যে ইলিস সহ যেকোন ধরনের খাবার পেয়ে যাবেন।

বিনোদনের জন্য আপনি ছাদে গিয়ে প্রাকৃতিক সুন্দর্য্যকে উপভোগ করতে পারেন। এছাড়াও আপনি লঞ্জের ক্যান্টিন থেকে মুখরোচক খাবার পেয়ে যেতে পারেন। লঞ্চে সব রকমের ব্যবস্থা রয়েছে। তাই বেশির ভাগ মানুষ এই লঞ্চ যার্নিটাকে বেছে নেয়। তাছাড়া লঞ্চে নিরাপত্তার জন্য রয়েছে কঠোর ব্যবস্থা।

ঢাকা থেকে বোরহান উদ্দিন লঞ্চের সময়সূচী

আপনি যে কোন যানবাহনে যাতায়াত করেন না কেন সবার প্রথমে আপনাকে তার সময়সূচী সর্ম্পকে জানতে হবে। আর লঞ্চ হচ্ছে এমন একটি যানবাহন যেটাতে করে আপনি সহজেই যে কোন যায়গায় ভ্রমন করতে পারবেন কোন রকমের ঝামেলা ছাড়ায়। আপনারা চাইলে যে কোন যায়গায় যাতায়াত করতে পারেন যে কোন সময়। আর সে কারনে এর সময়সূচী সর্ম্পকে জানাটা দরকার। আপনি যদি সঠিক তথ্য জানেন তাহলে আপনার কোন রকমের সমস্যা হবে না। এবং আপনি অনায়াসে যাতায়াত করতে পারবেন। তাই আপনাকে লঞ্চের সঠিক সময়সূচী জানতে হবে।

হয়ত দেখা গেলো যে আপনি সঠিক সময় জানেন না সে জন্য আপনাদের লঞ্চ মিস হয়ে গেলো। ঠিক তখন আপনাদের যার্নিটা খারাপ হয়ে যাবে। সে জন্য আপনি যেখানেই যান না কেন আর যে মাধ্যমে যান না কেন আপনাকে অবশ্যই তার সময় সর্ম্পকে ধারনা থাকতে হবে। তাহলে যার্নিটা সুন্দর হয়ে উঠবে। ঠিক সে কারনে আপনাকে লঞ্চের সময়সূচী জানতে হবে।

  • ঢাকা থেকে দুপুর ৩.০০ টায় ছেড়ে সন্ধ্যা ৭.৩০-৮.০০ টার মধ্যে ইলিশা। এবং
  • ইলিশা থেকে সকাল ৮.০০ টায় ছেড়ে দুপুর ১.০০-২.০০ এর মধ্যে ঢাকা।

ঢাকা থেকে বোরহান উদ্দিন লঞ্চের ভাড়া

বাংলাদেশের এমন কোন  মানুষ নেই যে লঞ্চের যার্নি পছন্দ করে না। তাই আপনারা যারা লঞ্চের যার্নি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লঞ্চের সময়সূচীর পাশাপাশি লঞ্চের ভাড়া কত সে বিষয় সর্ম্পকে জানতে হবে। প্রত্যেকটি লঞ্চে অনেক গুলো আসন সংখ্যার ব্যবস্থা রয়েছে। এক এক টি আসনের মূল্য এক এক রকমের। বাংলদেশের প্রায় অধিকাংশ মানুষ ভ্রমন প্রিয় হয়ে থাকে। আবার সেই যার্নি টা যদি হয় লঞ্চে তাহলে তো কোন কথায় থাকে না।

আগেকার সময়ে লঞ্চের টিকেট কাটতে হলে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে টিকেট কাটতে হত। কিন্তু বর্তমান অত্যধুনিক যুগে সেটা আর করতে হয় না। এখন ঘরে বসেই লঞ্চের টিকেটের ব্যবস্থা করতে হয়। সেজন্য লঞ্চের সঠিক ভাড়া সর্ম্পকে যানাটা দরকার। সঠিক ভাড়া জানলে আপনি অনলাইনের মাধ্যমেই টিকিট ক্রয় করতে পারবেন। সে জন্য কোন লঞ্চে করে যাবেন আর কোনটার কত ভাড়া সে সর্ম্পকে জানতে হবে।

ইকোনমি ক্লাস- ৫০০
বিজনেস ক্লাস-৬০০
রয়েল ক্লাস-৭০০
সিঙ্গেল এসি কেবিন-১০০০
সিঙ্গেল এটাষ্ট বাথরুম -১৫০০
সিঙ্গেল এটাষ্ট বাথরুম কাপল বেড-২০০০
ডাবল এসি কেবিন-১৮০০
ডাবল এটাষ্ট বাথরুম-২৫০০
ডিলাক্স কেবিন -৩০০০

পরিশেষে, আপনার সুস্ততা কামনা করি। আর আপনার ভ্রমন সুন্দর হয়ে উঠুক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button