ঢাকা টু বরিশাল বিমান ভাড়া ও সময়সূচী ২০২৩
বরিশাল হলো বিভগীয় শহর বৃহত্তম নদীবন্দর। বরিশাল জেলাটি বাংলাদেশের দক্ষিনাঞ্চলে বঙ্গোপসাগরের উত্তর তীরে অবস্থিত। সেখানে যেতে গেলে সবচেয়ে সুন্দর ও দ্রুততম বাহন হলো বিমান। বিমানের মাধ্যমে আপনি সহজেই ঢাকা থেকে বরিশালে যেতে পারবেন। বরিশালের নাম প্রাচীন কালে চন্দ্রদ্বীপ ছিল।
ঢাকা থেকে বরিশালে যাওয়ার আরো ব্যবসাথা রয়েছে কিন্তু সবথেকে দ্রুততম হলো বিমান ব্যবস্থা। বিমানে করে অনেকে যায় ঘুরতে আবার অনেকে যায় প্রয়োজনের তাগিদে। প্রয়োজনের তাগিদে যারা যা তাদের খুব অল্প সময়ের মধ্যে তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারে। কারন অনান্য যানবাহনে যেতে গেলে অনেক সময় চলে যায়। তাই তারা বিমান ব্যবস্থা বেচে নিয়েছে।
ঢাকা টু বরিশাল বিমানের সময়সূচী
যে কোন যানবাহনে আপনি চলাচল করেন না কেন আপনাকে সেটার সময় সর্ম্পকে ধারনা থাকতে হবে। মিনিমাম ধারনা না থাকলে অনেক সমস্যা হতে পারে। আর সময় সর্ম্পকে ধারনা থাকলে কেউ প্রতারনা করতে পারবে না। দীর্ঘ অনিয়ম আর বিরতির পরে ঢাকা থেকে বরিশালের বিমান পেলো নতুন জীবন। সরকারের সময় সাপেক্ষের কারনে এই সমস্যার সমাধান হয়েছে।
যে কারনে এয়ারলাইন্স গুলো এই পথে আবার যাতায়াত শুরু করেছে । সেটা জনগনের জন্য একটি খুশির বিষয়। বিশেষ করে যারা চাকরি বা নানান প্রয়োজনে যাওয়া আসা করতেন তাদেরকে নানান ভুগান্তিতে ভুগতে হয়েছিল। তাই এখন আর তাদের কোন সমস্যা নেই। এখন এয়ারলাইন্সের বিমান গওলো চালু হয়েছে। সে জন্য আপনাকে বিমানের সঠিক তথ্য সব সময় জানতে হবে। তানাহলে নানান ভাবে সমস্যায় পড়তে পারেন।
ঢাকা টু বরিশাল বিমানের টিকেটের মূল্য
বিমানে ভ্রমন করার আরেকটি গুরুত্বপূর্ন বিষয় হলো টিকেট। আধুনিক যুগ যামানায় ঘরে বসেই সব কিছু হাতের কাছে পাওয়া যায়। বিমানের ভাড়া নিয়ে এখনও অনেকের মনে নানান প্রশ্ন। অনেকে মনে করে যে বিমানে শুধু উচ্চ প্রভাবশালী ব্যাক্তিরা উঠতে পারবে। কিন্তু সেটা না এখন সব শ্রেনীর মানুষ এই বিমানে উঠতে পারবে।
যাত্রীদের আকাশ পথে চলার জন্য উৎসাহিত করার জন্য বিভিন্ন এয়ারলাইন্স ভাড়া কমিয়ে দিয়েছে।যাতে করে সবায় বিমানেভ্রমন করতে পারে। ভ্রমনের তারিখের উপর নির্ভর করে বিমানের ভাড়া কমানো হয়। কারন বিমানের ভাড়া কমেও যায় আবার বাড়েও। আর এখনতো ঘরে বসেই হাতের কাছে সব কিছু পাওয়া যায়। শুধু সঠিক ভাবে সব কিছু জানা দরকার। আপনি ঘরে বসেও বিমানের টিকিট ক্রয় করতে পারেন আবার বিমানের অফিসি গিয়েও কাটতে পারেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
২,৫০০ টাকা (সুপার সেভার)
৮,২০০ টাকা (ইকোনমি স্পেশাল)
নভোএয়ার
২,৯৯৯ টাকা (স্পেশাল প্রোমো)
৮,২০০ টাকা (ফ্লেক্সিবল)
পরিশেষে, আপনাদেরকে সব রকমের তথ্য দেওয়া চেষ্টা করা হলো । কোন কিছু জানার থাকলে অবশ্রই কমেন্টে জানাবেন।